নরসিংদীতে ধানখেতে পড়ে ছিল শ্রমিকের গলাকাটা লাশ
Published: 12th, February 2025 GMT
নরসিংদীর সদর উপজেলায় ধানখেতে পড়ে ছিল এক শ্রমিকের গলাকাটা লাশ। আজ বুধবার দুপুরে উপজেলার মহিষাশুরা ইউনিয়নের কামারগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শ্রমিকের নাম এরশাদ মিয়া (২৫)। তিনি সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের শান্তি ভাওলা এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি নরসিংদী শহরের চৌয়ালা এলাকার একটি মিলের শ্রমিক ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ গতকাল মঙ্গলবার বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকাল আটটার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি কামারগাঁও সড়কের পাশে ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুরে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ওই শ্রমিকের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরিবারের সদস্যরা থানায় এসেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা