ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাত? জবাবে তানজিন তিশার বিবৃতি
Published: 25th, November 2025 GMT
ভারতের বাংলা সিনেমা ‘ভালোবাসার মরশুম’–এ অভিনয় নিয়ে অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে নানা তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় প্রযোজক সরিফুল ধাবক তাঁর বিরুদ্ধে অগ্রিম টাকা ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছেন। এ পরিস্থিতিতে তানজিন তিশা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা, বিভ্রান্তিকর এবং তাঁর কর্মজীবন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ছড়ানো।
‘চুক্তি অনুযায়ী ভিসা করানো তাদের দায়িত্ব, আমার নয়’
তানজিন তিশা জানান, ছবিটির জন্য তিনি চুক্তিবদ্ধ হন আইনজীবীর মাধ্যমে চুক্তিপত্র যাচাই করে। চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল—বিদেশভ্রমণ, ভিসা, ফ্লাইট, থাকা–খাওয়া—সব দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। তিশার ভাষায়, ‘দুর্ভাগ্যজনকভাবে তারা আমার ভিসা করিয়ে দিতে পারেনি। আমি ব্যক্তিগত চেষ্টা করেও ভিসা পাইনি। চুক্তি অনুযায়ী ভিসাসংক্রান্ত সব দায়িত্ব পরিচালকের। তাই এ ব্যর্থতার দায় আমার নয়—এটি সম্পূর্ণ তাদের ব্যর্থতা।’
তিনি জানান, ভিসার জন্য টানা প্রায় দুই মাস অপেক্ষা করেছেন। পরে জানতে পারেন, তাঁর অপেক্ষার মধ্যেই টিম অন্য একজনকে নিয়ে শুটিং শুরু করেছে। এ কারণে তিনি বাধ্য হয়ে প্রজেক্টটি থেকে সরে আসেন।
আরও পড়ুন‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক!’ শাড়ি বিতর্কে তানজিন তিশা২১ অক্টোবর ২০২৫তানজিন তিশা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অতিরিক্ত হাঁচি হলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে
হাঁচি দেওয়ার সময ফুসফুস থেকে নাক ও মুখের মধ্য দিয়ে বাতাস দ্রুতগতিতে বেরিয়ে আসে। এই গতির কারণে হাঁচির কণা প্রায় ২ মিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এর ফলে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কানের আঘাত, সাইনাস সংক্রমণ বা রক্তনালীর ক্ষতি করতে পারে। এ ছাড়াও কিছু সমস্যা দেখা দিতে পারে।
এক. অতিরিক্ত হাঁচি দিলে কানের ওপর চাপ পড়ে এবং কানের সূক্ষ্ম রক্তনালী ছিঁড়ে যেতে পারে।
আরো পড়ুন:
রাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া
শীতকালে জলপাই কেন খাবেন?
দুই. অতিরিক্ত হাঁচি সাইনাসকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সংক্রমণের কারণ হতে পারে।
তিন. হাঁচির সময় রক্তচাপ বেড়ে যায়, যা রক্তনালীর ক্ষতি করতে পারে।
চার. কিছু বিরল ক্ষেত্রে হাঁচির কারণে মস্তিষ্কের ওপর প্রভাব পড়তে পারে, যেমন দুর্বলতা বা দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে।
কখন ডাক্তার দেখাবেন
হাঁচির সঙ্গে যদি জ্বর বা শ্বাসকষ্টের মতো অন্যান্য গুরুতর লক্ষণ থাকে। কিংবা অ্যালার্জি দেখা দেয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: দ্য কনভার্সেশন ডট কম
ঢাকা/লিপি