স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে ২৫ প্রতিষ্ঠান তালিকাভুক্ত
Published: 20th, February 2025 GMT
দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড.
সভা সূত্রে জানা যায়, দেশের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করা হয়। মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বানের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হচ্ছে, যার মেয়াদ ২০২৫ সালের মার্চ মাসে শেষ হবে।
কোটেশন আহ্বানের মাধ্যমে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২৭টি প্রতিষ্ঠানের কাছে এমএসপিএ স্বাক্ষরের সম্মতি গ্রহণের জন্য পাঠানো হলে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে ২৫টি প্রতিষ্ঠান সম্মতি দেয়।
ফেব্রুয়ারি মাসের শেষে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ক্রয় প্রক্রিয়া শুরু করার জন্য পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ এর আওতায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির লক্ষ্যে সম্মতি প্রদানকৃত ২৫টি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার এমএসপিএ স্বাক্ষরের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে, কমিটি তাতে নীতিগত অনুমোদন দেয়।
২৫টি প্রতিষ্ঠান হল: এসইএফই মার্কেটিং অ্যান্ড ট্রেডিং সিঙ্গাপুর প্রা.লি.; এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএ; ভিটল এশিয়া প্রা.লি. সিঙ্গাপুর; গানভর সিঙ্গাপুর প্রা.লি.; সিনোকেম ইন্টারন্যাশনাল ওয়েল প্রা.লি.; ইউনিপেগ সিঙ্গাপুর প্রা.লি.; ইউনিপার গ্লোবাল কমডিটিস, জার্মানি; আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রা.লি.; ডিএক্সটি কমডিটিস এসএ, সুইজারল্যান্ড; এসওসিএআর ট্রেডিং এসএ সুইজারল্যান্ড; বিজিএন ইন্টারন্যাশনাল ডিএমসিসি,ইউএই; পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন, দক্ষিণ কোরিয়া; ওয়াইলুন পেট্রোলিয়াম গ্যাস লি. হংকং; জেইআরএ কোং ইনকরপোরেশন, জাপান; বিপি সিঙ্গাপুর প্রা.লি.; ট্রাফিগুরা প্রা.লি. সিঙ্গাপুর; গ্লেনকোর সিঙ্গাপুর প্রা.লি.; এমিরেটস ন্যাশনাল ওয়েল কো. সিঙ্গাপুর ; কাতারএনার্জি ট্রেডিং এলএলসি, কাতার; ওকিউ ট্রেডিং, ইউএই; পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর; মারকুরিয়া এনার্জি ট্রেডিং এসএ, সুইজারল্যান্ড; টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লি.; এমইটি ইন্টারন্যাশনাল এজি, সুইজারল্যান্ড এবং সেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লি. এফজেডই, ইউএই।
ঢাকা/হাসনাত/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
সিলেট আর্মি ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউটে (Army IBA, Sylhet) ফল সেমিস্টারে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) অন্তর্ভুক্ত।
জেনে রাখুন—১. এ প্রোগ্রামে মোট ৪০ কোর্স।
২. মোট ১২৬ ক্রেডিট।
৩. প্রধান বিষয়: মার্কেটিং, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, এইচআরএম, অপারেশন ম্যানেজমেন্ট, এসসিএম, এমআইএস।
৪. শিক্ষার্থীদের জন্য হোস্টেল রয়েছে।
৫. ভর্তির জন্য আবেদন করার ওয়েবসাইট
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য —১. আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০২৫।
২. ভর্তি পরীক্ষা: ২৪ মে ২০২৫।
৩. ভর্তি পরীক্ষার স্থান: ক. বিইউপি, ঢাকা, খ.আর্মি আইবিএ, সিলেট।
৪. ঠিকানা: আর্মি ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউট, জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেট।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় বাড়ল২৮ এপ্রিল ২০২৫