ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দিনই সুপার ফোর নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে তামিম ইকবালের দল। বরিশালের শেষ চারে পা রাখার সঙ্গে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। 

রোববারে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৯ বল থাকতে ১১৬ রানে অলআউট হয় সিলেট। দলটির পক্ষে আসান ভাট্টি ২৯ বলে সর্বোচ্চ ২৮ রান করেন। জাকের আলী ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন। 

টপ অর্ডারের জর্জ মানসে, রনি তালুকদার ও জাকির হাসান ব্যর্থ হওয়ায় অল্প রানে অলআউট হয় সিলেট। জবাবে ২৪ বল থাকতে সহজে জয় তুলে নেয় বরিশাল। যদিও ওপেনিংয়ে নামা তাওহীদ হৃদয় (৬) ও তিনে নামা ডেভিড মালান (৯) ব্যর্থ হন। 

বরিশালের হয়ে ব্যাট হাতে ম্যাচ জেতান অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তিনি ৫১ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তার নির্ভার ইনিংসে ছয়টি চারের শট ছিল। মুশফিক খেলেন ৩০ বলে ৪২ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি চারের সঙ্গে একটি ছক্কা আসে।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ