পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

পুঁজিবাজারে সূচকের পতনে সপ্তাহ শুরু

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শর্ত অনুযায়ী, পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের কারণে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

ঢাকা/এনটি/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে এক লেনে যান চলাচল বন্ধ, যানজটে ভোগান্তি

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই লেন দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে মহাসড়কে ওই স্থানে যানজট দেখা দিয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বারইয়ারহাট পৌরবাজারের পিকআপচালক মো. নুর উদ্দিন প্রথম আলোকে বলেন, দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা কংক্রিট পুরো রাস্তায় ছড়িয়ে পড়ে। এ কারণে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর চালক ট্রাকটি রেখেই সেখান থেকে চলে যান। পরে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা এসে বন্ধ হয়ে যাওয়া লেনের পাশে ঢাকামুখী লেন দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেন। তবে গাড়ি বেশি হওয়ায় যানজট দেখা দেয়।

জানতে চাইলে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পাশের বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছি। দ্রুত সড়কে ছড়িয়ে পড়া কংক্রিট ও গাড়িটি উদ্ধারে কাজ করছি।’

সম্পর্কিত নিবন্ধ