৩০০০ রান ও ১০০ উইকেট: মালয়েশিয়ার বীরানদীপের বিশ্ব রেকর্ড
Published: 25th, November 2025 GMT
বীরানদীপ সিং—আন্তর্জাতিক ক্রিকেটে নামটা তেমন একটা পরিচিত নয়। মালয়েশিয়ার ক্রিকেট সম্পর্কে জানাশোনা থাকলে এই নামটা হয়তো আপনি শুনবেন।
এই বীরানদীপই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়েছেন বিশ্ব রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান ও ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন এই স্পিন বোলিং অলরাউন্ডারের।
বীরানদীপ রেকর্ডটি গড়েছেন আজ কুয়ালালামপুরে বাহরাইনের বিপক্ষে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে। ৯৯ উইকেট নিয়ে মাঠে নামা বীরানদীপ বাঁহাতি স্পিনে উইকেট নেন ৩টি। তাতে তাঁর দলও জিতেছে ৪ উইকেটে। বাহরাইনের ১০৭ রানের সংগ্রহ মালয়েশিয়া তাড়া করে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে। ব্যাটিংয়ে নেমে ২৩ রান করেন বীরানদীপ।
বীরানদীপ তিন হাজার রানের ক্লাবে নাম লেখান চলতি বছরের জুলাইয়ে। সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলার পথে তিন হাজার রানের ক্লাবে ঢোকেন তিনি।
জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র নদ প র কর ড উইক ট
এছাড়াও পড়ুন:
৩০০০ রান ও ১০০ উইকেট: মালয়েশিয়ার বীরানদীপের বিশ্ব রেকর্ড
বীরানদীপ সিং—আন্তর্জাতিক ক্রিকেটে নামটা তেমন একটা পরিচিত নয়। মালয়েশিয়ার ক্রিকেট সম্পর্কে জানাশোনা থাকলে এই নামটা হয়তো আপনি শুনবেন।
এই বীরানদীপই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়েছেন বিশ্ব রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান ও ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন এই স্পিন বোলিং অলরাউন্ডারের।
বীরানদীপ রেকর্ডটি গড়েছেন আজ কুয়ালালামপুরে বাহরাইনের বিপক্ষে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে। ৯৯ উইকেট নিয়ে মাঠে নামা বীরানদীপ বাঁহাতি স্পিনে উইকেট নেন ৩টি। তাতে তাঁর দলও জিতেছে ৪ উইকেটে। বাহরাইনের ১০৭ রানের সংগ্রহ মালয়েশিয়া তাড়া করে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে। ব্যাটিংয়ে নেমে ২৩ রান করেন বীরানদীপ।
বীরানদীপ তিন হাজার রানের ক্লাবে নাম লেখান চলতি বছরের জুলাইয়ে। সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলার পথে তিন হাজার রানের ক্লাবে ঢোকেন তিনি।
জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা