চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সর দাঁড়ালেন হাসান তিলকারত্নে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ বাংলাদেশ কোচ সারোয়ার ইমরান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘‘হাসান (তিলকারত্নে) চলে যাওয়ার পরে এই পদটি শূন্য হওয়ায় আমরা ইমরানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।’’

দেশিয় কোচদের সুযোগ দিয়ে দেশের ক্রিকেটের উন্নতিতে ভূমিকা রাখতে চান ফারুক। সেটাও মনে করিয়ে দিলেন, ‘‘আমি দায়িত্ব নেওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জাতীয় দলের স্থানীয় কোচদের সুযোগ দেওয়ার চেষ্টা করব। ইমরানের নিয়োগটি সেই অঙ্গীকারের একটি অংশ।’’

আরো পড়ুন:

চেনা ছন্দে নাহিদ

সব ধরনের ক্রিকেট থেকে শোহেলি আক্তারকে নিষিদ্ধ ঘোষণা

বাংলাদেশের অভিজ্ঞ কোচদের একজন সারোয়ার ইমরান। তার সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। সামনেই বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। বাংলাদেশকে বিশ্বকাপে তোলার চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে তাকে।

বাংলাদেশ ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজ হেরে সুযোগটি হারান জ্যোতিরা। ফলে সামনে বাছাইপর্বের বাধা। সেটা পেরোনোর লক্ষ্যেই মেয়েদের নিয়ে মাঠে নামবেন ইমরান।

২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্টের অভিষেকের সময় বাংলাদেশ পুরুষদের দলের প্রধান কোচ ছিলেন ইমরান। সম্প্রতি মালয়েশিয়ার আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসাবে কাজ করেছেন। এবার তার লক্ষ্য জাতীয় নারী দলকেও সাফল্য এনে দেওয়া। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইমর ন

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ