শিশুকে হত্যার পর গাছে উঠলেন যুবক
Published: 10th, October 2025 GMT
পটুয়াখালীর দশমিনায় সবুজ মৃধা (২৫) নামে মাদকাসক্ত যুবকের দায়ের কোপে শাফায়েত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। ঘটনার পর জনরোষ থেকে বাঁচাতে চাম্বল গাছের মগডালে ওঠেন অভিযুক্ত। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে নামিয়ে এনে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
যাত্রী বহনে রাজি না হওয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম
চোরাই মোবাইল উদ্ধার অভিযানে ৫ পুলিশ আহত, আটক ৩
মারা যাওয়া শাফায়েত একই গ্রামের জামাল বেপারীর ছেলে। আহতরা হলেন- মুইন হাসান (৮), নাছিমা (৩২), মরিয়ম (৩২) ও বাবুল সরদার (৪৭)। অভিযুক্ত সবুজ তাদের প্রতিবেশী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সবুজ মাদকের টাকার জন্য প্রায়ই পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখাতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী জামাল বেপারীর বাড়িতে প্রবেশ করেন তিনি। বাড়ির উঠানে যাকে সামনে পেয়েছেন তাকে দা দিয়ে কোপাতে শুরু করেন। পাঁচজন গুরুতর আহত হন। ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সবুজ নিজেকে বাঁচাতে দৌঁড়ে একটি চাম্বল গাছের মগডালে ওঠেন।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে শাফায়াতের মৃত্যু হয়। রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় সবুজকে গাছ থেকে নামিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মৃত সাফায়েতের চাচা মো.
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলীম বলেন, “মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঢাকা/ইমরান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য আহত আটক
এছাড়াও পড়ুন:
শহিদুল আলমসহ আটকরা মুক্ত: প্রেস উইং
বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ অন্য আটককৃতদের মুক্তি দিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে শহিদুল আলমকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছে। তুরস্কের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আরো পড়ুন:
শহিদুল আলম ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে: দৃক
গাজা শান্তি পরিকল্পনায় সম্মত হামাস-ইসরায়েল, আগামী কয়েকদিনে যা ঘটবে
প্রেস উইং জানিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
শহিদুল আলমের মুক্তি এবং ইসরাইল থেকে প্রত্যাবাসনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ঢাকা/এসবি