সারা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
Published: 11th, November 2025 GMT
সারা দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনাকে বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ মঙ্গলবার বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিকেল ও ফুট পেট্রোল বাড়ানো এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।
বেবিচকের নির্দেশনায় আরও বলা হয়েছে, সব বিমানবন্দরে সর্বোচ্চ জনবল মোতায়েন ও ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করতে হবে। কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন, বিমানবন্দরে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করা এবং সাধারণ জনগণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।
এ ছাড়া বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে যত্রতত্র তল্লাশি, যাত্রী ও কার্গোর নিরাপত্তা পরীক্ষা, স্পর্শকাতর এলাকায় ঘন ঘন টহল, প্রতিদিন নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা, কর্মকর্তাদের নিয়মিত ব্রিফিং এবং ২৪ ঘণ্টা সিসিটিভি মনিটরিং চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্যাস ও বৈদ্যুতিক লাইনসহ সব স্থাপনার অগ্নি–নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সব সময় সক্রিয় রাখার ওপরও জোর দিয়েছে বেবিচক।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন শ চ ত কর
এছাড়াও পড়ুন:
সত্তরের দশকের ‘অ্যাকশন চলচ্চিত্রের কায়দায়’ ইউক্রেনের শহরে রুশ সেনারা
চারপাশে ঘন কুয়াশা। মাঝবরাবর যে রাস্তাটি চলে গেছে, তাতে ধ্বংসাবশেষের ছড়াছড়ি। এর মধ্য দিয়েই মোটরসাইকেলে করে এগিয়ে চলেছেন রাশিয়ার সেনারা। মোটরসাইকেলগুলোর সঙ্গে রয়েছে ভাঙাচোরা গাড়ি। কোনোটির দরজা নেই, কোনোটির জানালা। সেগুলোতেও বসে আছেন সেনারা। কারও জায়গা হয়েছে আবার গাড়ির ছাদে। পাশেই রাখা একটি ড্রোন।
রাশিয়ার ওই সেনারা এগিয়ে যাচ্ছিলেন ইউক্রেনের পূর্বাঞ্চলে পোকরোভস্ক ও কুপিয়ানস্ক শহরের গভীরের দিকে। মঙ্গলবার এমনই একটি ভিডিও প্রকাশ করেছেন যুদ্ধ নিয়ে কাজ করা রুশ ব্লগাররা। বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামের অনেক ব্যবহারকারী বলছেন, ভিডিওটি দেখে তাদের মনে হয়েছে, এটি যেন ১৯৭৯ সালের অ্যাকশনধর্মী হলিউড চলচ্চিত্র ‘ম্যাড ম্যাক্স’–এর একটি চিত্র।
রাশিয়ার সেনারা এগিয়ে যাচ্ছিলেন ইউক্রেনের পূর্বাঞ্চলে পোকরোভস্ক ও কুপিয়ানস্ক শহরের গভীরের দিকে