দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড.

সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, দেশের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করা হয়। মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বানের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হচ্ছে, যার মেয়াদ ২০২৫ সালের মার্চ মাসে শেষ হবে। 

কোটেশন আহ্বানের মাধ্যমে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২৭টি প্রতিষ্ঠানের কাছে এমএসপিএ স্বাক্ষরের সম্মতি গ্রহণের জন্য পাঠানো হলে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে ২৫টি প্রতিষ্ঠান সম্মতি দেয়। 

ফেব্রুয়ারি মাসের শেষে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ক্রয় প্রক্রিয়া শুরু করার জন্য পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ এর আওতায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির লক্ষ্যে সম্মতি প্রদানকৃত ২৫টি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার এমএসপিএ স্বাক্ষরের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে, কমিটি তাতে নীতিগত অনুমোদন দেয়।

২৫টি প্রতিষ্ঠান হল: এসইএফই মার্কেটিং অ্যান্ড ট্রেডিং সিঙ্গাপুর প্রা.লি.; এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএ; ভিটল এশিয়া প্রা.লি. সিঙ্গাপুর; গানভর সিঙ্গাপুর প্রা.লি.; সিনোকেম ইন্টারন্যাশনাল ওয়েল প্রা.লি.; ইউনিপেগ সিঙ্গাপুর প্রা.লি.; ইউনিপার গ্লোবাল কমডিটিস, জার্মানি; আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রা.লি.; ডিএক্সটি কমডিটিস এসএ, সুইজারল্যান্ড; এসওসিএআর ট্রেডিং এসএ সুইজারল্যান্ড; বিজিএন ইন্টারন্যাশনাল ডিএমসিসি,ইউএই; পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন, দক্ষিণ কোরিয়া; ওয়াইলুন পেট্রোলিয়াম গ্যাস লি. হংকং; জেইআরএ কোং ইনকরপোরেশন, জাপান; বিপি সিঙ্গাপুর প্রা.লি.; ট্রাফিগুরা প্রা.লি. সিঙ্গাপুর; গ্লেনকোর সিঙ্গাপুর প্রা.লি.; এমিরেটস ন্যাশনাল ওয়েল কো. সিঙ্গাপুর ; কাতারএনার্জি ট্রেডিং এলএলসি, কাতার; ওকিউ ট্রেডিং, ইউএই; পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর; মারকুরিয়া এনার্জি ট্রেডিং এসএ, সুইজারল্যান্ড; টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লি.; এমইটি ইন্টারন্যাশনাল এজি, সুইজারল্যান্ড এবং সেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লি. এফজেডই, ইউএই।

ঢাকা/হাসনাত/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য

ঢাকা সিটি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—
বিজ্ঞান বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৫.০০ (উচ্চতর গণিতসহ)
ব্যবসায় শিক্ষা বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.০০
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০
মানবিক বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে৮ ঘণ্টা আগে

ভর্তি ও কলেজসংক্রান্ত তথ্য
১. অনলাইনের মাধ্যমে ঢাকা সিটি কলেজকে পছন্দের তালিকায় ১ নম্বরে রেখে আবেদন করতে হবে। আবেদনের সময় থানা ‘ধানমন্ডি’ নির্বাচন করতে হবে।
২. অনলাইনে আবেদনের ওয়েবসাইট
৩. অনলাইনে ২২০ টাকা আবেদন ফি জমা দিয়ে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে।
৪. আবেদনের তারিখ ৩০ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৫।
৫. প্রভাতি শাখা ছাত্রী এবং দিবা শাখা ছাত্রদের জন্য।
৬. ছাত্রীদের ক্লাস সকাল ৭:৩০টা থেকে এবং ছাত্রদের ক্লাস দুপুর ১২:৩০টা থেকে শুরু হয়।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা১১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা শিক্ষা বোর্ডে দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, শুরু ১ আগস্ট থেকে
  • ব্র্যাকে জেলা পর্যায়ে ম্যানেজার নিয়োগ, স্নাতকে আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
  • সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে: ঢাকা চেম্বার
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
  • বাটা সু’র মুনাফা কমেছে ২৬.৮৪ শতাংশ
  • বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত
  • ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা
  • আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)
  • ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য