২০২৬-এ শেষ বিশ্বকাপ, রোনালদো জানালেন ফুটবল ছাড়ার সময়ও
Published: 11th, November 2025 GMT
আগামী বছর বয়স হবে ৪১। সেই বয়সেই রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘এটাই হবে শেষ বিশ্বকাপ’—নিজেই জানিয়ে দিলেন পর্তুগিজ তারকা।
পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প থেকে সৌদি আরবে চলমান ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও সংযোগে রোনালদো বলেন, ‘অবশ্যই (আমার) শেষ বিশ্বকাপ হবে এটা। কারণ, তখন আমার বয়স হবে ৪১।’
সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে রোনালদো বলছিলেন, ‘শিগগিরই’ ফুটবল ছাড়বেন। এবার আরও স্পষ্ট করে বললেন, ‘শিগগির বলতে আমি এক-দুই বছরের কথা বলেছি।’
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে শেষ দুই ম্যাচে পর্তুগালের দরকার মাত্র দুই পয়েন্ট। আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতেই সে কাজটা সেরে ফেলতে পারবে—এমনটাই আশা।
রোনালদো এখন খেলছেন সৌদি ক্লাব আল নাসরে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
প্রথম থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তি, মাউশির ৫ জরুরি নির্দেশনা
প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে শূন্য আসনসহ অন্য তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ এবং মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।
শূন্য আসনসহ দরকারি তথ্যপ্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্য ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের লিংক gsa.teletalk.com.bd–এ প্রবেশ করে টেলিটক কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রদান করতে হবে।
আরও পড়ুনএবারও মাধ্যমিক বিদ্যালয়ে লটারিতে ভর্তি১৯ ঘণ্টা আগেতথ্য প্রদানে মানতে হবে ৫টি জরুরি নির্দেশনাতথ্য প্রদানের ক্ষেত্রে নিচের বিষয়গুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে।
১.শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ ভর্তি নীতিমালা অনুসরণ করে রেজিস্ট্রেশন ফরমে চাওয়া তথ্য প্রদান করতে হবে;
২. কোনো শ্রেণি বা শাখার বিপরীতে শিক্ষার্থীর চাহিদাসংখ্যা কোনোভাবেই ৫৫ (পঞ্চান্ন) জনের বেশি প্রদান করা যাবে না;
৩. অনলাইন তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানপ্রধান প্রতিষ্ঠান–সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে (পুলিশ স্টেশন) ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন;
৪. অনলাইন তথ্য ফরমের ব্যাংক–সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রতিষ্ঠানপ্রধানেরা অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর প্রদান করবেন। কোনো প্রকার অ্যানালগ নম্বর প্রদান করা যাবে না;
৫. রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় কোনো প্রকার ভুল তথ্য প্রদান করা হলে এবং এ বিষয়ে পরবর্তী সময়ে কোনো জটিলতা তৈরি হলে তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
আরও পড়ুনমেডিকেল-ডেন্টালে ভর্তিতে আবেদন শুরু, সরকারি মেডিকেলে আসন পুনর্বিন্যাস২ ঘণ্টা আগেশিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্যমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তারিখের (১২ থেকে ১৯ নভেম্বর) মধ্যে সব সম্মানিত প্রতিষ্ঠানপ্রধানকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।
# ভর্তির বিস্তারিতভাবে জানতে ওয়েবসাইট
আরও পড়ুনমানবিক বিভাগ থেকে পড়েও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শাহীন আক্তারের গল্প যেন অনুপ্রেরণার ৫ ঘণ্টা আগে