সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘কোর্স মানোন্নয়ন (ইম্প্রুভমেন্ট) পরীক্ষা’ পদ্ধতি চালু করা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী ব্যাচের শিক্ষার্থীরা এ পদ্ধতিতে কোর্সের মানোন্নয়নের জন্য আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী কোনো কোর্সে গ্রেড বি মাইনাস অর্থাৎ সিজিপিএ ২ দশমিক ৭৫–এর কম পাবেন, শুধু তাঁরাই মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য ফি ১২০ টাকা জমা দিতে হবে। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে বিভাগ অথবা ইনস্টিটিউটে কার্যক্রম সম্পন্ন করতে হবে। গত সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনপ্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি, বিদ্যালয়কে লাল–হলুদ ও সবুজ শ্রেণিতে ভাগ করার সুপারিশ১০ ফেব্রুয়ারি ২০২৫

গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো.

মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখনো অনলাইনে এ পদ্ধতির আবেদন বা কোর্স নিবন্ধন পদ্ধতি যোগ করা হয়নি। শিগগিরই তা করা হবে। তবে এখন শিক্ষার্থীরা সনাতন পদ্ধতিতে কোর্সের ইম্প্রুভমেন্টের জন্য কাগজের ফরমে আবেদন করতে পারবেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ অথবা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষার্থীদের কোর্স ইম্প্রুভমেন্ট পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট থেকে কোর্স নিবন্ধন ফরম (হার্ডকপি) সংগ্রহ করে তা পূরণপূর্বক সোনালী ব্যাংকের হিসাব নম্বর এসটিডি-৬–এ নিয়মিতহারে প্রতি ক্রেডিট তত্ত্বীয় ফি ১২০ টাকা হারে জমা দিয়ে ফরমসহ রসিদ ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে বিভাগ অথবা ইনস্টিটিউটে জমা দিতে হবে।

আরও পড়ুননার্সিংয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি, আবেদনের শর্তসহ জেনে নিন বিস্তারিত১ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে কোর্সের মানোন্নয়ন পরীক্ষার শর্তে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী কোনো কোর্সে গ্রেড বি মাইনাস অর্থাৎ সিজিপিএ ২ দশমিক ৭৫–এর কম পাবেন, শুধু তাঁরাই মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এমনকি একজন শিক্ষার্থী কেবল একবারই সর্বোচ্চ দুইটি তত্ত্বীয় কোর্সের মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র ন পর ক ষ

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই