বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির একঝলক। শাহরুখের লুক ও ধুন্ধুমার অ্যাকশনে বুঁদ হয়ে আছেন ভক্ত-অনুরাগীরা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার বাজেটের পরিমাণ শুনলে অনেকেরই চোখ ছানাবড়া হয়ে যাবে।
নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘কিং’ সিনেমার বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৮১ কোটি ৪৬ লাখ টাকা), যা প্রিন্ট, প্রচার ও অন্যান্য খরচ বাদ দিয়ে নির্ধারিত হয়েছে।
আরো পড়ুন:
আমি আজ যা কিছু, সবই নারীদের জন্য: শাহরুখ
দেখা না দিয়ে ক্ষমা চাইলেন শাহরুখ
সূত্রটি বলেন, “কিং’ শুরুতে ছিল একটি অ্যাকশন-থ্রিলার সিনেমা; যেখানে শাহরুখ খানের একটি এক্সটেন্ডেড ক্যামিও থাকার কথা ছিল। আর পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। তখন বাজেট ধরা হয়েছিল মাত্র ১৫০ কোটি রুপি। কিন্তু গল্পটি আরো বড় পরিসরে বলার সুযোগ ছিল। এরপর সিদ্ধার্থ আনন্দ যখন সিনেমাটির সঙ্গে যুক্ত হন, তখন শাহরুখের সঙ্গে আলোচনা করে সিনেমাটি বড় পরিসরে নির্মাণের সিদ্ধান্ত নেন।”
‘কিং’ সিনেমার বাজেটের বিষয়ে সূত্রটি বলেন, “নির্মাতা এমন অ্যাকশন দৃশ্য তৈরির পরিকল্পনা করেছেন, যা আগে ভারতীয় সিনেমায় দেখা যায়নি। শাহরুখ নিজেও প্রযোজক, দর্শকদের জন্য সেরা ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতেও পছন্দ করেন। তাই সিদ্ধার্থকে পুরো স্বাধীনতা দিয়েছেন শাহরুখ। ফলে সিনেমাটির বাজেট বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ কোটি রুপি।”
বিশ্বমানে নির্মিত হচ্ছে ‘কিং’। এ বিষয়ে সূত্রটি বলেন, “কিং’ বিশ্বমানের চলচ্চিত্র, যা ভারতে তৈরি হচ্ছে। পশ্চিমা দুনিয়ায় যে কাজ করতে মিলিয়ন ডলার ব্যয় হয়, সিদ্ধার্থ আনন্দ সেটি ভারতের মাটিতে প্রায় এক-পঞ্চমাংশ খরচে তৈরির চেষ্টা করছেন। সিনেমাটিতে ছয়টি দুর্দান্ত অ্যাকশন দৃশ্য থাকবে, যার মধ্যে তিনটি বাস্তব লোকেশনে এবং বাকি তিনটি সেটে শুট করা হবে।”
জানা যায়, ‘কিং’ সিনেমায় আরো অভিনয় করছেন—দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ প্রমুখ। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত সিনেমাটি ২০২৬ সালে মুক্তির কথা রয়েছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অ য কশন
এছাড়াও পড়ুন:
রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ এবং ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়’ বলে মন্তব্য করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, “আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়।”
আরো পড়ুন:
বক্তব্য রাখার সময় ড. ইউনূসের সতর্ক থাকা উচিত: ভারত
বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সামরিক স্থাপনা নির্মাণ ভারতের
ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘নিজের কথাবার্তায় সতর্ক থাকার’ পরামর্শ দেন।
সাক্ষাৎকারে সিং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।” শুক্রবার নেটওয়ার্ক১৮ গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্টপোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে।
এ প্রসঙ্গে মুখপাত্র মাহবুবুল আলম বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।”
তিনি পুনর্ব্যক্ত করেন, “বাংলাদেশ ভারতের সঙ্গে ‘সার্বভৌম সমতা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার’ ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।”
আলম আরো বলেন, “বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব।”
সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, “ভারত বাংলাদেশ সঙ্গে কোনো দ্বন্দ্ব চায় না।”
ঢাকা/এসবি