হারের পর জরিমানা গুনলো পাকিস্তান
Published: 20th, February 2025 GMT
দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্টের আয়োজক হয়েছে পাকিস্তান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর উদ্বোধনী ম্যাচেই নিউ জিল্যান্ডের কাছে ৬০ রানের ব্যবধানে হার মেনেছে পাকিস্তান। হারের পর আজ বৃহস্পতিবার তারা জরিমানাও গুনেছে।
মূলত স্লো ওভার রেটের কারণে মাঠের আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরা ও শরফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার আলেক্স ওয়ার্ফ পাকিস্তানের খেলোয়াড়ের ওপর জরিমানা আরোপ করেন। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করতে পারে পাকিস্তান দল। সেক্ষেত্রে আইসিসির ২.
এই জরিমানা মেনে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তাতে করে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আরো পড়ুন:
ধ্বংসস্তুপে সেঞ্চুরির ফুল ফোটালেন তাওহীদ, জাকেরের লড়াই ও শামির রেকর্ড
মাহমুদউল্লাহ-নাহিদ কেন নেই?
পরবর্তী ম্যাচে রোববার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। প্রথম ম্যাচে হার মানায় পরের রাউন্ডে যেতে হলে ভারতের বিপক্ষের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। বুধবার ভারত সরকার এ ঘোষণা দিয়েছে একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর রয়টার্সের
ভারতশাসিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান।
পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর দেশটির উড়োজাহাজের জন্যও একই নিষেধাজ্ঞা দিল ভারত।