সকাল ১০টার দিকে চাল বিক্রি শুরু করেন ওএমএসের ডিলার। কম দামে কেনার সুযোগ থাকায় ভোরেই লাইনে দাঁড়িয়ে যান লোকজন। এ চাল কিনতে যত মানুষ আগ্রহী, সে তুলনায় বরাদ্দ কম। এ জন্য সকালে লাইনে না দাঁড়ালে চাল পাওয়া দুষ্কর। কথাগুলো তাড়াশ পৌর সদরের বাসিন্দা ৪৭ বছর বয়সী মিনতি রানী সূত্রধরের।
পৌর এলাকায় খোলাবাজারে (ওএমএস) থেকে কম দামে চাল কিনতে সকাল থেকে ভিড় করছেন মিনতি রানীর মতো নিম্ন আয়ের মানুষ। পাঁচ কেজি চাল নিতে অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাও করতে হচ্ছে বিক্রয়কেন্দ্রে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় হিমশিম খেতে হচ্ছে ডিলারদের। অনেকে না পেয়ে ফিরে যাচ্ছেন। এ জন্য বরাদ্দ বাড়ানোর দাবি উপকারভোগীর।
গতকাল রোববার ওএমএসের চাল কিনতে এসেছিলেন থানাপাড়ার জাহানারা বেগম। তাঁর ভাষ্য, বাজারে প্রতি কেজি মোটা চাল ৫২ টাকা। অথচ ওএমএমের ৫ কেজি চালের দাম ১৫০ টাকা। এতে ১১০ টাকা সাশ্রয় হয়। স্বল্প আয়ের লোকজনের কাছে ১১০ টাকাও অনেক। এ জন্য সকালে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি।
উপজেলা খাদ্যগুদাম থেকে জানা গেছে, গত ১৩ জানুয়ারি থেকে পৌর সদরে তিনজন ডিলার দৈনিক এক টন করে চাল বরাদ্দ পান। তিন টন চাল নিম্ন আয়ের লোকজনের মধ্যে কেজিপ্রতি ৩০ টাকা দরে সপ্তাহে পাঁচ দিন বিক্রি করেন ডিলার। একজন পাঁচ কেজি চাল কিনতে পারেন।
নিমতলা এলাকার ওএমএস ডিলার মনোরঞ্জন কর্মকার বলেন, তিন ডিলারকে তিন টন চাল দেওয়া হলেও ভিড় অনেক বেশি। যে বরাদ্দ পাওয়া যায়, তার চেয়ে ক্রেতা বেশি হওয়ায় বিক্রয়কেন্দ্র খোলার আগে মানুষ লাইনে দাঁড়িয়ে যান।
ওএমএসের চাল দিয়ে বাড়ির সদস্যদের খাওয়া চলে বলে জানান আরেক ক্রেতা মাহমুদা খাতুন। বরাদ্দ বাড়ানোর দাবি জানালেন পৌরসভার পূর্বপাড়ার বাবুল প্রামাণিক। তিনি বলেন, ‘আজ চাল কিনতে দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। বরাদ্দ একটু বাড়ালে চাল পেতে এত কষ্ট হতো না।’
হাসপাতাল গেট এলাকায় বিক্রয়কেন্দ্রে আসেন মো.

আমান হোসেন। দেরিতে আসায় চাল না পেয়ে ফিরে যান তিনি। তিনি বলেন, খোলাবাজারে চাল বিক্রির কারণে নিম্ন আয়ের মানুষ উপকৃত হচ্ছেন। 
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, পৌর এলাকায় স্বল্প আয়ের মানুষের ওএমএসের চালের চাহিদা বেশি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ বাড়ানো গেলে আরও কিছু মানুষ উপকৃত হতেন। ইউএনও সুইচিং মং মারমা বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বরাদ্দ বাড়ানো যায় কিনা, দেখা হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ওএমএস র চ ল ওএমএস র চ ল

এছাড়াও পড়ুন:

মে দিবসের ঢাকার শ্রমিক সমাবেশ ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ 

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের  শ্রমিক সমাবেশকে সফল করতে ১১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। 

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু'র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ