Samakal:
2025-05-01@09:58:22 GMT

মূল্য হ্রাসে দিন মনোযোগ

Published: 24th, January 2025 GMT

মূল্য হ্রাসে দিন মনোযোগ

চাউলের বাজার নিয়ন্ত্রণে সরকারি বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও এই প্রধান খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক সংবাদ। গত কয়েক মাসব্যাপী চাউলের বাজার তপ্ত। ভোক্তা অধিকার লইয়া কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা এবং সচেতন মহলের অব্যাহত দাবির মুখে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে শুল্ক হ্রাস, আমদানিসহ বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করিয়াছে। কিন্তু সকলই গরল ভেল। শুক্রবার সমকাল যদ্রূপ জানাইয়াছে, আমদানির খবরে মাঝে দুই-এক টাকা হ্রাস পাইলেও পুনরায় মূল্য বৃদ্ধি পাইয়াছে সকল প্রকার চাউলের। মাত্র এক মাসের ব্যবধানে মানভেদে বিভিন্ন প্রকার চাউলের মূল্য কেজিতে ২ হইতে ১০ টাকা অবধি বৃদ্ধি পাইয়াছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে প্রতিবেদনে বলা হইয়াছে, ভোক্তা পর্যায়ে মধ্যবিত্তের মধ্যে জনপ্রিয় প্রতি কেজি সরু বা মিনিকেট চাউল মানভেদে ৭৮ হইতে ৮২ টাকা, নাজিরশাইল মানভেদে ৮০ হইতে ৯০ টাকায় বিক্রয় হইতেছে। অথচ মাসখানেক পূর্বেও মিনিকেট ৬৮ হইতে ৮০ এবং নাজিরশাইল ৮০ হইতে ৮৫ টাকা দরে বিক্রয় হইয়াছে। এমনকি সাধারণ মধ্যবিত্ত মানুষের ব্যবহৃত মাঝারি বা ব্রি-২৮ ও পাইজাম জাতের চাউলের কেজি এখন ৬০ হইতে ৬৬ টাকা। নিম্ন আয়ের মানুষ যেই মোটা বা গুটি স্বর্ণা জাতের চাউলের ভোক্তা, তজ্জন্য ক্রেতাকে কেজিতে গুনিতে হইতেছে ৫৪ হইতে ৫৮ টাকা। অথচ এক মাস পূর্বে মাঝারি মানের চাউলের কেজি ছিল ৫৮ হইতে ৬৪ টাকা এবং মোটা চাউল কেজিপ্রতি ৫২ হইতে ৫৫ টাকায় বিক্রয় হইয়াছিল। অধিকতর শঙ্কার বিষয়, চাউল ব্যবসায়ীদের অভিমত, আগামী দিনগুলিতে মূল্য আরও বৃদ্ধি পাইতে পারে।  

বিগত বৎসরে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় সংঘটিত বন্যায় চাউলের দ্বিতীয় প্রধান উৎস আমন ধানের ফলন বেশ ক্ষতিগ্রস্ত, উহা আমরা জানি। ইহার নেতিবাচক প্রভাবে চাউলের বাজারে অস্থিরতা সৃষ্টি অস্বাভাবিক নহে। কিন্তু বিষয়টা ‘বাবু অপেক্ষা পারিষদদল তাহার শত গুণ’ বলিতেছে কিনা– উহাও ভাবিতব্য। কতিপয় ব্যবসায়ীর অসহযোগিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার উদাসীনতায় গত বৎসর সরকার প্রত্যাশানুযায়ী ধান-চাউল সংগ্রহে ব্যর্থ হইয়াছিল, উহা আমরা জানি। সরকারি গুদামে খাদ্যশস্যের মজুত যথেষ্ট না থাকিবার অর্থ বেসরকারি চাউল ব্যবসায়ীদের কারসাজির সমূহ সুযোগ মিলিয়া যাওয়া– তাহাও কাহারও অজ্ঞাত নহে। যাহা দুঃখজনক, বর্তমান সরকারও পূর্বসূরিদের ন্যায় এই বিষয়ে যথেষ্ট নজরদারি নিশ্চিত করিতে ব্যর্থ হইয়াছে।

বেসরকারি চাউলকল মালিকগণ কতটা ক্ষমতাবান, তাহা সর্বজনবিদিত। ক্ষুদ্র ও মধ্যমানের ব্যবসায়ীদের উপর ক্ষণে ক্ষণে ব্যাঘ্রের ন্যায় ঝাঁপাইয়া পড়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাউলকল মালিকদিগের সম্মুখে কতটা বিড়াল বনিয়া যায়, তাহাও আমরা জানি। এমনকি ইহাদের বিরুদ্ধে দেশে মজুতদারি বন্ধে ২০১২ সালে প্রণীত প্রতিযোগিতা আইনও অদ্যাবধি প্রয়োগ হয় নাই। তবে আশার দিক, সরকার আমদানির মাধ্যমে নিজস্ব চাউলের মজুত বৃদ্ধি, তৎসহিত বেসরকারি পর্যায়েও উহা আমদানিতে উৎসাহ প্রদান করিতেছে, যাহা না হইলে হয়তো চাউলের মূল্য আক্ষরিক অর্থেই গগনচুম্বী হইত।
বিশেষজ্ঞদের ন্যায় আমরাও তাই মনে করি, যেই কোনো মূল্যে চাউলের আমদানি চালাইয়া যাইতে হইবে অন্তত আসন্ন মৌসুমে বোরো ধান উঠা অবধি। শুধু উহাই নহে, ইতোমধ্যে অজ্ঞাত কারণে বন্ধ করিয়া দেওয়া টিসিবির বিশেষ কার্ডধারীদের মধ্যে তো বটেই, ওএমএস তথা ওপেন মার্কেট সেল কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাউল বিক্রয় কার্যক্রমও পুনরায় শুরু করিতে হইবে, যাহা সমগ্র দেশেই চলিবে। মনে রাখিতে হইবে, বিভিন্ন কারণে অর্থনীতি সংকুচিত হইবার ফলে বিশেষত সীমিত ও নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার ইতোমধ্যে হ্রাস পাইয়াছে, যাহাদের পক্ষে প্রতিদিনের ক্ষুন্নিবৃত্তিই অসম্ভব হইয়া পড়িয়াছে। অন্তত একটু সুলভে চাউল পাইলে সমাজের এই সকল অংশের মানুষ কোনোক্রমে জীবন নির্বাহ করিতে পারিবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব সরক র ব যবস য় আমদ ন হইয় ছ

এছাড়াও পড়ুন:

নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগে চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে সড়কের পাশে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে শাহবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিউর রহমান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমানসহ ১৩ জন আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকা ব্যবস্থাপক শাহাব উদ্দিন ও প্রশিকার গঠিত সংগঠন প্রভাতী যুব সংঘের সভাপতি নড়াইল সদর উপজেলার তুজরডাঙ্গা এলাকার মুজিবুর রহমান, সদস্য একই এলাকার জরিনা বেগম, রজব আলী, মো. আজিবর, মো. ইলিয়াছ, ইমান আলী, মো. ওমর, মো. হায়দার, আবু সাঈদ, মো. এনামুল ও মো. শরিফুল।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজহারে বাদী অভিযোগ করেছেন, গত ২৯ এপ্রিল নড়াইল সদর উপজেলার শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত সরকারি রাস্তার জায়গা থেকে গাছ কাটা ও চুরি করে বিক্রির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। উপস্থিত হয়ে দেখেন, কাটা গাছবোঝাই একটি ট্রাক এবং নছিমন জব্দ করেছেন নড়াইল সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী। তখন ঘটনাস্থলে শ্রমিকদের জিজ্ঞাসাবাদ ও খোঁজ নিয়ে জানতে পারেন, মামলার আসামিরা কোনো ধরনের অনুমতি ছাড়াই খাসজমি থেকে গাছ কেটে বিক্রি করেছেন। এর আগেও একবার তাঁরা ওই জমি থেকে গাছ বিক্রি করেছিলেন। জব্দ করা গাছের লগ, ডালপালা এবং আগে কাটা গাছের অবশিষ্ট ভূমিসংলগ্ন গুঁড়ি পর্যবেক্ষণ করে বোঝা গেছে, ওই স্থান থেকে আনুমানিক পাঁচ লাখ টাকার অধিক গাছ চুরি করে কাটা ও বিক্রি হয়েছে।  

প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকার ব্যবস্থাপক শাহাব উদ্দিন বলেন, ২০০৯ সালে প্রশিকা, ইউনিয়ন পরিষদ ও প্রভাতী যুব সংঘের যৌথ উদ্যোগে একটি চুক্তির মাধ্যমে সড়কের পাশে গাছগুলো রোপণ করেছিল। সে সময় সড়কটি খাস খতিয়ানভুক্ত ছিল না। বর্তমানে তা সরকারের আওতায় পড়ায় গাছ কাটার অনুমতি চেয়ে ইউএনওর কাছে আবেদন করা হয়েছিল, তবে প্রশাসন কোনো সিদ্ধান্ত দেয়নি।  কিছুদিন আগে ইউপি সদস্য ইব্রাহিম তাঁকে ফোনে জানান, বিদ্যুৎ বিভাগের কাটা ডালপালা বিক্রি করতে চান চেয়ারম্যান। বিদ্যুৎ বিভাগের কাটা ডালপালাগুলো পড়ে থেকে নষ্ট হবে ভেবে তিনি বিক্রিতে সম্মতি দেন। পরে গাছ কীভাবে বা কারা কেটেছে, তা তিনি জানেন না।

মামলা করার আগে অবৈধভাবে গাছ কাটার অভিযোগের ব্যাপার জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেছিলেন, প্রশিকার সঙ্গে চুক্তির একটি পক্ষ ছিল ইউনিয়ন পরিষদ। সেই হিসেবে গাছ কাটার অনুমতি নিতে ইউএনও বরাবর প্রশিকার আবেদন তিনি চেয়ারম্যান হিসেবে সুপারিশ করেছিলেন। তবে গাছ কেটেছে প্রশিকা আর তাদের সংগঠন। এখানে চেয়ারম্যান-মেম্বরের কিছু নেই।

নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, প্রশিকার চুক্তির সময় সড়কটি ব্যক্তিমালিকানাধীন জমিতে ছিল, পরে ২০১৫ সালে এটি খাস খতিয়ানভুক্ত হয়। খাসজমি থেকে গাছ কাটা বেআইনি। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ