সফটওয়্যার ও রোবট নিয়ন্ত্রণের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ম্যাগমা নিয়ে কাজ করছে মাইক্রোসফট। মাইক্রোসফট রিসার্চের অধীনে তৈরি এই মডেল ভিজ্যুয়াল এবং ভাষা প্রক্রিয়াকরণের সক্ষমতাকে একত্র করে সফটওয়্যার ও হার্ডওয়্যার উভয় ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে।

মাইক্রোসফট বলছে, বর্তমান মাল্টিমোডাল এআই প্রযুক্তিগুলো সাধারণত তথ্য বিশ্লেষণ ও কার্য সম্পাদনের জন্য আলাদা আলাদা মডেলের ওপর নির্ভরশীল। তবে ম্যাগমা একই সঙ্গে ভাষা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারবে এবং তাৎক্ষণিকভাবে সফটওয়্যার পরিচালনা বা রোবট নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নিতে পারবে। ম্যাগমার উন্নয়নে মাইক্রোসফটের সঙ্গে কাজ করেছে কোরিয়ার কোরিয়ান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসন ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটন। নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া বা একক নির্দেশের বাইরে এই এআই মডেল স্বয়ংক্রিয়ভাবে পরিকল্পনা করতে পারবে এবং জটিল কাজ একাধিক ধাপে সম্পন্ন করতে পারবে।

গবেষকদের মতে, ম্যাগমা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। এটি ভাষাগত ও ভিজ্যুয়াল তথ্য বিশ্লেষণ করে জটিল কাজ সম্পাদন করতে পারে, যা ভার্চ্যুয়াল ও বাস্তব দুই ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে পারে। এর ফলে এটি উৎপাদন, স্বাস্থ্যসেবা, রোবোটিকস এবং ডিজিটাল অটোমেশনসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারবে।

এআই প্রযুক্তির বিকাশে অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে রয়েছে। ওপেনএআই তাদের ‘অপারেটর’ প্রকল্পের মাধ্যমে ওয়েব ব্রাউজারে স্বয়ংক্রিয় কার্য সম্পাদনের জন্য এআই তৈরি করছে। অন্যদিকে গুগল তাদের জেমিনি ২.

০ প্রকল্পের মাধ্যমে উন্নত এজেন্টিক এআই তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। তবে মাইক্রোসফটের দাবি, ম্যাগমার বিশেষত্ব হলো এটি একই সঙ্গে তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তব পরিবেশে কার্যকরভাবে কাজ করতে পারে। ফলে এটি শিল্পকারখানা থেকে শুরু করে বিভিন্ন বাস্তবিক প্রয়োজনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।  

সূত্র: ইন্ডিয়াটুডে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক জ কর ম য গম

এছাড়াও পড়ুন:

আইফোন এয়ারে একটি ক্যামেরা কীভাবে কাজ করবে

অ্যাপল আইফোন ১৭ সিরিজের সঙ্গে নতুন মডেল আইফোন এয়ার উন্মোচন করে এরই মধ্যে বেশ চমক তৈরি করেছে। এই প্রথম অ্যাপল কোনো ফ্ল্যাগশিপ ফোনে একটি মাত্র পেছনের ক্যামেরা ব্যবহার করছে। অবাক করা বিষয় হচ্ছে, এই ক্যামেরা দিয়েই এখন যেকোনো বিষয়ের পোর্ট্রেট মোডে ছবি তোলা সম্ভব। এর আগে অ্যাপল তাদের আইফোন এক্সআর, আইফোন এসই (২০২০/২০২২) এবং আইফোন ১৬ই সিরিজের মতো একক ক্যামেরার মডেল বাজারে এনেছিল। সেগুলোতে ছবি তোলার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা ছিল। পুরোনো যন্ত্রে পোর্ট্রেট মোডে শুধু মানুষ বা পোষা প্রাণীর মুখের ক্ষেত্রে কাজ করত। সেই সব মডেলের পোর্ট্রেট মোড কোনো বস্তু বা খাবারের ছবি তোলার ক্ষেত্রে কাজ করত না।

আইফোন এয়ারের নতুন ক্যামেরা এই সীমাবদ্ধতা দূর করবে বলে জানা গেছে। নতুন মডেলের ক্যামেরা দিয়ে এখন আপনি একটি কফি কাপ বা এক থালা ফলের ছবি পোর্ট্রেট মোডে তুলতে পারবেন। অ্যাপলের নেক্সট-জেনারেশন পোর্ট্রেট সফটওয়্যারের মাধ্যমে এই ফিচার এখন একটি লেন্সযুক্ত ফোনে পাওয়া যাচ্ছে। এর আগে আইফোন ১৫ মডেলে সফটওয়্যারটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছিল।

আইফোন এয়ারের ক্যামেরাটি আইফোন ১৭ প্রো ফোনের প্রধান সেন্সরের মতোই। এতে একটি বড় সেন্সর রয়েছে। উন্নত প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত হয়ে ২ গুণ অপটিক্যাল জুমের মতো ফিচার মিলবে। অ্যাপলের ভাষ্যে, এটি একটি ডুয়াল ফোকাল লেংথ লেন্সের মাধ্যমে সম্ভব হয়েছে। যদিও একাধিক ক্যামেরা না থাকাকে অনেকে সীমাবদ্ধতা মনে করছেন। অ্যাপল জানিয়েছে, এই পোর্ট্রেট ও জুম টুলকে ভালোভাবেই ডিজাইন করা হয়েছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে আইফোন এয়ার ১৯ সেপ্টেম্বর থেকে দোকানে পাওয়া যাবে বলে জানা গেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সম্পর্কিত নিবন্ধ

  • আইফোন এয়ারে একটি ক্যামেরা কীভাবে কাজ করবে