পল্টনে জড়ো হচ্ছেন জামায়াতসহ ৮ দলের নেতা কর্মীরা
Published: 11th, November 2025 GMT
পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টনে জড়ো হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ ৮ দলের নেতা কর্মীরা।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার সমাবেশের আয়োজন করেছে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।
পল্টনে মিছিল নিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিশ। আজ মঙ্গলবার দুপুরে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামের ছেলেমেয়েরা অনুপ্রাণিত করল সেই রকম!
এ রকম যে হবে, আমি ধারণা করে রেখেছিলাম। তা–ই হলো। শিক্ষার্থীরা এসে বলতে লাগল, আপনার সঙ্গে আগেও দেখা হয়েছে। আগেরবার ছবি তুলেছিলাম। দেখুন, এই যে সেই ছবি। আমার এই বন্ধুটাও সেদিন আমার পাশে ছিল। আজকে দুই বছর পর, একই রকম করে আরেকটা ছবি তুলি।
চট্টগ্রামে কৃতী শিক্ষার্থী উৎসবে গেছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব। উচ্চমাধ্যমিক জিপিএ–৫ প্রাপ্তদের সংবর্ধনা। অনুষ্ঠান হচ্ছে ফয়’স লেকে। ১০ নভেম্বর ২০২৫ হেমন্তের মিষ্টি সকালে পাহাড়, গাছপালা, আর সরোবরের সৌন্দর্যে ভরা একটা সুন্দর পরিসরে। আর আছে নানা ধরনের রাইড।
কী ধারণা করেছিলাম? আমরা প্রথম আলোর পক্ষ থেকে মাধ্যমিকে জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে থাকি। দুই বছর আগে যারা সেই সংবর্ধনা পেয়েছে, তাদের অনেকেই আবারও উচ্চমাধ্যমিকে জিপিও–৫ পেয়েছে। কাজেই ওদের সঙ্গে এবারের দেখাটা হবে অন্তত দ্বিতীয়বারের মতো।
আর কিশোর আলোর অনুষ্ঠান আমরা নিয়মিত করেছি বেশ কয়েকবার, চট্টগ্রামে। অনেক শিশু–কিশোর সেসব অনুষ্ঠানে যোগ দিয়েছে। তাদের অনেকেই এবার বড় হয়ে উচ্চমাধ্যমিকে জিপিএ–৫ পাবে, এতে আমার কোনো সন্দেহ নেই। কাজেই ওদের সঙ্গেও দেখা হবে।
চট্টগ্রামে কৃতী শিক্ষার্থী উৎসবে বক্তব্য দিচ্ছেন আনিসুল হক। পাশে মুনির হাসান