পশ্চিমবঙ্গে ভোট প্রভাবিত করতে বিজেপি-তৃণমূল বিদেশি অনুদান ব্যবহার করেছে: সিপিআইএম নেতার অভিযোগ
Published: 24th, February 2025 GMT
ভারতের মার্ক্সপন্থী কমিউনিস্ট পার্টির (সিপিআইএম) পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ভোট প্রভাবিত করার জন্য বিজেপি ও তৃণমূল—দুই দলই বিদেশি অনুদান ব্যবহার করেছে।
২৭তম রাজ্য সম্মেলনের মধ্যে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ প্রসঙ্গে সেলিম এ কথা বলেন।
সম্প্রতি ট্রাম্প বলেছেন, ভারতের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে যুক্তরাষ্ট্রে থেকে ২ কোটি ১০ লাখ ডলার দেওয়া হয়েছে। তাঁর এ মন্তব্যের পর ভারতের রাজনীতিতে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিজেপি বিষয়টিকে ‘বাইরের দেশের নাক গলানো’ বলে চিহ্নিত করেছে। কংগ্রেস অভিযোগটিকে ভিত্তিহীন বলে জানিয়েছে।
এ অবস্থায় রাজ্য সম্মেলনের মধ্যে সিপিআইএমের পশ্চিমবঙ্গের সম্পাদক বললেন, অর্থ নিয়ে বিজেপি ও তৃণমূল—দুই দলই ভোট প্রভাবিত করার চেষ্টা করছে।
মহম্মদ সেলিম বলেন, ২০১১ সালের পর থেকে দেখা গেছে, নির্বাচনে ভোট লুটের নামে টাকা ব্যবহৃত হয়েছে। প্রথমে তৃণমূল ‘যুবা’র নামে। বিদেশের টাকা চিট ফান্ডের নামে রাজ্যে তৃণমূলের ঘরে ঢুকেছে। সেই টাকা গুন্ডা কিনতে, ভোট লুটের কাজে ব্যবহার করা হয়েছে। মানুষের ভোট প্রভাবিত করার জন্য বিজেপি ও তৃণমূল—উভয়েই বিদেশি টাকা ব্যবহার করেছে। তাই তারা একে অন্যকে দোষারোপ করে না।
শনিবার সিপিআইএমের রাজ্য সম্মেলন শুরু হয়েছে। প্রতি তিন বছর পরপর এ সম্মেলন হয়, যা এখন অন্য রাজ্যেও চলছে। এ সম্মেলনের পর আগামী এপ্রিলে জাতীয় স্তরে দলের পার্টি কংগ্রেস হবে।
দেশের রাজনীতিতে অন্য দেশের অর্থ ব্যবহার করার প্রসঙ্গে সেলিম গতকাল রোববার আরও বলেন, ‘সিপিআইএম বরাবরই এই প্রক্রিয়ার বিরোধিতা করেছে। বিদেশি অর্থ স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) মাধ্যমে কীভাবে ব্যবহৃত হচ্ছে, তা খতিয়ে দেখতে তৎকালীন প্রধানমন্ত্রী আই কে গুজরাল সরকারের সময় একটি কমিটি হয়েছিল। সেই কমিটির প্রধান হিসেবে কাজ করেছিলাম। বিজেপি ক্ষমতায় আসার পর আর কোনো কমিটি করেনি। সেই কমিটি তুলে দিয়েছে। সাহস থাকলে রাজ্য ও কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র প্রকাশ করুক, কীভাবে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করতে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে এই টাকা ব্যবহার করা হচ্ছে।’
সেলিম অভিযোগ করেন, বিজেপি একাই এ কাজ করছে না, তৃণমূলও অনুদান নিচ্ছে। ট্রাম্প বলছে, ২ কোটি ১০ লাখ ডলার মোদিকে দেওয়া হয়েছে ভোটের হার বাড়ানোর জন্য। ২০১১ সালে কালীঘাটের ওপর একটা হোর্ডিং দেখা গিয়েছিল, তারপর তৈরি হলো ‘তৃণমূল যুবা’। তখন বলা হয়েছিল, বামপন্থীদের সময় রাজ্যে গণতন্ত্র কমে গিয়েছিল, তা আবার গড়ে তুলতে হবে। তখন টাকা ঢালা হয়েছিল।
২০১১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে হেরে যায় সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট। এর আগে তারা ৩৪ বছর ক্ষমতায় ছিল। সেলিম অভিযোগ করেন, বিদেশি অর্থ এনে বামফ্রন্টকে হারানোর চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস।
তবে তৃণমূল কংগ্রেস বরাবরই এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনেও এই টাকা রাজ্যে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলে সেলিম বলেন, টাকা ছড়িয়ে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করা হয়েছিল। গণনাকেন্দ্র কেনা হয়েছিল। বেলডাঙ্গায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হয়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর র র জন হয় ছ ল
এছাড়াও পড়ুন:
স্টিভ জবসের পথেই রয়েছেন টিম কুক
অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের পর ২০১১ সাল থেকে অ্যাপলকে বেশ ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। তাঁর নেতৃত্বেই অ্যাপল বর্তমানে প্রায় চার লাখ কোটি মার্কিন ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রযুক্তি দুনিয়ার শীর্ষ তিন প্রতিষ্ঠানের একটি হিসেবে পরিচিত অ্যাপল নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবনেও পিছিয়ে নেই।
টিম কুকের জন্ম ১৯৬০ সালের ১ নভেম্বর যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের মোবাইল শহরে। অবার্ন বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ডিউক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করার পর তিনি প্রযুক্তিশিল্পে কর্মজীবন শুরু করেন। অ্যাপলে যোগদানের আগে তিনি আইবিএমের পার্সোনাল কম্পিউটার ব্যবসায় ১২ বছর কাজ করেন। পরবর্তী সময়ে ইন্টেলিজেন্ট ইলেকট্রনিকস ও কম্প্যাকের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৯৮ সালে স্টিভ জবসের আমন্ত্রণে অ্যাপলে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব ওয়ার্ল্ডওয়াইড অপারেশনস পদে যোগ দেন টিম কুক। দ্রুতই অ্যাপলের সরবরাহ শৃঙ্খল ও উৎপাদনব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি অ্যাপলের কারখানা বন্ধ করে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিপণ্য তৈরি শুরু করেন তিনি। ফলে অ্যাপলের উৎপাদন খরচও কমে আসে। ২০০৫ সালে তিনি অ্যাপলের চিফ অপারেটিং অফিসার পদে পদোন্নতি পান। স্টিভ জবসের অসুস্থতার সময় তিনি একাধিকবার অ্যাপলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন টিম কুক।
জবসের মৃত্যুর কয়েক মাস আগে ২০১১ সালের আগস্ট মাসে টিম কুক আনুষ্ঠানিকভাবে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন। এর পর থেকেই স্টিভ জবসের উদ্ভাবনী জাদুকরের ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে টিম কুক অ্যাপলকে দক্ষভাবে পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বেই অ্যাপল বিশ্বের প্রথম ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়।
অ্যাপল ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্যও আলোচিত টিম কুক। তাঁর নেতৃত্বেই অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের মতো সফল পণ্য বাজারে আসে এবং ইন্টেলের পরিবর্তে নিজস্ব চিপ এম১ প্রসেসর ব্যবহার শুরু করে অ্যাপল, যা অ্যাপলের অন্যতম সাহসী ও সফল কৌশলগত পদক্ষেপ হিসেবে ধরা হয়। বর্তমানে প্রযুক্তিশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিতি পেলেও স্টিভ জবসের গড়ে তোলা আইফোন আর ম্যাকের মতো প্রযুক্তিপণ্যের উদ্ভাবনের ধারাকে অব্যাহত রেখেছেন টিম কুক।
সূত্র: অ্যাপল