তামিম জানালেন কীভাবে ফাইনাল জিততে হবে
Published: 6th, February 2025 GMT
আরেকবার কী হবে? ফরচুন বরিশালকে ঘিরে এখন এটাই প্রশ্ন। গত আসরে তারা শিরোপা জিতেছিল, এবার সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জিততে ফাইনালের আগের দিন বরিশাল আজ পুরোদমেই অনুশীলন করেছে মিরপুরে একাডেমি মাঠে।
গত বছর অনেক উত্থান–পতনের মধ্যে দিয়ে গিয়েছিল দলটা। এবার শুরু থেকেই ফেবারিট। লিগ পর্বে ১২ ম্যাচের আটটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় তারা।
এরপর প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। চিটাগং কিংসের বিপক্ষে আজ শিরোপা ধরে রাখার শেষ পরীক্ষা বর্তমান চ্যাম্পিয়নদের; কিন্তু প্রথম শিরোপা জয়ের যে রোমাঞ্চ, সেটা কি থাকবে এবার শিরোপা জিতলে?
এমন এক প্রশ্নের উত্তরে আজ ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘ট্রফি এমন একটা জিনিস, আমি নিশ্চিত যাকেই জিজ্ঞেস করেন না কেন, যারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, তারাও চাইবে ছয়বার হতে। আমরাও অবশ্যই চাইব হতে।’
ফাইনাল বলে আলাদা কিছু করার দরকার নেই। আমাদের শান্ত থাকতে হবে। ১৩–১৪ ম্যাচে যা করেছি, আমার মনে হয় না আলাদা কিছু করার দরকার আছে।তামিম ইকবালআশা থাকলেও মাঠের ক্রিকেটের বাস্তবতা যে ভিন্ন, তা মনে করিয়ে দিয়েছেন তামিম। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিটাগং কিংস। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হারলেও পরেরটিতে শেষ বলের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে দলটা। তামিম চান, ফাইনালকে শুধুই আরেকটি ক্রিকেট ম্যাচ ভেবে খেলতে; কিন্তু সঙ্গে এটাও বলেছেন, ‘আমরা এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলছি, যারা ভালো ক্রিকেট খেলেছে।’
খেলাটা যখন ক্রিকেট, কাগজ–কলমের হিসাবের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মাঠের পারফরম্যান্স। একটা নির্দিষ্ট দিনে ব্যাটে–বলে সাফল্য–ব্যর্থতার হারই ঠিক করে কে জিতবে ম্যাচটা। তামিম সেই বাস্তবতাও মনে করিয়ে দিয়েছেন, ‘আপনার দলে দুনিয়ার সেরা খেলোয়াড় থাকতে পারে; কিন্তু নির্দিষ্ট দিনে কে সামর্থ্যটা ভালোভাবে কাজে লাগিয়েছে, সেটাই আসল।’
আরও পড়ুনবরিশালের তামিম বললেন, চট্টগ্রামের মানুষ চিটাগংকেই সমর্থন করুক২ ঘণ্টা আগেকাজেই ফাইনাল নিয়ে বাড়তি ভাবনা না ভেবে তামিমের দর্শন—মাথা ঠান্ডা রেখে খেলা। ‘ফাইনাল বলে আলাদা কিছু করার দরকার নেই। আমাদের শান্ত থাকতে হবে। ১৩–১৪ ম্যাচে যা করেছি, আমার মনে হয় না আলাদা কিছু করার দরকার আছে। ফাইনালটাকে আরেকটা ক্রিকেট ম্যাচ হিসেবেই নেওয়া উচিত’—বলেছেন বরিশাল অধিনায়ক।
ফাইনালে যে দল বেশি শান্ত থাকবে, তারাই জিতবে বলে মনে করেন তামিম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা গুরুত্বের সঙ্গেই নিয়েছে যুক্তরাষ্ট্র: পুতিন
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনা দেশটি গুরুত্বের সঙ্গেই নিয়েছে বলে মনে করছে রাশিয়া। মস্কোর আশঙ্কা, ভবিষ্যতে বিভিন্ন সংঘাতের সময় আর্কটিক অঞ্চলকে পশ্চিমারা ব্যবহার করতে পারে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ডেনমার্কের স্বশাসিত দ্বীপটির দখল নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, ‘আন্তর্জাতিক নিরাপত্তার’ জন্য এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন ওয়াশিংটনের।
রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মুরমানস্কে আর্কটিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘(গ্রিনল্যান্ড দখলের বিষয়ে) আমেরিকার নতুন প্রশাসনের বক্তব্যকে ফাঁকা বুলি মনে করা হবে বড় ধরনের ভুল। এটা ওই ধরনের কথা নয়।’
পুতিন আরও বলেন, ‘গ্রিনল্যান্ডের বিষয়ে আমেরিকার গুরুত্বসহকারে নেওয়া পরিকল্পনা নিয়ে আমরা কথা বলছি। এসব পরিকল্পনার দীর্ঘ দিনের ঐতিহাসিক যোগসূত্রতা রয়েছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যদিও গ্রিনল্যান্ডের মালিকানা প্রশ্নে রাশিয়া সরাসরি সম্পৃক্ত নয়, মস্কোর উদ্বেগের বিষয় হলো ন্যাটো জোটের দেশগুলো সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে পৃথিবীর একেবারে উত্তরের অংশকে ব্যবহারের পরিকল্পনা নিয়ে ক্রমশ এগোচ্ছে।
ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা চাইছে গ্রিনল্যান্ড। স্বশাসিত দ্বীপটিতে আগে থেকেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অব্যাহত হুমকির মধ্যেই শুক্রবার দেশটি সফর করার কথা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তাঁর এই সফরের সমালোচনা করে আসছেন গ্রিনল্যান্ডের নেতারা।
আরও পড়ুনগ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্প কেন এত মরিয়া২৫ মার্চ ২০২৫উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝামাঝি কৌশলগত অবস্থানে রয়েছে গ্রিনল্যান্ড। আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া নিজেদের স্বার্থ নিয়ে তৎপর হচ্ছে, যখন জলবায়ু পরিবর্তনের কারণে সেখানকার সমুদ্রপথগুলোও উন্মুক্ত হচ্ছে।
গ্রিনল্যান্ড দখল নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য নাকচ করে দিয়েছে ডেনমার্ক। দেশটি বলেছে, গ্রিনল্যান্ডের মানুষ জানিয়ে দিয়েছেন তাঁরা যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না।
আরও পড়ুনট্রাম্প প্রথম নন, ৭৯ বছর আগেও গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিল যুক্তরাষ্ট্র২৭ জানুয়ারি ২০২৫