বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি আছে। সম্পূর্ণ বিনা মূল্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ আছে এ বৃত্তিতে। বৃত্তির কিতাবি নাম ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’। জাপান ও বিশ্বব্যাংক স্নাতকোত্তরে বৃত্তি নিয়ে বিশ্বের ১৯টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মেলে এ বৃত্তি পেলে।

প্রতিবছর শিক্ষার্থীরা দুটি সময়ে এ বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পান। অ্যাপ্লিকেশন উইন্ডো-১–এ বছরের ১৩ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীরা। এ ধাপের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় মার্চে। অ্যাপ্লিকেশন উইন্ডো-২–এ আবেদন শুরু হবে ২৫ মার্চ থেকে। এ ধাপে আবেদন চলবে আগামী ২৪ মে পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের জুনের দিকে।

জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব টোকিও, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি অব সাসেক্স, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের ২৪টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মুক্ত

*বিমানে যাতায়াতের খরচ

*চিকিৎসা বিমা সুবিধা দেবে

*মাসিক উপবৃত্তি দেবে (আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে);

আবেদনের যোগ্যতা—

*বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে

*কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

*আবেদনের তারিখের ন্যূনতম তিন বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে

*স্নাতকের পর ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

*যুক্ত থাকতে হবে কোনো উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে

*সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে

যে যে খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে—

আরও পড়ুনব্রুনেই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, মাসে ভাতা ২ লাখ টাকার সঙ্গে নানা সুবিধা০৮ জানুয়ারি ২০২৫

*ভিসা আবেদনের খরচ;

*পরিবারের সদস্যদের খরচ;

*অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণ খরচ;

*স্টাডি প্রোগ্রাম চলাকালে অতিরিক্ত ভ্রমণ;

*গবেষণাবিষয়ক খরচ, সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বা ইন্টার্নশিপ ও শিক্ষাগত সরঞ্জাম। যেমন কম্পিউটার;

*আবাসিক পারমিট ফি;

আরও পড়ুনসব পাঠ্যবই পেতে অপেক্ষা দীর্ঘ হচ্ছে০৭ জানুয়ারি ২০২৫আবেদনের শেষ তারিখ—

অ্যাপ্লিকেশন উইন্ডো-১: ২৮ ফেব্রুয়ারি ২০২৫

অ্যাপ্লিকেশন উইন্ডো-২: ২৪ মে ২০২৫;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

https://www.

worldbank.org/en/programs/scholarships

আরও পড়ুনদশম শ্রেণির শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে হবে এক বছরে০৫ জানুয়ারি ২০২৫আরও পড়ুনসুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ, জিআরই–আইইএলটিএস–টোয়েফলে আবেদন, মিলবে ১০–১৫ হাজার সুইস ফ্রাঙ্ক০৭ জানুয়ারি ২০২৫আরও পড়ুনজাপানে ৩-৬ মাসের ইন্টার্নশিপ, বিমান টিকিট-আবাসন-ইনস্যুরেন্সের সঙ্গে দিনে ২৪০০ ইয়েন০৬ জানুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত

ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে। 

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।


 

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবিতে পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে প্রফেশনাল মাস্টার্স, জিপিএ ২.৫ এ আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত