সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নও তারা। যাদের নিয়ে এই সাফল্যগুলো পেয়েছে অসিরা, সেই প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের মতো ‘বিগ থ্রি’ পেস আক্রমণের কেউই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া দলে নেই। কেউ চোট আবার কেউ বা ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। ৩০৮ ওয়ানডে খেলা এ তিনজনের উইকেট সংখ্যা ৫২৫। 

শুধু এ পেসাররাই নন, অলরাউন্ডার মিচেল মার্শ এবং মার্কোস স্টয়নিসও নেই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে। আট বছর পর শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সামনের সারির বোলার বলতে আছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। দলে চোটের হানার প্রভাব পড়েছে পারফরম্যান্সে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে সিরিজ হেরেছে ২-০তে। ৫০ ওভারের সর্বশেষ চার ম্যাচে জয়হীন অসিরা। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ভঙ্গুর এই অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাজে সময় পার করা ইংল্যান্ড। ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ হারা জশ বাটলারের দলও নেই সেরা ছন্দে। কিন্তু ম্যাচটি যখন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে, তখন অতীত পরিসংখ্যান শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাই লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ফিরে আসছে দুই দেশের পুরোনো দ্বৈরথ অ্যাশেজের উত্তাপ। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।

ওয়ানডে এবং টি২০ বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি এখন পর্যন্ত বড় আক্ষেপ। ২০০৪ এবং ২০১৩ আসরে ফাইনাল খেললেও ট্রফি জিততে পারেনি ইংলিশরা। উপমহাদেশের কন্ডিশন বলে এবার আরও কঠিন চ্যালেঞ্জ তাদের জন্য। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারতের মাটিতে গিয়ে সাদা বলের ক্রিকেটের আট ম্যাচের মধ্যে হেরেছে সাতটিতে। এর সঙ্গে আছে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পিছিয়ে থাকা। এখন পর্যন্ত খেলা ১৬১ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার ৯১ জয়ের বিপরীতে ইংলিশরা জিতেছে ৬৫ ম্যাচে। দুটি টাই এবং তিনটি পরিত্যক্ত হয়েছে। 

অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান আবার ভিন্ন। পাঁচবারের লড়াইয়ে ইংল্যান্ড তিনটিতে এবং অস্ট্রেলিয়া জিতেছে দুটিতে। আইসিসির মেগা এই ইভেন্টে জয়ের সংখ্যায় এগিয়ে থাকার সঙ্গে দলের শক্তির বিচারেও এগিয়ে ইংল্যান্ড। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে ইংল্যান্ড এগিয়ে থাকবে কিনা– এই প্রশ্নটি গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুনতে হয়েছে দলটির অধিনায়ক বাটলারকে। ইংলিশ দলপতি অস্ট্রেলিয়াকে দুর্বল মনে করছেন না, ‘দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সাফল্যের বড় কারিগর হলেন তারা (ছিটকে যাওয়া ক্রিকেটার)। স্বাভাবিভাবেই তাদের মিস করবে পুরো দল। তবে তাদের (অস্ট্রেলিয়া) দলে বেশ কয়েকজন টপ প্লেয়ার আছেন, যারা কিনা দুর্দান্ত ক্রিকেট খেলে থাকেন। তা ছাড়া আইসিসির টুর্নামেন্টগুলোতে বরাবরই অস্ট্রেলিয়া ভালো পারফর্ম করে।’

অস্ট্রেলিয়ার পেস শক্তি যেমন কম, বিপরীতে এই বিভাগে দুর্দান্ত ইংলিশরা। বিশেষ করে ১৮ মাসের বেশি সময় পর ইংল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্ট খেলতে নামা জোফরা আর্চারের দিকে চোখ থাকবে সবার। শন অ্যাবোট, স্পেনসের জনসন, নাথান এলিয়াস এবং বেন ডারশুইয়কে নিয়ে গড়া অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক। এত কিছুর পরও দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে বলে বিশ্বাস ইংলিশ অধিনায়ক বাটলারের, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই প্রতিদ্বন্দ্বিতা আরও হবে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দোয়ার ফজিলত ও আদব

দোয়া শব্দের আভিধানিক অর্থ আহ্বান করা বা প্রার্থনা করা। পরিভাষায় দোয়া হলো কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার রোধে মহান আল্লাহকে ডাকা এবং তাঁর কাছে সাহায্য প্রার্থনা করা।

প্রিয় নবীজি (সা.) বলেন, ‘দোয়াই ইবাদত।’ (বুখারি ও মুসলিম) ‘যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন।’ (তিরমিজি: ৩৩৭৩)

আল–কোরআনের বর্ণনা, ‘আর তোমাদের রব বলেন, “তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।”’ (সুরা-৪০ মুমিন, আয়াত: ৬০)

মুমিনের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন, ‘তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকে। তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে। কেউ জানে না তার কৃতকর্মের জন্য তাদের কী কী চোখজুড়ানো প্রতিদান লুকায়িত আছে।’ (সুরা-৩২ সাজদা, আয়াত: ১৬-১৭)

‘আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, (তখন বলে দিন যে) নিশ্চয় আমি অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দেই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ইমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৬)

দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। আল্লাহ তাআলা বলেন, ‘হে রাসুলগণ! তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকাজ করো; তোমরা যা করো, সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত।’ (সুরা-২৩ মুমিনুন, আয়াত: ৫১)

দোয়া ও আমল কবুল হওয়ার মূল শর্ত হলো ইখলাস। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। অতএব, তাঁকে ডাকো খাঁটি ইবাদতের মাধ্যমে।’ (সুরা-৪০ মুমিন, আয়াত: ৬৬)

দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। আল্লাহ তাআলা বলেন, ‘হে রাসুলগণ! তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো; তোমরা যা করো, সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত।’ (সুরা-২৩ মুমিনুন, আয়াত: ৫১) ‘হে ইমানদারগণ! তোমরা পাক পবিত্র বস্তুসামগ্রী আহার করো, যেগুলো আমি তোমাদের রিজিক হিসেবে দান করেছি।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৭৩)

নবীজি (সা.) বলেন, ‘উষ্কখুষ্ক ধুলায় ধূসরিত অবস্থায় দীর্ঘ সফরকারী একজন যে স্বীয় দুই হাত আকাশের দিকে প্রসারিত করে বলে, “হে প্রভু! হে প্রভু!” অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত, তার দোয়া কীভাবে কবুল হবে?’ (মুসলিম: ১৬৮৬)

নির্জনে নীরবে বিনয়ের সঙ্গে দোয়া করা উত্তম। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সংগোপনে। তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না।’ (সুরা-৭ আরাফ, আয়াত: ৫৫)। পৃথিবীকে কুসংস্কারমুক্ত ও ঠিক করার পর তাতে ফ্যাসাদ সৃষ্টি করো না। তাকে আহ্বান করো ভয় ও আশাসহকারে। নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী।’ (সুরা-৭ আরাফ, আয়াত: ৫৫-৫৬)

দোয়ার আদব হলো দৃঢ়সংকল্প ও আকুতির সঙ্গে দোয়া করা, দোয়া কবুলে প্রবল আশাবাদী হওয়া।

হজরত জাকারিয়া (আ.) তাঁর দোয়ায় বলেন, ‘হে আমার প্রতিপালক! আপনার কাছে দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি।’ (সুরা-১৯ মারিয়াম, আয়াত: ৪) হজরত ইব্রাহিম (আ.) বলেন, ‘আশা করি, আমার প্রতিপালকের নিকট দোয়া করে আমি বিফল হব না।’ (সুরা-১৯ মারিয়াম, আয়াত: ৪৮)

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী

যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম

[email protected]

সম্পর্কিত নিবন্ধ