পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাসের চাপায় লক্ষণ কুমার দাস (৫০) নামে এক মুদি দোকানি প্রাণ হারিয়েছেন। শহরের অনন্ত বাজার মোড় এলাকায় বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষণ সদর উপজেলার শ্রীপুর এলাকার সূর্যকান্ত দাসের ছেলে।

অভিযোগ উঠেছে, ঘটনাটির আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দেয়নি বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসন সংশ্লিষ্টরা। ঘটনাটি দ্রুত ধামাচাপা ও সমাধানের জন্য হিন্দু কমিউনিটি নেতা ও প্রশাসনকে ম্যানেজ করেন তারা। পরে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার দেওয়ার কথা বলে আইনগত পদক্ষেপ নিতে দেওয়া হয়নি বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি নির্ধারিত চালক না চালিয়ে হেলপার চালাচ্ছিলেন।

ঘটনার বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ ভদ্র বলেন, ঘটনা শোনার পর ওই পরিবারের সদস্যরা আমার কাছে এসেছিলেন। তাদের সঙ্গে নিয়ে থানাতে গিয়েছিলাম অভিযোগ দায়ের করার জন্য। পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির লাশ পোস্টমর্টেম করতে রাজি হচ্ছিল না। ইতিমধ্যে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ পরিবহন সেক্টরের যারা রয়েছেন তারা এলে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে আইনগত ঝামেলা না করার অনুরোধ করেন তারা। যেহেতু দরিদ্র পরিবার; তারাও লিখিত অভিযোগ করতে রাজি হলো না। তাই দুপুরের পরে মৃতদেহ থানা থেকে নিয়ে আসা হয়েছে।

এই বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবহন প্রশাসক প্রফেসর ড.

মো. কামরুজ্জামান বলেন, আসলে সব সময় তো খেয়াল রাখা যায় না কে কখন কোন গাড়ি চালাচ্ছে। তবে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সাথে দেখা করে কথা বলেছি। তাদের ক্ষতিপূরণ হিসাবে যে দোকান ঘর রয়েছে সেটির বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। রোববার ভিসি স্যারের সাথে দেখা করবে তারা। স্যার যেটা ভালো মনে করেন সেটি করবেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: প বন সড়ক দ র ঘটন পর ব র র সদস র পর ব

এছাড়াও পড়ুন:

শ্রীবরদীতে ভারতীয় জিরা নিয়ে তুলকালাম

শেরপুরের শ্রীবরদী সীমান্তে ১৬ বস্তা ভারতীয় চোরাই জিরা ও কাপড় আটক করেছেন স্থানীয়রা। পরে স্থানীয় স্বার্থান্বেষী একটি মহল আত্মসাতের উদ্দেশ্যে সেসব জিরা সরিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে অন্য একটি পক্ষ আবার সেই জিরা আটক করে। এ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। 

পরবর্তীতে হাসধরা এলাকায় দ্বিতীয়বার আটক হয়। এসময় স্থানীয়রা বেশকিছু বস্তা জিরা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মালামাল উদ্ধার করে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। 

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ভারতীয় চোরাই জিরা ও কাপড় বোঝাই একটি ট্রলি ঝিনাইগাতী থেকে ভায়াডাঙ্গা বাজার দিয়ে শ্রীবরদী হয়ে শেরপুরের দিকে যাচ্ছিলো। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ট্রলিটি আটক করে। এসময় ট্রলি চালক কৌশলে পালিয়ে যায়।

সেসময় স্থানীয় অপর একটি পক্ষ সুকৌশলে আরেক চালককে দিয়ে ট্রলিটি সরিয়ে নিয়ে যায়। ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথে প্রায় তিন কিলোমিটার দূরে হাসধরা এলাকায় ট্রলিটি আবার আটক হয়। এসময় প্রায় অর্ধেক মালামাল লুট করে এক পক্ষ। 

স্থানীয় বাসিন্দা মো. ইমন আকন্দ বলেন, “আমরা ভায়াডাঙ্গা বাজারে বাধা দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে স্থানীয় কয়েকজন নেতা নতুন করে অন্য ড্রাইভার দিয়ে ট্রলি সরিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা অবৈধ পাচার হওয়া মালামাল জব্দ হোক এটাই চাই। এছাড়াও যারা মালামাল লুট করেছে এবং এই পাচারের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি করছি।” 

এ ব্যাপারে শ্রীবরদী তাওয়াকুচা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আতিয়ার রহমান বলেন, “আমরা স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ১৬ বস্তা অবৈধ মালামাল জব্দ করেছি। এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।”

শ্রীবরদী থানার উপ-পরিদর্শক সুলতান আহমেদ বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই বিজিবি মালামাল জব্দ করেছে। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/তারিকুল/এস

সম্পর্কিত নিবন্ধ

  • যৌতুকের জন্য জখম: ভুক্তভোগী নারীর জন্য বাধ্যতামূলক মধ্যস্থতা তুলে দিতে হবে
  • শ্রীবরদীতে ভারতীয় জিরা নিয়ে তুলকালাম
  • যুগপৎ কর্মসূচির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: জামায়াত নেতা তাহের
  • জামায়া‌তের তিন‌ দি‌নের কর্মসূচি ঘোষণা