তামান্নাকে নিয়ে আন্নু কাপুরের ‘অশ্লীল’ মন্তব্য
Published: 14th, October 2025 GMT
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন প্রবীণ অভিনেতা আন্নু কাপুর। তার বক্তব্যকে ‘অশ্লীল’ ও ‘অবমাননাকর’ বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।
কয়েক দিন আগে শুভঙ্কর মিশ্রার পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন আন্নু কাপুর। এ অনুষ্ঠানে তামান্নার ‘আজ কি রাত’ গানটি তাকে দেখান সঞ্চালক। গানের ভিডিও দেখেই আন্নু কাপুর বলেন—“কী সুন্দর, দুধের মতো গায়ের রং।”
আরো পড়ুন:
কানতারা টু: ১০ দিনে আয় ৭৫৮ কোটি টাকা
তৃষার বিয়ে?
তারপর সঞ্চালক আন্নু কাপুরকে জানান—তামান্না বলেছেন, “এই গান শুনে ছেলে-মেয়েরা ঘুমিয়ে পড়ে।” তার এই ভাইরাল বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্য কী? এই প্রশ্নের উত্তরে আন্নু কাপুর বলেন, “কোন বয়সের বাচ্চারা ঘুমিয়ে যায়? ৭০ বছরের বাচ্চাও তো হতে পারে?”
কটাক্ষের সুরে আন্নু কাপুর বলেন, “আমাদের বোন তার গানের সুর, তার দুধের মতো মুখ-শরীর দেখিয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিচ্ছে। যদি সে আমাদের বাচ্চাদের মিষ্টি ঘুম পাড়িয়ে দেয়, তাহলে এটা খুব ভালো। এটা এই দেশের জন্য অনেক বড় আশীর্বাদ হবে। কারণ তার জন্য আমাদের বাচ্চারা রাতে ভালো এবং সুস্থ ঘুম পাচ্ছে। যদি তার অন্য কোনো ইচ্ছা থাকে, তাহলে ঈশ্বর যেন তাকে তার ইচ্ছা পূরণ করার ক্ষমতা দান করেন। এটাই তার জন্য আমার আশীর্বাদ।”
আন্নু কাপুরের এই মন্তব্য দ্রুত সময়ের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তার বক্তব্যকে ‘অশ্লীল’ বলছেন নেটিজেনরা। একজন লেখেন, “রাবিশ কথাবার্তা। আন্নু কাপুরের মতো একজন ব্যক্তি নারীকে নিয়ে এ ধরনের বাজে কথা প্রত্যাশিত নয়। এটি অবমাননাকর।” অন্যজন লেখেন, “দয়া করে সম্মান দিতে শিখুন। আপনার কি কন্যা বা নাতনি নেই?” আরেকজন লেখেন, “এই লোকটি ভয়ংকর মন্তব্য করে। লোকটিই অশ্লীল।”
গত বছর বক্স অফিস কাঁপানো অন্যতম বলিউড সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৮৫৭ কোটি রুপির বেশি। বক্স অফিস ছাড়াও এ সিনেমার ‘আজ কি রাত’ শিরোনামের আইটেম গান দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল। এতে পারফর্ম করেন তামান্না ভাটিয়া। তার সঙ্গী ছিলেন পঙ্কজ ত্রিপাঠি ও রাজকুমার রাও।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩০
কিশোরগঞ্জের ইটনায় গরু চুরি চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রবিবার (১২ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানার্সআপ ঘোষণা নিয়ে সংঘর্ষ, আহত ১২
ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
নিহত রোমান মিয়া (২২) একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল জানান, গজারিয়া গ্রামের ইউপি সদস্য জসিম উদ্দিন ও একই এলাকার আবদুল করিমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে জসিম উদ্দিনের বাড়ি থেকে গরু চুরি চেষ্টার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার কথা থাকলেও রবিবার উভয় পক্ষের অন্তত চার শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
তিনি জানান, সংঘর্ষ চলাকালে জসিম উদ্দিনের পক্ষের রোমান মিয়াসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ এবং পাশ্ববর্তী সিলেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমান মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকিরা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা/রুমন/মাসুদ