দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড.

সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, দেশের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করা হয়। মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বানের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হচ্ছে, যার মেয়াদ ২০২৫ সালের মার্চ মাসে শেষ হবে। 

কোটেশন আহ্বানের মাধ্যমে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২৭টি প্রতিষ্ঠানের কাছে এমএসপিএ স্বাক্ষরের সম্মতি গ্রহণের জন্য পাঠানো হলে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে ২৫টি প্রতিষ্ঠান সম্মতি দেয়। 

ফেব্রুয়ারি মাসের শেষে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ক্রয় প্রক্রিয়া শুরু করার জন্য পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ এর আওতায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির লক্ষ্যে সম্মতি প্রদানকৃত ২৫টি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার এমএসপিএ স্বাক্ষরের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে, কমিটি তাতে নীতিগত অনুমোদন দেয়।

২৫টি প্রতিষ্ঠান হল: এসইএফই মার্কেটিং অ্যান্ড ট্রেডিং সিঙ্গাপুর প্রা.লি.; এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএ; ভিটল এশিয়া প্রা.লি. সিঙ্গাপুর; গানভর সিঙ্গাপুর প্রা.লি.; সিনোকেম ইন্টারন্যাশনাল ওয়েল প্রা.লি.; ইউনিপেগ সিঙ্গাপুর প্রা.লি.; ইউনিপার গ্লোবাল কমডিটিস, জার্মানি; আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রা.লি.; ডিএক্সটি কমডিটিস এসএ, সুইজারল্যান্ড; এসওসিএআর ট্রেডিং এসএ সুইজারল্যান্ড; বিজিএন ইন্টারন্যাশনাল ডিএমসিসি,ইউএই; পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন, দক্ষিণ কোরিয়া; ওয়াইলুন পেট্রোলিয়াম গ্যাস লি. হংকং; জেইআরএ কোং ইনকরপোরেশন, জাপান; বিপি সিঙ্গাপুর প্রা.লি.; ট্রাফিগুরা প্রা.লি. সিঙ্গাপুর; গ্লেনকোর সিঙ্গাপুর প্রা.লি.; এমিরেটস ন্যাশনাল ওয়েল কো. সিঙ্গাপুর ; কাতারএনার্জি ট্রেডিং এলএলসি, কাতার; ওকিউ ট্রেডিং, ইউএই; পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর; মারকুরিয়া এনার্জি ট্রেডিং এসএ, সুইজারল্যান্ড; টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লি.; এমইটি ইন্টারন্যাশনাল এজি, সুইজারল্যান্ড এবং সেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লি. এফজেডই, ইউএই।

ঢাকা/হাসনাত/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা শুরুর আগে অভিভাবকের সঙ্গে এক পরীক্ষার্থী

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত