জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ

সেকশন: , চাকরি

টাগ:

ছবি:

মেটা ও এক্সসার্প্ট:

আরও পড়ুন:

আরও পড়ুন:

আরও পড়ুন:

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে উপাধ্যক্ষসহ ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৬ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. উপাধ্যক্ষ

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি/সমমান এবং সহকারী অধ্যাপক পদে ০৩ বছরের অভিজ্ঞতাসহ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে ১২ বছরের অভিজ্ঞতা। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমতুল্য সিজিপিএ/জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে ৩য় বিভাগ/সমতুল্য সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য হবে না। ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে কর্মরত শিক্ষকদের ওপরে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)

বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর

আরও পড়ুনজুডিশিয়াল সার্ভিস কমিশনে বিশাল নিয়োগ, পদ ১১৫২২৩ নভেম্বর ২০২৫

২.

প্রভাষক (প্রভাতি শাখা)

বিষয় ও পদসংখ্যা: বাংলা (০১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি (সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমতুল্য সিজিপিএ/জিপিএ থাকতে হবে)। শিক্ষাজীবনে কোনো স্তরে ৩য় বিভাগ/সমতুল্য সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য হবে না। প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

৩. সহকারী শিক্ষক (দিবা শাখা)

বিষয় ও পদসংখ্যা: গণিত (২); বাংলা (২); ইংরেজি (২); ইসলাম শিক্ষা (১); তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (১); পদার্থবিজ্ঞান (১); রসায়ন (১); জীববিজ্ঞান (১); শারীরিক শিক্ষা (১); এবং সামাজিক বিজ্ঞান (১)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমতুল্য সিজিপিএ/জিপিএ থাকতে হবে। ইসলাম শিক্ষা বিষয়ে ফাজিল (সমমান) ডিগ্রিসহ কামিল (সমমান) ডিগ্রি গ্রহণযোগ্য। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/তথ্যপ্রযুক্তি (আইটি)/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক (সম্মান)/সমমান অথবা স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি। শারীরিক শিক্ষা বিষয়ের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি এবং বিপিএড ডিগ্রি/সমমান।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

আরও পড়ুনযে ১০ দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে কঠিন৫ ঘণ্টা আগেআবেদনের নিয়ম

প্রার্থীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের অন্যান্য নির্দেশাবলি ওয়েবসাইটে প্রদর্শিত থাকবে।

আবেদনের সময়সীমা

১৬ ডিসেম্বর ২০২৫

পরীক্ষার সময়সূচি

আবেদনকারীদের লিখিত পরীক্ষার তারিখ ২০ ডিসেম্বর ২০২৫

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান আবেদনকারীকে যথাসময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন ও আসনবিন্যাস প্রকাশ৩ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ভ গ সমত ল য স জ প এ জ প এ ক য ন টনম ন ট ত য গ যত পর ক ষ র পর ক ষ য় সমম ন

এছাড়াও পড়ুন:

বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।

আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী। আর ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিকেল পাঁচটার দিকে ক্যাম্পাস সংলগ্ন রেলপথ অবরোধ করেন। এর মধ্যে বাকৃবির শিক্ষার্থীরা রাত আটটার দিকে অবরোধ তুলে নিলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত পৌনে ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় অবরোধ চালিয়ে যাচ্ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহী থেকে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি আগের যেকোনো সময়ের তুলনায় অস্বাভাবিকভাবে কম। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। তাঁরা দাবি করেন, প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাস সময় দেওয়া বৈষম্যমূলক। এত কম সময়ে ১ হাজার ১০০ নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘সময় চাই, সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘এক দুই তিন চার, পিএসসি স্বৈরাচার’, ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’ ইত্যাদি স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, ‘প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিতের জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে, এটা অযৌক্তিক। আমরা শুধু যৌক্তিক সময় চাই।’

মেহেদি হাসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক সময়ের দাবিতে আন্দোলন করছি। দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা আমাদের দাবির প্রতি সংহতি জানিয়েছে। তবু পিএসসির অবস্থান একই রয়ে গেছে। আমরা চাই, পরীক্ষার সময় পেছানো হোক, যাতে সবাই সমানভাবে প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতা করতে পারে।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচিকে ‘অবাস্তব ও বৈষম্যমূলক’ উল্লেখ করে তিন ঘণ্টা রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরীক্ষার্থীরা। আজ বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। এর ফলে ময়মনসিংহ থেকে ঢাকাগামী তিস্তা ও মহুয়া এক্সপ্রেস এবং ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের চলাচল বিঘ্নিত হয়।

সরেজমিনে দেখা যায়, শনিবার বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আব্দুল জব্বার মোড়ে আসেন। পরে তারা আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনের ওপর অবস্থান করেন।

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেলপথ অবরোধ

সম্পর্কিত নিবন্ধ

  • এনআইডি সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত
  • পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থীদের জন্য নির্দেশনা
  • টিকটকে একাধিক নতুন সুবিধা
  • ১৫৫৪ পদের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
  • বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ
  • ৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে বাকৃবিতে রেল অবরোধ