হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা
Published: 9th, October 2025 GMT
আবারও সেই হার শেষে হতাশার ছবি! তবে এমন হার একটু বেশিই পোড়াচ্ছে বাংলাদেশকে। শুরুতে গোল করে এগিয়ে যাওয়া, এরপর ৩-১ গোলে পিছিয়ে পড়া। ২ গোল করে আবার সমতায় ফেরা, সমতাসূচক গোলটি আবার যোগ করা সময়ের নবম মিনিটে। অন্তত একটা পয়েন্ট নিয়ে ম্যাচটা শেষ করতেই পারত বাংলাদেশ। কিন্তু এক ফরাসি বংশোদ্ভূত তরুণের কাছেই হেরে গেল স্বাগতিকেরা। রেফারির শেষ বাঁশির ঠিক আগমুহূর্তে, যোগ করা সময়েরও যোগ করা সময়ে বাংলাদেশের এক পয়েন্টের আশার গুড়ে বালি ঢেলে দেন হংকংয়ের ২৩ বছর বয়সী ফরোয়ার্ড রাফায়েল মেরকিস।
রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে ৪-৩ গোলের হারের পর দায় নিজের ঘাড়েই নিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।’
এশিয়ান বাছাইয়ে এ নিয়ে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচে শুধু ভারতের সঙ্গে ড্র করেছে। তাতে বাংলাদেশের পয়েন্ট মাত্র এক। বর্তমানে পয়েন্ট টেবিলের তলানির দলই বাংলাদেশ। তারপরও আশা দেখছেন কাবরেরা।
হারের পর হতাশ হয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশ দল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক বর র
এছাড়াও পড়ুন:
মুখে না বলেও পুরুষেরা যেভাবে ভালোবাসা প্রকাশ করেন
১. তাঁরা নিয়মিত পাশে থাকেন
যেসব পুরুষ নীরবে গভীরভাবে ভালোবাসেন, তাঁরা ভালোবাসার মানুষের শুধু ভালো সময়ে নয়; প্রয়োজনের মুহূর্তে, ব্যস্ততম দিনে, এমনকি ঝামেলার মধ্যেও পাশে থাকেন।
প্রিয়জনের পরীক্ষা, ভাইভার দিন কিংবা চাকরির ইন্টারভিউয়ের মুহূর্তে তিনি প্রথমেই মনে রাখেন, বার্তা দেন, ‘চিন্তা কোরো না, তুমি পারবে।’
প্রিয় মানুষটি যদি ব্যস্ত থাকেন, তিনি বিরক্ত হন না; বরং শান্তভাবে বলেন, ‘তোমার কাজটা আগে করো, পরে কথা হবে।’
ডেটে যাওয়ার মতো বড় পরিকল্পনা না থাকলেও তিনি চেষ্টা করেন সপ্তাহে অন্তত এক দিন সময় বের করে দেখা করতে। যেমন কোনো ফুচকার দোকানের পাশে দাঁড়িয়ে মিনিট দশেক আড্ডা অথবা হাঁটতে হাঁটতে কথা বলা।
প্রিয়জনের পরিবারের বিপদ-আপদে দেখবেন ঠিকই তিনি পাশে দাঁড়িয়েছেন। রাস্তায় কোনো সভা-সমাবেশ থাকলে আগেভাগেই জানিয়ে সতর্ক করে দেন। ভালোবাসা কিন্তু এক দিনের বড় রোমান্টিক মুহূর্তে নয়; বরং এ রকম ছোট ছোট যত্নের মধ্যেই গড়ে ওঠে। এই ধারাবাহিক পাশে থাকা ধীরে ধীরে বিশ্বাস তৈরি করে।
আরও পড়ুনএই ৫ প্রশ্নে বুঝবেন, আপনাদের ভালোবাসা কতখানি গভীর০৭ সেপ্টেম্বর ২০২৫২. তাঁরা ছোট ছোট বিষয় মনে রাখেনযেসব পুরুষ নীরবে ভালোবাসেন, তাঁরা প্রিয়জনের ছোট ছোট বিষয় কখনোই ভুলে যান না। এসব খুঁটিনাটি তাঁদের কাছে গুরুত্ব পায়; কারণ, আপনি তাঁর কাছে বিশেষ একজন। যেমন প্রিয়জন সকালে চা না খেলে মাথা ধরে, তাই তিনি নিয়মিত জিজ্ঞেস করেন, ‘চা খেয়েছ?’কোন দোকানের লাচ্ছিটা প্রিয়জন বেশি পছন্দ করেন, তা তিনি মনে রাখেন, সুযোগ পেলে নিয়ে আসেন। ওষুধ বা প্রয়োজনীয় কিছু সময়মতো খাওয়ার কথা তিনি মনে করিয়ে দেন।
প্রিয়জন খুঁটিনাটি বিষয় জানতে চাইলে গুরুত্ব দিয়ে উত্তর দেন