পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও শবেবরাতকে কেন্দ্র করে মা, ভাইবোনের পরিবারকে দাওয়াত দিয়েছিলেন সুমন মিয়া। বাসাজুড়ে গল্প-আড্ডা, বাচ্চাদের ছোটাছুটিসহ উৎসবের আমেজ। বিকেল থেকেই চলছিল বিভিন্ন রকমের রান্না। মশার উপদ্রব থেকে বাঁচতে ঘরের সব জানালা-দরজা বন্ধ করে রাখা হয়েছিল। এর মধ্যে একটি চুলার গ্যাস বন্ধ করতে ভুলে গিয়েছিলেন কেউ। তখনও ঘরের বাসিন্দারা কেউ টেরই পাননি, কত বড় বিপদ অপেক্ষা করছে। রাতে সুমনের স্ত্রী শারমিন রান্নাঘরে পিঠা বানাতে যান। দেশলাই দিয়ে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ হয়ে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। 

অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ একই পরিবারের ১১ জন দগ্ধ হন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। এক শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। গত শুক্রবার রাতে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, সাভারের আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে এক যুগ ধরে ভাড়া থাকেন সুমন মিয়া। শবেবরাত উপলক্ষে গত শুক্রবার গ্রামের বাড়ি থেকে সুমনের মা ও ভাই সোহেল রানার পরিবার বেড়াতে এসেছিল ওই বাসায়। মশার উপদ্রব থেকে বাঁচতে ঘরের সব জানালা-দরজা বন্ধ করে বিকেল থেকেই চলছিল রান্না। রাত ১০টার দিকে রুটি ও পিঠা বানানোর জন্য আবার চুলা জ্বালাতে গেল ওত পেতে থাকা বিভীষিকা নেমে আসে সুমনের পরিবারে।

স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে প্রথমে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধরা হলেন সুমন মিয়া (৩০), তাঁর স্ত্রী শারমিন আক্তার (২৫), তিন মাসের মেয়ে সুরাইয়া, ছেলে সোয়াদ (৪), মা সূর্য বানু (৫৫), ফুফু জহুরা বেগম (৭০), ভাই সোহেল রানা (৩৮), বোন শিউলি আক্তার (২৫), বোনের জামাই মনির হোসেন (৪৩), বোনের ছেলে ছামিন মাহমুদ (১৫) ও মাহাদী (৭)। তাদের মধ্যে সুমনের শরীরের ৯৯ শতাংশ, শিউলির ৯৫, শারমিনের ৪২, সোয়াদের ২৭, মনির হোসেনের ২০, ছামিন মাহমুদের ১৪, মাহাদীর ১০, সোহেলের ১০, সুরাইয়ার ৯, সূর্য বানুর ৭ ও জহুরা বেগমের ৫ শতাংশ দগ্ধ রয়েছে।

গতকাল শনিবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেলে দেখা যায়, শারমিন ৪২ শতাংশ পোড়া শরীর নিয়ে ছয়তলার ৬২২ নম্বর শয্যায় যন্ত্রণায় ছটফট করছেন। নিজের ক্ষত উপেক্ষা করে শিশুসন্তানের খোঁজ নিচ্ছেন। কেউ তাঁর পাশে গেলেই জানতে চাচ্ছেন, সুরাইয়া কেমন আছে? সন্তানকে কোলে নেওয়ার জন্য চিৎকার করছেন। একই হাসপাতালে থাকলেও শিশুটিকে কোলে নিতে পারছেন না। তাঁর চিকিৎসা চলছে পাঁচতলার ৫২০ নম্বর শয্যায়। ক্ষুধা পেলেই কাঁদছে শিশুটি। নিরুপায় স্বজন শিশুটির কান্না থামাতে সুমনের সহকর্মী রাশেদের স্ত্রী শারমিন সুলতানা বুকের দুধ দিচ্ছেন। শুধু সুরাইয়াকে দুধ খাওয়ার জন্য তার পাশের শয্যায় গতকাল থেকে আছেন তিনি।

দগ্ধ সুমনের ফুফাতো ভাই মোহাম্মদ শহীদ জানান, মশার যন্ত্রণা থেকে রক্ষা পেতে ঘরের সব জানালা বন্ধ করে রাখা হয়েছিল। শবেবরাত উপলক্ষে বিকেল থেকে ঘরে নানা রকমের রান্না করা হয়। রাত ১০টার দিকে আবার চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণে ঘরে আগুন ধরে যায়।

দগ্ধ সোহেল রানা বলেন, শবেবরাত উপলক্ষে আমার ভাই সুমনের বাসায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলাম। একটা চুলার গ্যাস বন্ধ করতে কেউ হয়তো ভুলে গিয়েছিল। রাতে পিঠা বানানোর জন্য চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ঘরে আগুন ধরে গেলে পরিবারের সবাই দগ্ধ হন।

চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। দগ্ধদের শ্বাসনালি পুড়ে গেছে। তাই এখনই কিছু বলা যাচ্ছে না। সবাই পর্যবেক্ষণে রয়েছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান গতকাল বিকেলে সমকালকে বলেন, আশুলিয়া থেকে নারী-শিশুসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় আটজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন আশুলিয়া থানার ওসি নুরুল আলম সিদ্দিকী। পরিদর্শন শেষে তিনি জানান, বাসাটিতে তিতাস গ্যাসের কোনো সংযোগ নেই এবং গ্যাসের সিলিন্ডারটি অক্ষত রয়েছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। এর পরও তদন্ত করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স মন র পর ব র র জন য র র সব গতক ল অবস থ

এছাড়াও পড়ুন:

জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় আটক তরুণ

রাজধানীর লক্ষ্মীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা প্রণব মজুমদার (৫৯) বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সূত্রাপুর থানা মামলা করেন। মামলায় ইয়াছিন মজুমদার (২৩) নামের এক তরুণকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহত শিক্ষার্থী হলেন প্রত্যাশা মজুমদার অথৈ। 

মামলায় বাদী অভিযোগ করেন, ‘ইয়াছিন মজুমদার দীর্ঘদিন ধরে অথৈকে উত্যক্ত করছিল। স্কুলজীবনে তাদের মধ্যে পরিচয় ছিল। আমার মেয়ে ঢাকা চলে এলে ইয়াছিন তাকে অনুসরণ করে ঢাকায় আসে এবং লালবাগ থানা এলাকায় জমিদারী ভোজ নামক রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি নেয়। সে আগের মতো আমার মেয়েকে উত্যক্ত করতে থাকে। পরবর্তীতে ইয়াছিন কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে। একপর্যায়ে মিথ্যা অপবাদ দিয়ে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংগীত উৎসবের অনুশীলন শেষে মেসে ফেরার পথে ইয়াসিন অথৈকে গালমন্দ করে ও উৎসবে অংশ না নিতে চাপ দেয়। পরে তার (অথৈ) রুমের দরজা ভেঙে তাকে অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার। মেসের মালিকের স্ত্রী মোসা. জ্যোৎস্না বেগম প্রথম ঘটনাটি জানতে পারেন। এরপর ইয়াছিন মজুমদারসহ কয়েকজন অথৈকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এজাহারে নিহতের বাবা প্রণব মজুমদার বলেন, ‘আমার ধারণা, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মেয়ের সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ছুটে আসি।’

এ বিষয়ে সূত্রাপুর থানার ওসি বলেন, ‘আমরা অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছি। কোর্টে চালান দিয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘মেয়ের বাবার মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনকে বলেছি, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে।’

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা হবে: জামায়াত আমির
  • এখনো শ্রমিকদের লড়াই করতে হচ্ছে, কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি
  • শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
  • কর্মক্ষেত্রে অধিকার আদায়ের রক্তাক্ত গৌরবময় দিন
  • জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় আটক তরুণ
  • শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে: শ্রম উপদেষ্টা 
  • আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলা একাডেমির  দুই দিনের আয়োজন
  • মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না, নির্দেশ হাইকোর্টের
  • আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন