দেশে খেলার সুযোগ কম হলেও বিদেশি লিগে সাকিব আল হাসানের উপস্থিতি নিয়মিত। এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে অংশ নিতে যাচ্ছেন সাকিব ও তামিম ইকবাল। টুর্নামেন্টে দুজন খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। সাকিব দল পেয়েছিলেন আগেই, এবার দল পেলেন তামিমও। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে দুই তারকার পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকবে সমর্থকেরা।

তামিম ইকবাল লিজেন্ড নাইন্টিতে বিগ বয়েজ স্কোয়াডের হয়ে খেলবেন। বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। গত রাতে লিজেন্ড নাইন্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে তামিম বলেন,  ‘সবাইকে স্বাগত জানাই। লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি রায়পুরে চোখ রাখুন, আমাকে এবং অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারদের দেখতে।’

অন্যদিকে, এই লিগে সাকিব আল হাসানকে দলে নিয়েছে দুবাই জায়ান্টস। ২০২৪ বিপিএলে সাকিব-তামিমের পাল্টা উদযাপন বেশ সাড়া ফেলে দিয়েছিল। আবারও যখন একই লিগে, ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই মুখিয়ে আছেন দুই তারকা ক্রিকেটারের লড়াই দেখতে। এছাড়া তাদের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে তিক্ততায় রূপ নিয়েছে।

১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম জানিয়েছেন, তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঘরোয়া ক্রিকেট এবং বিভিন্ন বিদেশি লিগে খেলা চালিয়ে যাবেন। বর্তমানে তিনি ফরচুন বরিশালের অধিনায়ক। বিপিএলে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে বরিশাল রয়েছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। তামিমের পারফরম্যান্সও বেশ ভালো- ৭ ইনিংসে ২৩০ রান, গড় ৩৮.

৩৩, স্ট্রাইকরেট ১৩৬.৯০ এবং দুটি ফিফটি।

সাকিব আল হাসান ২০২৩ সালের সেপ্টেম্বরে টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা থাকলেও সেটি সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরিকল্পনাও ভেস্তে গেছে। আইসিসি আয়োজিত কোনো ইভেন্টে অংশ নিতে না পারার কারণ হিসেবে বোলিং অ্যাকশনের ত্রুটির কথা জানিয়েছে বিসিবি।  

এছাড়া, ব্যক্তিগত নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব। সর্বশেষ, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এবারের বিপিএলেও খেলা হচ্ছে না।

উৎস: Samakal

কীওয়ার্ড: স ক ব আল হ স ন ত ম ম ইকব ল ব প এল

এছাড়াও পড়ুন:

৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা

টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।

১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।

আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫

হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।

প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি

সম্পর্কিত নিবন্ধ

  • স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে জুয়েল, অর্থাভাবে অনিশ্চিত ভুটান যাত্রা
  • ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়
  • রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে
  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা