যুক্তরাষ্ট্রে শাটডাউনের অবসানে মার্কিন সিনেটে একটি তহবিল বিল পাস হয়েছে। স্থানীয় সময় সোমবার ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবদামাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

প্রতিবেদন বলছে, আটজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে এই তহবিলের পক্ষে ভোট দেন। সিনেটে ৫৩-৪৭ ব্যবধানের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের ৬০ ভোটের ন্যূনতম সীমা অতিক্রম করার জন্য ডেমোক্র্যাটদের এই ভোট জরুরি ছিল।  

আরো পড়ুন:

মার্কিন সিনেটে সমঝোতা, শেষ হতে চলেছে শাটডাউন

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডেমোক্র্যাটিক সিনেটর ডিক ডারবিন, জন ফেটারম্যান, ক্যাথেরিন কর্টেজ মাস্তো, ​​ম্যাগি হাসান, টিম কেইন, অ্যাঙ্গাস কিং, জ্যাকি রোজেন এবং জিন শাহীন তাদের দলের বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে তহবিল বিলের পক্ষে ভোট দেন।

কেবল একজন রিপাবলিকান সিনেটর কেন্টাকির র‍্যান্ড পল বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন, যেখানে বেশিরভাগ ডেমোক্র্যাট বিপক্ষে ছিলেন।

নতুন বিল কার্যকর হলে ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম আবারো চালু হবে এবং খাদ্য সহায়তা ও আইনসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে অর্থায়ন করা হবে।

বিলটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বিলটি পাস হওয়ার পর বলেন, “আমরা সরকার পুনরায় চালু করতে যাচ্ছি। আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে, ফেডারেল কর্মচারীরা.

.. এখন তাদের অর্জিত এবং প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।”

৪১ দিনের দীর্ঘতম শাটডাউনে স্থগিত রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি পরিষেবা। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী অবৈতনিক ছুটিতে আছেন অথবা বিনা বেতনে কাজ করছেন। কর্মী সংকটের কারণে ৭ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ৪ কোটি ১০ লাখ নিম্ন আয়ের আমেরিকানদের জন্য খাদ্য সুবিধা ব্যাহত হয়েছে। 

সিনেটে পাস হলেও বিলটির এখন প্রতিনিধি পরিষদের অনুমোদন পেতে হবে। এরপর বিলটি যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে, যেখানে তিনি স্বাক্ষর করলে তবেই এটি আইনে পরিণত হবে। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি এটি করতে ইচ্ছুক।

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র র প বল ক ন তহব ল

এছাড়াও পড়ুন:

জরায়ু ক্যানসারের ঝুঁকিতে কারা

জরায়ুর ক্যানসার মানে জরায়ুর ভেতরের দেয়ালের বা এন্ডোমেট্রিয়ামের ক্যানসার। এন্ডোমেট্রিয়াম কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে জরায়ুর ক্যানসার হয়। বিশ্বে নারীদের যত ক্যানসার হয়, তার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে জরায়ু ক্যানসার। প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে প্রাণঘাতী এই রোগ সম্পূর্ণ নিরাময় করা যায়।

ঝুঁকিতে যাঁরা

৬০ বা বেশি বয়সী নারী, যাঁদের মেনোপজ (ঋতুস্রাব বন্ধ) হয়েছে।

প্রজননক্ষম বয়সে যাঁরা পলিস্পিটিক ওভারিয়ান সিনড্রোমে ভুগেছেন।

অনিয়মিত মাসিক

৪০ বছর বয়সের পর মাসিকের সঙ্গে অতিরিক্ত রক্তপাত।

বন্ধ্যত্ব।

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে এমন রোগী।

অতিরিক্ত ওজন।

ক্যানসারের পারিবারিক ইতিহাস যেমন (কোলন, ওভারিয়ান) ক্যানসার ও লিঞ্চ সিনড্রোম।

ইস্ট্রোজেন হরমোন থেরাপি গ্রহণ।

স্তন ক্যানসারের জন্য টেমোক্সিফেন সেবন।

আগে কোনো ক্যানসারের জন্য রেডিওথেরাপি গ্রহণ।

কম বয়সে মাসিক শুরু ও দেরিতে মেনোপজ।

উপসর্গ ও ধাপ

মেনোপজের পর আবার রক্তপাত শুরু হলে।

দুর্গন্ধযুক্ত ঋতুস্রাব।

তলপেটে ব্যথা

ধাপ ১— ক্যানসার জরায়ুর মধ্যে সীমাবদ্ধ।

ধাপ ২— ক্যানসার জরায়ুমুখ পর্যন্ত যখন ছড়ায়।

ধাপ ৩—ক্যানসার ডিম্বাশয় ও যোনিপথ পর্যন্ত ছড়ানো।

ধাপ ৪—মূত্রথলি ও বৃহদন্ত্র পর্যন্ত ছড়ানো।

শনাক্ত ও চিকিৎসা

ট্রান্স ভ্যাজাইনাল আলট্রাসনোগ্রাম, এন্ডোমেট্রিয়ামের নমুনা সংগ্রহ, ফ্রাকশনাল কিউরেটেজ, হিস্টোরোস্কপি এবং এমআরআই বা সিটি স্ক্যানের মাধ্যমে জরায়ু ক্যানসার শনাক্ত করা যায়।

জরায়ু ক্যানসারের প্রাথমিক পর্যায়ে শুধু জরায়ু অপসারণ অস্ত্রোপচার করলে চলে। এ ছাড়া কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, এফএমনেরো থেরাপি ও টার্গেটেড থেরাপির মতো চিকিৎসা রয়েছে।

ডা. পবিনা আফরোজ পারভীন, স্ত্রীরোগ, প্রসূতি এবং স্ত্রীরোগ ক্যানসার ও ল্যাপারোস্কোপিক সার্জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চেম্বার—আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ