বিনামূল্যের পাঠ্যপুস্তক বাজারে বিক্রয় হইবার বিষয়টি উদ্বেগজনক। সমস্যা এতই ব্যাপক যে, বুধবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সত্ত্বেও বাজারে পুস্তক মিলিতেছে।
বস্তুত প্রায় প্রতি বৎসরই কালোবাজারে বিনামূল্যের পুস্তক বিক্রয় হইয়া থাকে। কিন্তু চলতি বৎসর অধিক হারে বিক্রয়ের কারণ হইল, শিক্ষার্থীদের বিপুলাংশের এখনও পাঠ্যপুস্তক হস্তগত হয় নাই। এই সুযোগে এক শ্রেণির কালোবাজারি স্বল্প বিনিযোগে অতি মুনাফার আশায় বেআইনিভাবে স্বীয় উদ্যোগে মুদ্রণ করিয়া পাঠ্যপুস্তক বিক্রয় করিতেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবির কার্যাদেশপ্রাপ্ত অনেক মুদ্রণ প্রতিষ্ঠানও এহেন অপকর্মে লিপ্ত। উপরন্তু, অনেক অসাধু উপজেলা শিক্ষা কর্মকর্তাও অতিরিক্ত চাহিদা প্রদর্শনপূর্বক সংগৃহীত পাঠ্যপুস্তক কালোবাজারিদের নিকট বিক্রয় করিয়া দিতেছেন বলিয়া অভিযোগ উত্থাপিত হইয়াছে।
প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা প্রতি বৎসর বিনামূল্যে পাঠ্যপুস্তক সরকারের তরফ হইতে পাইবার বিষয়টি একদিকে যদ্রূপ স্বস্তিদায়ক, তদ্রূপ শিক্ষার্থীদের জন্যও উদ্দীপকরূপে কার্যকর। তদুপরি, ইতোপূর্বে শিক্ষার্থীরা সাধারণত বৎসরের প্রথম দিবস বা মাসের প্রথমার্ধেই পাঠ্যপুস্তক হস্তগত করিতে পারিত। এইবার উহা সম্ভব হয় নাই বলিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক প্রকার ব্যাকুলতার উদ্ভব হইয়াছে। ইহার সুযোগ লইতেছেন মুনাফালোভী পুস্তক ব্যবসায়ীগণ। ইহা সত্য, গত বৎসর জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পূর্বেকার শিক্ষাক্রম বাতিল এবং নূতন করিয়া পাঠ্যপুস্তক পরিমার্জন হেতু পুস্তক মুদ্রণে বিলম্ব ঘটিয়াছে। তবে এই বিষয়ে এনসিটিবির পক্ষ হইতে পরিষ্কার অগ্রিম ঘোষণা থাকিলে হয়তো এহেন পরিস্থিতি পরিহার করা সম্ভব হইত।
এনসিটিবি জানাইয়াছে, বিনামূল্যের পাঠ্যপুস্তক ক্রয়-বিক্রয়ের সুযোগ নাই। বিষয়টি খতাইয়া দেখিতে এনসিটিবি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করিয়াছে। আমরা প্রত্যাশা করি, তাহারা প্রকৃত কারণ উদ্ঘাটন করিতে সক্ষম হইবে। তবে কালোবাজারি বন্ধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জরুরি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাইয়া কিছু পাঠ্যপুস্তক উদ্ধার করিলেও উহা হয়তো হিমশৈলের চূড়ামাত্র। সরকারের বিনামূল্যের পুস্তক যেহেতু কিন্ডারগার্টেনগুলি সহজে পায় না; অতিরিক্ত চাহিদার পুস্তক তাহাদের দেওয়া হয়। সেই কারণেই বিনামূল্যের পুস্তক বিক্রয় বন্ধে কেবল বাজারে অভিযান চালাইলেই হইবে না, বরং শিক্ষা প্রশাসনের কাহারা এই কালোবাজারির সহিত সংযুক্ত, তাহাদেরও চিহ্নিত করিতে হইবে। একই সঙ্গে যেই সকল মুদ্রণ প্রতিষ্ঠান ইহার সহিত সংশ্লিষ্ট, তাহাদের স্বরূপও উন্মোচন করিতে হইবে।
 সমকালের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন শ্রেণির এক প্রস্থ পুস্তক বাজারে পাঁচ হইতে ছয় সহস্র টাকায় বিক্রয় হইতেছে। যেইখানে শিক্ষার্থীরা বিনামূল্যেই সরকারিভাবে এই পুস্তক লাভ করিবার কথা, সেইখানে এইরূপ অবৈধ বাণিজ্যে কেবল শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হইতেছে না; একই সঙ্গে সরকারে শুভ উদ্যোগেও কালো ছায়া পড়িতেছে। কালোবাজারিতে পুস্তক বিক্রয় বন্ধে তজ্জন্য অভিভাবকদের সচেতনতাও গুরুত্বপূর্ণ। শিক্ষকরাও এই ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করিতে পারেন। বিশেষ করিয়া সকল পাঠ্যপুস্তক ইতোমধ্যে যেহেতু এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া হইয়াছে, সেইখান হইতে ডাউনলোড করিয়াও শিক্ষকরা পাঠদান করিতে পারেন। বাকি পাঠ্যপুস্তক যাহাতে দ্রুত সকল শিক্ষার্থীর নিকট পৌঁছানো যায় তজ্জন্য শিক্ষা প্রশাসনকে অধিক তৎপর হইতে হইবে। আমরা বিশ্বাস করি, সবাই আন্তরিক হইলে এতদিনে সকল পুস্তক পৌঁছানো কঠিন বিষয় ছিল না।
আগামী শিক্ষাবর্ষেও যাহাতে পাঠ্যপুস্তকের এহেন কালোবাজারি না হয়, তজ্জন্য এখন হইতেই তৎপরতার সূচনা আবশ্যক। আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তক পরিমার্জন, সংশোধনসহ সকল কার্য জুনের মধ্যেই সম্পাদন করা চাই, যাহাতে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করিয়া মুদ্রিত পুস্তক ডিসেম্বরের শেষ সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো সম্ভব হয়।
একই সঙ্গে আমরা ইহাও মনে করি, প্রতি বৎসর পুস্তক মুদ্রণ ও বিতরণের কর্মযজ্ঞ হ্রাসকল্পে পুস্তকের মান ও মুদ্রণ উন্নততর করা যাইতে পারে, যাহাতে দুই-তিন বৎসর একই পুস্তক বিতরণ সম্ভব হয়। ইহাতে অর্থেরও যথেষ্ট সাশ্রয় করা সম্ভব হইবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনস ট ব ন কর ত সরক র
এছাড়াও পড়ুন:
ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার
ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। একজন ফিলিস্তিনি বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের-ইয়েরুশালমি। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী।
জানা যায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিখোঁজ ছিলেন।
ওই ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে একটি কুকুর রয়েছে। তাঁরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুনফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ০১ নভেম্বর ২০২৫অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নউর ওদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলে ‘রাজনৈতিক ও আইনি ঝড়’ তৈরি করেছে। তবে আটক হওয়া ব্যক্তির ওপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন‘স্বপ্ন ছিল বুকে জড়িয়ে ধরার, এখন আশা দাফনটা যদি অন্তত করতে পারি’২ ঘণ্টা আগে