শেষ চার নিশ্চিতের ম্যাচে বড় পুঁজি চট্টগ্রামের
Published: 30th, January 2025 GMT
চলতি বিপিএলে ১০ ম্যাচে ৬ জয় পেয়েছে চট্টগ্রাম কিংস। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জিতলেই সমীকরণের হিসাব চুকিয়ে সেরা চারে পা রাখবে তারা। ওই লড়াইয়ে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।
দলের পাকিস্তানি ওপেনার খাজা নাফি দারুণ এক ফিফটি পেয়েছেন। ফিফটি করেছেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তানজিম সাকিব তিন উইকেট পেলেও দলের অন্য বোলাররা রান আটকাতে পারেনি।
ঢাকায় বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৭ রানে ২ উইকেট হারায় চট্টগ্রাম। সেখান থেকে নাফি ও মিঠুন ৯৪ রানের জুটি গড়েন। নাফি খেলেন ৩০ বলে ৫২ রানের ইনিংস। তার ব্যাট থেকে পাঁচটি ছক্কা ও একটি চারের শট আসে।
মিঠুনও খেলেন ৫২ রানের ইনিংস। তার ৩৮ বলে খেলা ইনিংসে তিনটি ছক্কা ও দুটি চারের শট ছিল। এছাড়া শামীম পাটোয়ারি ২৩ বলে ৩৮ রান করেন। চারটি চার ও দুটি ছক্কা হাঁকান এই বাঁ-হাতি তরুণ। ১৩ বলে দুটি করে চার ও ছক্কায় ২৫ রান করেন খালেদ আহমেদ।
সিলেটের হয়ে তানজিম সাকিব ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। রুয়েল মিয়া ৪ ওভারে ৪২ রানে নেন ২ উইকেট। সামিউল্লাহ সিনওয়ারি ৪ ওভারে ৩৬ রান খরচায় ২ উইকেট দখল করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী