বিএনপির কবজায় ৮ পদ অন্যদের ভাগে ৪
Published: 18th, January 2025 GMT
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আগের মতোই বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ নিয়ে ‘বিতর্ক’ সৃষ্টি হয়েছে। একসময় নিরপেক্ষ দানবীর, সমাজসেবক ও মানবাধিকারকর্মীরা নিয়োগ পেতেন। আওয়ামী লীগ সরকার সেই ধারা ভেঙে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের নিয়োগ দিয়ে প্রথম বিতর্ক সৃষ্টি করে। ৫ আগস্টের পরও সেই ধারা অব্যাহত রয়েছে। নিরপেক্ষ ও প্রকৃত সমাজসেবকদের নিয়োগের পরিবর্তে কারা পরিদর্শক হিসেবে রাজনৈতিক দলীয় ব্যক্তিরা নিয়োগ পেয়েছেন। ছাত্রলীগের জায়গায় এবার ছাত্রদল, মহিলা দল ও বিএনপির আট নেতা নিয়োগ পেয়েছেন। এ ছাড়া নিয়োগ পেয়েছেন একজন ছাত্র সমন্বয়ক, এলডিপির একজন নেতা, একজন এনজিওকর্মী এবং একজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে একসময় কারাগারে খাবার সরবরাহকারী ঠিকাদারও রয়েছেন।
অলাভজনক পদ হলেও কারা পরিদর্শক হয়ে অতীতে ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কারাগারে জামিনে বন্দি মুক্তি বাণিজ্য, অবৈধ সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া, নিষিদ্ধ মোবাইল, মাদক সরবরাহসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ১২ পদে নিয়োগ পেতে এবার বিএনপি ছাড়াও দেড় শতাধিক উন্নয়নকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, সমন্বয়ক ও মানবাধিকারকর্মী আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে বৃহস্পতিবার ১২ জন কারা পরিদর্শক নিয়োগ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.
ড. মো. জিয়াউদ্দীন বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে এ পদে নিয়োগের যে সুপারিশ এসেছিল, তার আলোকে এদের নিয়োগ দেওয়া হয়েছে। এদের বেশির ভাগেরই রাজনৈতিক পরিচয় জানা নেই।
নতুন কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার একজন সমন্বয়ক। অন্যরা হলেন– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম তৌহিদ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নগর যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আবদুর রাজ্জাক, চট্টগ্রাম নগর বিএনপির সদস্য জাফর আহম্মদ, নগর মহিলা দলের যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা ও নগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মৎ সুলতানা বেগম। বাকি তিনজন হলেন– এলডিপির যুব সংগঠন দক্ষিণ জেলা লিবারেল গণতান্ত্রিক যুবদলের দপ্তর সম্পাদক উজ্জল বরণ বিশ্বাস, এনজিও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন এবং বদরপাতি যুব গোষ্ঠী নামে একটি সংগঠনের সভাপতি সৈয়দ আবুল বশর। এদের মধ্যে বিগত বিএনপি সরকার আমলে কারাগারে খাদ্য সরবরাহকারী ঠিকাদার ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।
নতুন কারা পরিদর্শক নাসির উদ্দিন বলেন, আজ থেকে ২০ বছর আগে কারাগারে ঠিকাদার হিসেবে কাজ করেছি। নিয়ম অনুযায়ী টেন্ডারে অংশ নিয়ে কারাগারের খাদ্য সরবরাহ করেছি।
নগর মহিলা দলের যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা বলেন, কারা পরিদর্শক পদে আগে কখনও ছিলাম না। তাই অভিজ্ঞতা না থাকলেও বন্দিদের কল্যাণে কাজ করতে হবে সেটা জানি। সেভাবেই কাজ করব।
ছাত্র সমন্বয়ক জোবাইরুল ইসলাম মানিক বলেন, এটা আমার কাছে একটি চ্যালেঞ্জ। কারাগারে অনিয়ম-দুর্নীতি বন্ধ, শৃঙ্খলা ও বন্দিসহায়ক পরিবেশ রক্ষায় কাজ করব।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রাম জেলা সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের আশা ছিল মানবিক, দানশীল ও প্রকৃত মানবসেবকরাই এ পদ পাবেন। আওয়ামী লীগ তাদের দলীয় লোক নিয়োগ দিয়ে কারাগার অনিয়মের আখড়ায় পরিণত করেছিল, তা থেকে আমরা বের হতে পারলাম না। এবারও দলীয় লোক নিয়োগ পাওয়ায় ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না। শুধু চেহারা ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ দল র স ব ক সমন বয়ক য বদল র সরবর হ ক জ কর ব এনপ আওয় ম
এছাড়াও পড়ুন:
নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
‘“এ সকল নষ্ট মাইয়াদের জন্য বাসের পরিবেশ নষ্ট হয়ে যায়। যা যা বাস থেকে নেমে যা নষ্ট মাইয়াছেলে”—বাস কন্ডাক্টরের এই মন্তব্য শোনার পর নিজের ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারিনি।’ কথাগুলো বলছিলেন বাসে হেনস্তার শিকার ওই তরুণী। আজ প্রথম আলোর সঙ্গে মুঠোফোনে দীর্ঘ আলাপে তিনি সেদিনের ঘটনার আদ্যোপান্ত জানান। বললেন, ঘটনার সময় বাসে একজন মানুষও প্রতিবাদ না করায় কষ্ট পেয়েছেন। যিনি এ ঘটনার ভিডিও করেছিলেন, তাঁর কাছ থেকেও কটু কথা শুনতে হয়েছিল। এমনকি তিনি বাস থেকে নামতে গিয়েও পারছিলেন না। যতবার নামার চেষ্টা করেন, চালক বাস টান দিচ্ছিলেন।
তবে দৃঢ়তার সঙ্গে এই তরুণী জানিয়েছেন, এই হেনস্তার ঘটনা তাঁকে দমিয়ে রাখতে পারবে না। তিনি প্রতিবাদ করে যাবেন।
জুতা হাতে বাস কন্ডাক্টরের আচরণের প্রতিবাদ জানানোর ওই ঘটনা ঘটে গত ২৭ অক্টোবর। বাসের এক ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা নিয়ে তোলপাড় শুরু হয়। গত বৃহস্পতিবার রমজান পরিবহন নামের বাসের হেনস্তাকারী কন্ডাক্টর নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তরুণীর এজাহারের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র বাদী হয়ে গতকাল শুক্রবার মামলা করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় (যৌন নিপীড়নের অভিযোগ) মামলাটি করা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছিল, বাসের সামনের আসনে বসা এক ব্যক্তির কোনো একটি মন্তব্য নিয়ে এক তরুণী তীব্র ক্ষোভে ফেটে পড়লেন। তিনি তেড়ে যান লোকটির দিকে। ওই সময় লোকটি আসন ছেড়ে উঠে তরুণীকে চড় মারেন। একপর্যায়ে দুজন জুতা খুলে দুজনের দিকে তুলে ধরেন। সে সময় ওই ব্যক্তি তরুণীকে আঘাত করেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। ওই ব্যক্তি এরপর বারবার তরুণীর গায়ে ধাক্কা মারেন ও আঘাত করার চেষ্টা করেন। তরুণী চিৎকার করে বলছিলেন, ‘তুই আমার পোশাক তুলে কেন কথা বলবি?’ এ সময় সামনের দিকে থাকা দুই নারী ও একজন পুরুষ যাত্রী ছাড়া আর কেউ আঘাত করা ব্যক্তিটিকে থামানোর চেষ্টা করেননি, প্রতিবাদ করেননি।
ওই তরুণী প্রথম আলোকে জানান, তাঁর মা–বাবা ও ভাই–বোনরা চাঁদপুরে থাকেন। বাবার দোকান রয়েছে। ভাই–বোনদের মধ্যে তিনি সবার বড়। চাঁদপুর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করার পর এখন ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ছেন। পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি বাবাকে সহায়তা করতে নিজেও টুকটাক কাজ করেন। হাতের কাজ, ছবি আঁকার কাজ করেন, টেলিভিশন চ্যানেলে মাঝেমধ্যে কিছু অনুষ্ঠান উপস্থাপনাও করেন। রাজধানীর বছিলা এলাকায় কয়েকজন মিলে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন।
‘শুরুতে আমি উত্তেজিত হইনি’
সেদিনের ঘটনা বলতে গিয়ে তরুণী বলেন, তিনি মুঠোফোন ঠিক করতে হাতিরপুলে মোতালিব প্লাজায় গিয়েছিলেন। বাসায় ফেরার জন্য সেখান থেকে ধানমন্ডি–১৫ নম্বর বাসস্ট্যান্ডে আসেন এবং রমজান পরিবহনের ওই বাসটিতে ওঠেন। তখন বেলা দুইটা কি আড়াইটা। তিনি বাসে উঠে মাঝামাঝি জায়গায় একটি আসনে বসেন। বাস কন্ডাক্টর তাঁর কাছে এসে ভাড়া চাইলে ‘স্টুডেন্ট’ (শিক্ষার্থী) জানিয়ে তিনি অর্ধেক ভাড়া দেন। তরুণী দাবি করেন, বাস কন্ডাক্টর তখন বলে ওঠেন, ‘চেহারা আর পোশাক দেখলে তো মনে হয় না স্টুডেন্ট!’ তখন তিনি রাগ হলেও কন্ডাক্টরকে ‘আপনি’ বলে সম্বোধন করে বলেন, ‘স্টুডেন্টের সঙ্গে পোশাকের কী সম্পর্ক? আপনি এসব কী ধরনের কথা বলছেন? ওই সময় কিছুটা কথা-কাটাকাটি হয়। শুরুতে আমি উত্তেজিত হইনি।’
রাজধানীর বছিলায় বাসের মধ্যে পোশাক নিয়ে কটূক্তির সাহসী প্রতিবাদের জন্য বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর প্রশংসা করে এমন চিত্র ফেসবুকে পোস্ট করা হয়েছে