রসায়নে নোবেলজয়ী ফিলিস্তিনি-কে ভিসা-জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী
Published: 9th, October 2025 GMT
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো—
১. অ্যানথ্রাক্স কী ঘটিত রোগ?
ক. ব্যাকটেরিয়া
খ. ভাইরাস
গ. পরজীবী
ঘ. ছত্রাক
উত্তর: ক. ব্যাকটেরিয়া (ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া)
২.
ক. দক্ষিণ কোরিয়া
খ. ভারত
গ. মালেশিয়া
ঘ. বাংলাদেশ
উত্তর : ঘ. বাংলাদেশ (সংস্থাটির সদস্যপদ লাভের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো শীর্ষ পদে নির্বাচিত হলো বাংলাদেশ।)
৩. বাংলাদেশের প্রার্থী হিসেবে ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন—
ক. তারেক মো. আরিফুল ইসলাম
খ. খন্দকার এম তালহা
গ. তৌফিক হাসান
ঘ. মঞ্জুরুল করিম খান চৌধুরী
উত্তর: খ. খন্দকার এম তালহা
৪. জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন—
ক. তোশিকো আবে
খ. শিনজিরো কোইজুমি
গ. হারু কিতামুরা
ঘ. সানায়ে তাকাইচি
উত্তর: ঘ. সানায়ে তাকাইচি
৫. কোন আবিষ্কারের জন্য ২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে?
ক. মাইক্রো RNA
খ. করোনা ভ্যাকসিন
গ. পেরিফেরাল ইমিউন টলারেন্স
ঘ. হাইপোক্সিয়া-ইনডুসিবল ফ্যাক্টর
উত্তর: গ. পেরিফেরাল ইমিউন টলারেন্স
৬. ২০২৫ সালে রসায়নে নোবেলজয়ী ফিলিস্তিনি বংশোদ্ভূত বিজ্ঞানী—
ক. ওমর এম ইয়াগি
খ. উমার সুলাইমান সাঈদ
গ. আহমেদ জেওয়াইল
ঘ. মোহাম্মেদ এল বারাদেই
উত্তর: ক. ওমর এম ইয়াগি
৭. মোট কয়টি প্রতিষ্ঠান নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে নিয়োজিত?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তর: খ. ৪টি (রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস (পদার্থবিদ্যা, রসায়ন ও অর্থনীতি), ক্যারোলিনস্কা ইনস্টিটিউট (চিকিৎসাবিজ্ঞান), সুইডিশ একাডেমি (সাহিত্য) এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি (শান্তি)।)
৮. ‘শান্তি’তে নোবেল পুরস্কার প্রদান করে কোন প্রতিষ্ঠান?
ক. দ্য সুইডিশ একাডেমি
খ. দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি
গ. দ্য রয়্যাল সুইডিশ একাডেমি
ঘ. দ্য নোবেল অ্যাসেম্বলি অ্যাট দ্য ক্যারোলিনস্কা ইনস্টিটিউট
উত্তর: খ. দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি
আরও পড়ুনসোনালী-অগ্রণী-কৃষি-রূপালীসহ ১১ ব্যাংক নেবে সিনিয়র অফিসার, পদ ১০১৭০৮ অক্টোবর ২০২৫৯. WIPO প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৫-এ বাংলাদেশের অবস্থান—
ক. ৮৮তম
খ. ১০০তম
গ. ১০৬তম
ঘ. ১১১তম
উত্তর: গ. ১০৬তম (প্রথম অবস্থান: চীন)
১০. ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প কয়টি দফা সংবলিত ‘যুদ্ধবিরতি প্রস্তাব’ উত্থাপন করেছেন?
ক. ১৭টি
খ. ২০টি
গ. ২২টি
ঘ. ২৩টি
উত্তর: খ. ২০টি
১১. বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিদেশি পেশাজীবীদের কাজের সুযোগ করে দিতে চীনে প্রণীত নতুন ভিসানীতি—
ক. Q ভিসা
খ. W ভিসা
গ. Z ভিসা
ঘ. K ভিসা
উত্তর: ঘ. K ভিসা
আরও পড়ুনশহিদুল আলম-গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ কি০২ অক্টোবর ২০২৫১২. গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্যরাষ্ট্র কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
উত্তর: খ. ৬টি (সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন)
১৩. পরিবেশ ও সামাজিক অধিকার আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক?
ক. সুইডেন
খ. সুইজারল্যান্ড
গ. স্লোভেনিয়া
ঘ. সার্বিয়া
উত্তর: ক. সুইডেন
আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৬: বাংলাসহ তিন বিষয়ের প্রশ্ন কাঠামোয় এল পরিবর্তন০৫ অক্টোবর ২০২৫১৪. ‘উত্তমাশা অন্তরীপ’ কোথায় অবস্থিত?
ক. দক্ষিণ আফ্রিকা
খ.অস্ট্রেলিয়া
গ. রাশিয়া
ঘ. কেনিয়া
উত্তর: ক. দক্ষিণ আফ্রিকা
১৫. বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়—
ক. ২ সেপ্টেম্বর
খ. ৩ সেপ্টেম্বর
গ. ৫ অক্টোবর
ঘ. ৮ অক্টোবর
উত্তর: গ. ৫ অক্টোবর
আরও পড়ুনট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে ইসলামী ব্যাংক২৯ সেপ্টেম্বর ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন
ফুটবলের পর এবার করপোরেট জগতের বড় ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাচ্ছে অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। ‘বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টে দেশের নামকরা ১৬টি করপোরেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শুক্র ও শনিবার (২১ ও ২২ নভেম্বর) বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রথম দিনে রাউন্ড সিক্সটিনের খেলায় ওয়ালটনের প্রতিপক্ষ অনলাইন টিকেট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজ। বিকাল ৩:৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
নকআউট পর্বে রাউন্ড সিক্সটিনের খেলায় দলগুলো একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল পার হয়ে ফাইনালে খেলতে পারবে। টেপ টেনিস বলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে ৬ ওভারের। প্রতিটি দলে ৯ জন করে খেলার সুযোগ পাবে। মোট ৫ জন ক্রিকেটার বল করতে পারবে। তাদের মধ্যে একজন ২ ওভার বাকিরা ১ ওভার করে বোলিংয়ের সুযোগ পাবে।
এর আগে মাসে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট চ্যাম্পিয়ান হয়েছিলো ওয়ালটন। এবার ’বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ান হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ওয়ালটন করপোরেট ক্রিকেট টিম।
ওয়ালটন করপোরেট ক্রিকেট টিমের চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন মো. নজরুল ইসলাম সরকার, অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন এবং টিম ম্যানেজার জোহেব আহমেদ। টিম ওয়ালটনের ১১ সদস্য হলেন: আব্দুল্লাহ আল মামুন (অধিনায়ক), মো. সাজ্জাদ হোসেন (উইকেটরক্ষক), মিলটন, রনভী, সাহেল, নাজেল, নিক্সন, রফিক, রকিব, জহিরুল এবং রাকিব।
টিম অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন বলেন, ওয়ালটন একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান। শুরু থেকে দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। পাশাপাশি ওয়ালটনের এমপ্লয়ীদের নিয়ে গঠিত করপোরেট টিম ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে দারুণ সাফল্য বয়ে আনছে। এরই ধারাবাহিকতায় ‘’বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ এ অংশ নিচ্ছি আমরা।
টিম ম্যানেজার জোহেব আহমেদ বলেন, খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা করে। কর্মক্ষেত্রে পারফরমেন্স আরো বাড়িয়ে দেয়। এ ধরনের টুর্নামেন্টের আয়োজন ও অংশগ্রহণ তাই করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত এমপ্লয়ীদের জন্য দারুণ সুযোগ ও সম্মানের। করপোরেট জগতের মহা কর্মব্যস্ত সময়ের মাঝে খানিকটা বিরতি নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আমরা মুখিয়ে আছি। আমাদের দলের প্রতিটি সদস্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। আশা করছি খুব সুন্দর ও উপভোগ্য একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে।
ঢাকা/ইয়াসিন