বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো চিঠি ইংরেজিতে লেখা। গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা মেয়েদের তিন পৃষ্ঠার বিবৃতি লেখা বাংলায়। দুই ভাষায় লেখার কারণেই বিদ্রোহী খেলোয়াড়দের চিঠি নিয়ে সন্দেহ বাফুফের বিশেষ কমিটির। চিঠির মূল লেখকের নাম জানতে প্রত্যেক খেলোয়াড়কে আলাদাভাবে প্রশ্ন করেছেন বিশেষ কমিটির সদস্যরা। 

জাপানে বেড়ে ওঠা মাতসুশিমা সুমাইয়া ইংরেজিতে চিঠি লিখেছেন বলে কমিটির সামনে উত্তর দিয়েছেন সবাই। এমনকি সুমাইয়াও বলেছেন সতীর্থদের হয়ে তিনিই চিঠি লিখেছেন। কিন্তু ইংরেজি লেখা চিঠি নিয়ে মেয়েদের এ দাবি বিশ্বাস হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের। তাদের কথা সভাপতি তাবিথ তো বাংলা বোঝেন, তাহলে তাঁর কাছে যে চিঠি গেছে, সেটা ইংরেজিতে কেন? ঘটনাগুলো যেহেতু বাফুফের অভ্যন্তরীণ, অন্য কোনো দেশে ঘটেনি, সে হিসেবে ইংরেজিতে লেখার প্রশ্নই ওঠে না বলে মেয়েদের জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত থাকা একটি সূত্র গতকাল সমকালকে জানিয়েছে। নিজের লেখা চিঠির বিষয়ে জানতে সোমবার সুমাইয়ার মোবাইলে কয়েকবার কল দেওয়া হলেও ওপাশ থেকে সাড়া মেলেনি।

জাপানে বেড়ে ওঠা সুমাইয়া বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম তারকা। বাংলাদেশের অন্য নারী ফুটবলারদের চেয়ে তাঁর ইংরেজি দক্ষতা বেশ ভালো। বিশেষ কমিটিতে তিনি বেশির ভাগ প্রশ্নের উত্তর ইংরেজিতে দিয়েছেন। এখানেও বিদ্রোহী ফুটবলারদের পরিকল্পনা আছে বলে ধারণা করছেন বাফুফে কর্তারা। ‘তাদের জিজ্ঞেস করা হয়েছে চিঠি কেন ইংরেজিতে লেখা হয়েছে? তারা বলেছে সুন্দরভাবে উপস্থাপনের জন্য। তাহলে সাংবাদিকদের কেন বাংলা চিঠি দিয়েছেন? এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেউ কেউ চুপ হয়ে যান। আমাদের কাছে মনে হচ্ছে সুমাইয়াকে সামনে এনে সাবিনারা আড়াল করতে চাচ্ছেন চিঠির আসল লেখককে। চিঠিটা কোথা থেকে এসেছে, সেটা আমরা বুঝে গেছি। সভাপতি আমাকে বলেছেন বাইরের দেশে পড়াশোনা করেছি, আমিও তো এমন ভাষায় চিঠি লিখতে পারি না। সুমাইয়ার জন্য খারাপ লাগছে। একটা সহজ-সরল মেয়েকে ওরা সামনে এনেছে। সুমাইয়া তো বলেই দিয়েছে সে হয়তো বাংলাদেশ ছেড়ে জাপান চলে যাবে। দুঃখটা আরও বেশি লাগছে ৪-৫টা মেয়ের জন্য ৮-১০ জন ঝরে যাবে’– জানিয়েছে ওই সূত্র।

শুধু চিঠির বিষয়ই নয়, কমিটির সামনে বাটলারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়েরা। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে অনুশীলনে যাওয়া মেয়েদের নাকি শাসাতেন ব্রিটিশ এ কোচ। এমনকি অনুশীলনের সময় দুটি পাস ভুল হলে নাকি গালাগাল করতেন বাটলার– এমন অভিযোগও বিশেষ কমিটিকে শুনিয়েছেন সাবিনা-সুমাইয়ারা। একজন পেশাদার কোচ তাঁর শিষ্যদের কাছ থেকে সেরাটা বের করার জন্য এমনটা করতে পারেন বলে মনে করছেন ফুটবল-সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, ব্রিটিশ কোচের সঙ্গে চুক্তি নবায়নের আগে নারী উইং অন্তত অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গেও আলোচনা করতে পারত বলে ক্ষোভ জানান মেয়েরা। 

দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কর্তাদের ধারণা, পারফরম্যান্স ও বয়সের কারণে কয়েকজন নারী খেলোয়াড় দল থেকে বাদ পড়তে পারেন। তাই আরও দুই বছর ক্যাম্পে থাকার জন্য বাটলারের বিরুদ্ধে কয়েকজন সিনিয়র ফুটবলার গিয়েছেন বলে গুঞ্জন বাফুফের অভ্যন্তরে। 

শুধু বাটলারের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলারের বিদ্রোহী হওয়ার পেছনে বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে নিয়ে সন্দেহ অনেকের। কারণ বাটলারের সঙ্গে স্মলির সম্পর্ক অনেকটা দা-কুমড়োর মতো। অতীতে বাংলাদেশে আসার কথা থাকলেও স্মলি থাকায় বাফুফের প্রস্তাবে সাড়া দেননি বাটলার। আবার বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাটলারকে যেমন চান, তেমনি করে সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির প্রতিও তাঁর দুর্বলতা আছে। 

তাই মেয়েদের আন্দোলনের এই ইন্ধনে বেশ কয়েকটি গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। সে জন্য নারী উইংয়ের সঙ্গে বসার কথা বিশেষ কমিটির। একই সঙ্গে বাটলারের সতীর্থ অন্য কোচিং স্টাফদেরও তলব করতে পারে কমিটি। সবার সঙ্গে কথা বলার পর বৃহস্পতিবারের মধ্যে বিশেষ কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। তখনই বেরিয়ে আসতে পারে ভেতরের অজানা অনেক বিষয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ ষ কম ট র ফ টবল র র জন য

এছাড়াও পড়ুন:

ভুলে সীমানায় পা, বিএসএফ সদস্যকে আটক করল পাকিস্তান

ভুলক্রমে সীমানায় ঢুকে পড়ায় পাকিস্তানি রেঞ্জারদের হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য পুর্নমকুমার সাউ। ঘটনার পর পাকিস্তানের সঙ্গে তিনবার পতাকা বৈঠকে বসলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। এমনকি বিএসএফের অনুরোধেও কর্ণপাত করছে না পাকিস্তান। এমন পরিস্থিতিতে কলকাতা থেকে পঠানকোট বিএসএফ দপ্তরে স্বামীর সর্বশেষ খবর জানিত ছুটে গেছেন পুর্নমের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবার। 

ভারতের জম্মু-কাশ্মীরে পেহেলগাও সন্ত্রাসবাদী হামলা নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে আটক হন বিএসএফ সদস্য পুর্নমকুমার সাউ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়া পৌরসভার ১৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা তিনি। পুর্নম পাঠানকোটের ফিরোজপুর বর্ডারে দায়িত্ব পালন করছিলেন। তিনি চব্বিশ ব্যাটেলিয়ানের বিএসএফ কনস্টেবল। 

বিএসএফ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে কড়া রোদে ক্লান্ত হয়ে পড়লে গাছের নিচে আশ্রয় নেন পুর্নম। এ সময় তিনি ভুল করে বর্ডার পেরিয়ে গেলে পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন। এ দিকে ঘটনার পর তিনবার পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিএসএফ। কিন্তু তারা পুর্নমকুমার সাউকে ফিরিয়ে দেয়নি। 

স্বামীর এমন দুঃসংবাদে বাকরুদ্ধ হয়ে পড়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। শেষবার হোলির সময় ছুটিতে বাড়ি গিয়েছিলেন পুর্নম। গত ৩১ মার্চ কাজে যোগ দেন তিনি।  

পুর্নমের বাবা ভোলানাথ সাউ জানান, ছেলেকে নিয়ে তিনি খুবই চিন্তিত। কোনো খবর পাচ্ছেন না। বিএসএফ কর্তাব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তারা মিটিংয়ে ব্যস্ত রয়েছেন বলে তাকে জানানো হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে ছেলেকে মুক্ত করে ফিরিয়ে নিয়ে আসার আবেদন জানিয়েছেন। 

সীমান্তরক্ষীদের ভুল করে নিয়ন্ত্রণরেখা পার হওয়ার ঘটনা নতুন নয়। এ ক্ষেত্রে দুই বাহিনীর বৈঠকের পরে তাদের মুক্তিও দেওয়া হয়। কিন্তু বর্তমান সীমান্ত পরিস্থিতি ভিন্ন। পাক রেঞ্জার্সের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া মুক্তি দেওয়া সম্ভব নয়। গত শুক্রবার পর্যন্ত এই ইস্যুতে তিনবার পতাকা বৈঠকে বসেছেন বিএসএফ এবং পাক রেঞ্জার্সের প্রতিনিধি দল। কিন্তু মিমাংসা হয়নি।   

এরপরই রবিবার পুর্নমের বাড়ি যান বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা পুর্নমকে মুক্ত করে ফিরিয়ে আনার আশ্বাস দেন। যদিও মৌখিক কথায় আর ভরসা রাখতে রাজি নন রজনী। এ কারণে তিনি পরিবারের সদস্যদের নিয়ে আজ সোমবার পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তথ্য না পেলে দিল্লি গিয়ে স্বামীর খবর জানতে চাইবেন বলেও জানিয়েছেন তিনি। 

বিএসএফের পরিচালক জেনারেল দলজিৎ চৌধুরী জানিয়েছেন ঘটনার পরে ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুর্নমকুমার সাউকে ফিরিয়ে আনতে সব রকমের চেষ্টা চলছে। এমনকি পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে কমান্ডার স্তরে বৈঠকের অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। 

সুচরিতা/তারা

সম্পর্কিত নিবন্ধ

  • ‘একদিন দেখি পশুরমতো ঘরের কোণে বসে কাঁপছে ববি’
  • বিশ্বনেতাদের সতর্ক দৃষ্টির সামনেই ঘটছে গণহত্যা
  • প্রত্যন্ত গ্রামে ক্লিনিক খুলে ‘এমবিবিএস ডাক্তার’ পরিচয়ে চিকিৎসা, এক বছরের কারাদণ্ড
  • ‘শি জিনপিং ফোন করেছিলেন’ ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান চীনের
  • শি জিনপিং ফোন করেছিলেন, ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান চীনের
  • ভুলে সীমানায় পা, বিএসএফ সদস্যকে আটক করল পাকিস্তান