বগুড়ার শাজাহানপুরের একটি বাড়ি থেকে দুই শিশুর গলা কাটা ও গৃহবধূর ওড়না দিয়ে গলা প্যাঁচানো মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দিকে উপজেলার খৈলশাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহ‌তের স্বামীকে হেফাজ‌তে নি‌য়ে‌ছে পুলিশ। 

আরো পড়ুন:

ফরিদপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠির নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

নিহতরা হ‌লেন- একই গ্রা‌মের শাহাদত হোসেন কাজ‌লের স্ত্রী সা‌দিয়া বেগম (২৫), তার দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)। 

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সকাল সাড়ে ১০টায় পরিবারের সদস্যরা ঘরের বিছানায় দুই শিশুর গলা কাটা ও তাদের মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের ফুফু আলপনা জানান, পারিবারিক নানা বিষয়ে স্বামী শাহদতের সঙ্গে সাদিয়ার ঝগড়া লেগেই থাকত। শাহাদত গত শুক্রবার ছুটিতে বাড়ি আসেন। গতকাল রা‌তে এবং আজ সকা‌লেও তাদের ম‌ধ্যে ঝগড়া হয়।

বগুড়ার অ‌তিরিক্ত পুুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান ব‌লেন, “আমরা ঘ‌রের ম‌ধ্যে তিন‌টি লাশ পে‌য়ে‌ছি। দুই শিশুর গলা কাটা ছিল। তাদের মা‌য়ের গলায় ওড়না প্যাঁচানো ছিল। তাদের লাশ খা‌টের ওপ‌র ছি‌ল। কে বা কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে আমরা এখনো প‌রিষ্কার না। ময়নাতদ‌ন্তের পর প্রকৃত কারণ জানা যা‌বে।” 

তিনি বলেন, “আমরা জান‌তে পে‌রে‌ছি, নিহ‌তের স্বামী শাহাদাত ঘ‌রের ভেত‌রে তা‌দের লাশ দেখার পর অসুস্থ হ‌য়ে প‌ড়েন। তি‌নি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন। তা‌কে আমরা আমা‌দের হেফাজতে রে‌খে‌ছি। এ ঘটনার মূল রহস‌্য উদঘাট‌নে আমাদের তদন্ত চল‌ছে।”

ঢাকা/এনাম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র

এছাড়াও পড়ুন:

বিপিএটিসি স্কুলে ২০২৬ সালে বাংলা ও ইংরেজি ভার্সনে ছাত্রছাত্রী ভর্তি

বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ২০২৬ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি ভার্সনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর—

কোন শ্রেণিতে আবেদন করা যাবে—

# বাংলা মাধ্যম:

আসনসংখ্যা : পঞ্চম শ্রেণিতে ৫০টি, ষষ্ঠ শ্রেণিতে ৬০টি, সপ্তম শ্রেণিতে ৩৫টি, অষ্টম শ্রেণিতে ৭০, নবম শ্রেণিতে (বিজ্ঞানে ৩০, ব্যবসায় শিক্ষায় ৫টি ও মানবিকে ৫টি আসন) মোট ৪০টি।

# ইংরেজি ভার্সন :

আসনসংখ্যা : প্রথম শ্রেণিতে ৩০টি, দ্বিতীয় শ্রেণিতে ৪৫টি, তৃতীয় শ্রেণিতে ৪৫টি, চতুর্থ শ্রেণিতে ৪৫টি, পঞ্চম শ্রেণিতে ৪৫টি, ষষ্ঠ শ্রেণিতে ২৫টি, সপ্তম শ্রেণিতে ১৭টি, অষ্টম শ্রেণিতে ১৬টি, নবম শ্রেণি বিজ্ঞানে ২৫টি।

আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্স: ২০টির বেশি ভাষা শেখার সুযোগ২৪ নভেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ—

অনলাইনে ভর্তির আবেদনপ্রক্রিয়া চলছে। আবেদনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর ২০২৫।

ভর্তির আবেদনের ফি—

ভর্তির আবেদনের ফি: দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ২০০ টাকা, ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ২৫০ টাকা।

ভর্তি পরীক্ষার তারিখ—

ভর্তি পরীক্ষার তারিখ: ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার, সকাল ৯.৩০ মিনিট থেকে।

ভর্তি পরীক্ষার সিলেবাস—

শিক্ষার্থী যে শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে, তার আগের শ্রেণির পাঠ্যবই থেকে প্রশ্ন হবে।

ভর্তি পরীক্ষার বিষয়—

বোর্ড বই থেকে প্রশ্ন করা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষার বিষয়: বাংলা ২০, ইংরেজি ৩০, গণিত ৩০ ও বিজ্ঞান ২০ নম্বর।

আরও পড়ুনযে ১০ দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে কঠিন৬ ঘণ্টা আগেঅনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম—

১. প্রথমে এই ঠিকানায় প্রবেশ করতে হবে। এরপর Online Service ক্লিক করতে হবে।

২. তারপর Online Admission–এ ক্লিক করে Online School Admission Form নির্বাচন করতে হবে।

ঠিকানা: সাভার, ঢাকা।

# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুনভিকারুননিসা স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি, আসন ২০২০টি২৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ