জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ
Published: 8th, February 2025 GMT
সবুজ বাংলাদেশ- এর উদ্যোগে শুক্রবার জলবায়ু পরিবর্তন ও যুব সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল তরুণদের মধ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষায় দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণটি রাজধানীর নয়াপল্টনের রাসবো চায়না টাওয়ারে অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন তরুণ অংশ নেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবেশবিদ, জলবায়ু কর্মী এবং বিশেষজ্ঞরা, যারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন, গাছ রোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ এবং অন্যান্য পরিবেশগত সমস্যা নিয়ে আলোচনা করেন। তরুণদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে তারা কীভাবে কার্যকরী পদক্ষেপ নিতে পারে এবং নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে, তা শিখতে পারেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন মাহি লাইফ গ্লোবাল মালেশিয়ার প্রধান নির্বাহী পরিচালক আবু সায়েম মাছুম, হাসিবুল হোসেন, আকাঙ্খিত গ্রহবিজ্ঞানী দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন রাজু, সবুজ বাংলাদেশের জলবায়ু টিমের ইয়ুথ রাকিবুল ইসলাম, আবদুল্লাহ আল কাফি প্রমুখ।
মূখ্য প্রশিক্ষক আবু সায়েম মাছুম বলেন, জলবায়ু পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা পারে বিশ্ব জলবায়ুর সমস্যাগুলো তুলে ধরতে এবং সমাধানের পথ বের করতে।
সবুজ বাংলাদেশ- এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু এই প্রশিক্ষণের মূল উদ্যোক্তা। তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হলে সবাইকে একত্রিত হতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।