তামিম জানালেন কীভাবে ফাইনাল জিততে হবে
Published: 6th, February 2025 GMT
আরেকবার কী হবে? ফরচুন বরিশালকে ঘিরে এখন এটাই প্রশ্ন। গত আসরে তারা শিরোপা জিতেছিল, এবার সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জিততে ফাইনালের আগের দিন বরিশাল আজ পুরোদমেই অনুশীলন করেছে মিরপুরে একাডেমি মাঠে।
গত বছর অনেক উত্থান–পতনের মধ্যে দিয়ে গিয়েছিল দলটা। এবার শুরু থেকেই ফেবারিট। লিগ পর্বে ১২ ম্যাচের আটটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় তারা।
এরপর প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। চিটাগং কিংসের বিপক্ষে আজ শিরোপা ধরে রাখার শেষ পরীক্ষা বর্তমান চ্যাম্পিয়নদের; কিন্তু প্রথম শিরোপা জয়ের যে রোমাঞ্চ, সেটা কি থাকবে এবার শিরোপা জিতলে?
এমন এক প্রশ্নের উত্তরে আজ ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘ট্রফি এমন একটা জিনিস, আমি নিশ্চিত যাকেই জিজ্ঞেস করেন না কেন, যারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, তারাও চাইবে ছয়বার হতে। আমরাও অবশ্যই চাইব হতে।’
ফাইনাল বলে আলাদা কিছু করার দরকার নেই। আমাদের শান্ত থাকতে হবে। ১৩–১৪ ম্যাচে যা করেছি, আমার মনে হয় না আলাদা কিছু করার দরকার আছে।তামিম ইকবালআশা থাকলেও মাঠের ক্রিকেটের বাস্তবতা যে ভিন্ন, তা মনে করিয়ে দিয়েছেন তামিম। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিটাগং কিংস। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হারলেও পরেরটিতে শেষ বলের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে দলটা। তামিম চান, ফাইনালকে শুধুই আরেকটি ক্রিকেট ম্যাচ ভেবে খেলতে; কিন্তু সঙ্গে এটাও বলেছেন, ‘আমরা এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলছি, যারা ভালো ক্রিকেট খেলেছে।’
খেলাটা যখন ক্রিকেট, কাগজ–কলমের হিসাবের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মাঠের পারফরম্যান্স। একটা নির্দিষ্ট দিনে ব্যাটে–বলে সাফল্য–ব্যর্থতার হারই ঠিক করে কে জিতবে ম্যাচটা। তামিম সেই বাস্তবতাও মনে করিয়ে দিয়েছেন, ‘আপনার দলে দুনিয়ার সেরা খেলোয়াড় থাকতে পারে; কিন্তু নির্দিষ্ট দিনে কে সামর্থ্যটা ভালোভাবে কাজে লাগিয়েছে, সেটাই আসল।’
আরও পড়ুনবরিশালের তামিম বললেন, চট্টগ্রামের মানুষ চিটাগংকেই সমর্থন করুক২ ঘণ্টা আগেকাজেই ফাইনাল নিয়ে বাড়তি ভাবনা না ভেবে তামিমের দর্শন—মাথা ঠান্ডা রেখে খেলা। ‘ফাইনাল বলে আলাদা কিছু করার দরকার নেই। আমাদের শান্ত থাকতে হবে। ১৩–১৪ ম্যাচে যা করেছি, আমার মনে হয় না আলাদা কিছু করার দরকার আছে। ফাইনালটাকে আরেকটা ক্রিকেট ম্যাচ হিসেবেই নেওয়া উচিত’—বলেছেন বরিশাল অধিনায়ক।
ফাইনালে যে দল বেশি শান্ত থাকবে, তারাই জিতবে বলে মনে করেন তামিম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫