আইফোনের যে সেটিংসের কারণে তথ্য চুরির ঝুঁকিতে রয়েছেন ব্যবহারকারীরা
Published: 14th, February 2025 GMT
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আইফোনে ডিফল্টভাবে চালু থাকা অটো-জয়েন ওয়াই-ফাই সেটিংসের কারণে অনেকেই তথ্য চুরির শিকার হচ্ছেন। এই সেটিংস চালু থাকলে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই পরিচিত বা উন্মুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায় আইফোন। ফলে রেস্তোরাঁ বা অন্যান্য জনবহুল স্থানে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করা গেলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে সাইবার অপরাধীদের দখলে।
বিশেষজ্ঞদের তথ্যমতে, সাইবার অপরাধীরা প্রায়ই জনবহুল স্থানে ভুয়া ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি করে রাখে। এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কের সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়, যেমন ‘ক্যাফে ওয়ান’-এর পরিবর্তে ‘ক্যাফে জিরো ওয়ান’। এসব ভুয়া ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হলে সাইবার অপরাধীরা সহজেই আইফোনে থাকা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড ও ব্যক্তিগত ছবি সংগ্রহের পাশাপাশি আইফোন ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করতে থাকে।
ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য চুরি ঠেকাতে ব্যবহারকারীদের অবশ্যই আইফোনের অটো-জয়েন ফিচার বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অটো-জয়েন ফিচার বন্ধের জন্য প্রথমে সেটিংস থেকে ওয়াই-ফাই অপশনে যেতে হবে। এরপর অটো-জয়েন হটস্পট অপশন থেকে নেভার অথবা আস্ক টু জয়েন নির্বাচন করতে হবে। এ ছাড়া বাইরে বের হওয়ার সময় ওয়াই-ফাই সংযোগ বন্ধ রাখতে হবে এবং যেসব ওয়াই-ফাই নেটওয়ার্ক ভবিষ্যতে ব্যবহার করা হবে না, সেগুলো ফরগেট দিস নেটওয়ার্ক অপশনের মাধ্যমে মুছে ফেলতে হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) আইফোন ব্যবহারকারীদের প্রতি সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করার পরামর্শ দিয়েছে। ফোন রিস্টার্ট না করলে হ্যাকাররা জিরো-ক্লিক এক্সপ্লয়ট এবং স্পিয়ার-ফিশিং কৌশল ব্যবহার করে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্র: ডেইলি মেইল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইফ ন
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান
পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দুদেশের মধ্যে যে বাণিজ্য তা প্রত্যাশিত নয়। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার ঢাকায় একটি হোটেলে পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন বলেন, পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালী এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাণিজ্য সংস্থাগুলির মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে। এ সময় তিনি দুদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দুদেশের মধ্যে যে বাণিজ্য তা প্রত্যাশিত নয়। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলো কীভাবে যৌক্তিক করা যায় সেটি আমাদের বের করতে হবে।
অনুষ্ঠানে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সঙ্গে পাকিস্তান রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (পিআরজিএমইএ) সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
বিজিএমইএ-এর পক্ষে প্রশাসক ও বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং পিআরজিএমইএ ভাইস চেয়ারম্যান আমির রিয়াজ ছোট্টানি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান ও বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।