অভিনেত্রী হেমা মালিনী তার স্বামী ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে ছড়ানো একাধিক গুজবের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন। ৮৯ বছর বয়সী এই তারকার মৃত্যুর গুজবকে অস্বীকার করে, হেমা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স -এ এই ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে নিজের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন। 

হেমা মালিনী লিখেছেন, ‘‘যা হচ্ছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল মিডিয়াগুলো কীভাবে এমন একজন ব্যক্তির সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটি খুবই অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন কাজ। দয়া করে আমাদের পরিবার এবং গোপনীয়তার প্রয়োজনকে যথাযথ সম্মান দিন।’
 

আরো পড়ুন:

শাকিবকে নিয়ে প্রশ্নে কৌশলী বুবলী

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঝুপড়ি ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ

পটুয়াখালীর মহিপুরে একটি ঝুপড়ি ঘর থেকে সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগমের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের ঘরটি থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। 

মারা যাওয়া আকলিমা সিরাজউদ্দিনের তৃতীয় স্ত্রী। এই দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন:

নিখোঁজের চার দিন পর বিলের কচুরিপানার নিচে মিলল আনাসের মরদেহ

সুন্দরবনে ট্রলারডুবি: নিখোঁজ নারী পর্যটকের মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিরাজউদ্দিনের বাড়ি পাশ্ববর্তী মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রামে বসবাস করতেন। আন্ধারমানিক নদীতে খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুঁপড়ি ঘরে আকলিমাকে নিয়ে বসবাস করতেন তিনি।

স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার জানান, ‍আজ ফজরের নামাজে সিরাজউদ্দিনকে দেখতে না পেয়ে তার বাড়িতে যান তিনি। বাড়ির সামনে গিয়ে অনেক ডাকাডাকির পরও কোনো শব্দ পাননি। পরে ভেতরে ঢুকে দেখতে পান সিরাজউদ্দিন মাটিতে পড়ে আছেন এবং তার স্ত্রী চৌকিতে শুয়ে আছেন।  চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, “স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর রহস্য উদঘাটনে ইতোমধ্যে কাজ শুরু করেছে সিআইডি।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ