সবুজ বাংলাদেশ- এর উদ্যোগে শুক্রবার জলবায়ু পরিবর্তন ও যুব সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল তরুণদের মধ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষায় দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করা। 

প্রশিক্ষণটি রাজধানীর নয়াপল্টনের রাসবো চায়না টাওয়ারে অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন তরুণ অংশ নেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবেশবিদ, জলবায়ু কর্মী এবং বিশেষজ্ঞরা, যারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন, গাছ রোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ এবং অন্যান্য পরিবেশগত সমস্যা নিয়ে আলোচনা করেন। তরুণদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে তারা কীভাবে কার্যকরী পদক্ষেপ নিতে পারে এবং নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে, তা শিখতে পারেন।

প্রশিক্ষক হিসেবে ছিলেন মাহি লাইফ গ্লোবাল মালেশিয়ার প্রধান নির্বাহী পরিচালক আবু সায়েম মাছুম, হাসিবুল হোসেন, আকাঙ্খিত গ্রহবিজ্ঞানী দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন রাজু, সবুজ বাংলাদেশের জলবায়ু টিমের ইয়ুথ রাকিবুল ইসলাম, আবদুল্লাহ আল কাফি প্রমুখ। 

মূখ্য প্রশিক্ষক আবু সায়েম মাছুম বলেন, জলবায়ু পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা পারে বিশ্ব জলবায়ুর সমস্যাগুলো তুলে ধরতে এবং সমাধানের পথ বের করতে।

সবুজ বাংলাদেশ- এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু এই প্রশিক্ষণের মূল উদ্যোক্তা। তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হলে সবাইকে একত্রিত হতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব শ জলব য়

এছাড়াও পড়ুন:

কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম  কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত নিবন্ধ