শিক্ষার্থীদের কুচকাওয়াজ, কলেজ সংগীত, মনোজ্ঞ ডিসপ্লে, খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে ১ মিনিট  নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয় জুলাই বিপ্লবের শহিদদেরকে।

রোববার শিক্ষাপ্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এ শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয় গত শনিবার (১৮ জানুয়ারি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মো.

আলী হোসেন ফকির, অ্যাডিশনাল আইজি (ভারপ্রাপ্ত), এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর প্রশিক্ষণ বিশেষজ্ঞ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নাসিমা ফেরদৌসী।

শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার জন্য আরও উপস্থিত ছিলেন এপিবিএন হেডকোয়ার্টার্সসহ ঢাকাস্থ অন্যান্য এপিবিএন এর অধিনায়করা, গভর্নিং বডির সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অভিভাবকরা। শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন। 

প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রতিষ্ঠানের সাম্প্রতিক অ্যাকাডেমিক ও সহপাঠ কার্যক্রমের অর্জন তুলে ধরে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি অ্যাডিশনাল ডিআইজি মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পরিবেশিত ডিসপ্লে ও ক্রীড়া নৈপণ্যের প্রশংসা করেন এবং মাদকসহ যে কোনো ধরনের নেতিবাচক সঙ্গ থেকে নিজেদেরকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ  করেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে ছাত্র-ছাত্রীদের সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান যে, তোমরাই আগামীদিনের দেশের  কাণ্ডারি। দেশ সেবার জন্যই তোমাদেরকে প্রস্তুত হতে হবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ