সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহকে ফেলে সামনে তাকানোর পরামর্শ
Published: 25th, February 2025 GMT
সাকিব আল হাসান দলের সঙ্গে নেই। ফেরার সম্ভাবনাও নেই। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম দিব্যি খেলে যাচ্ছেন। কিন্তু অভিজ্ঞতা বোঝা বইছে বাংলাদেশ। তাদের থেকে যে পারফরম্যান্স পাওয়ার কথা ছিল তা পাচ্ছে কই। বরং জায়গা ধরে রাখায় তরুণদের সুযোগ নষ্ট হচ্ছে। আরেকটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স।
মুশফিক ও মাহমুদউল্লাহ অংশগ্রহণের পরও মেলেনি প্রত্যাশিত সাফল্য। তাদের কি এখানেই থেমে যাওয়া উচিত কিনা সেই প্রশ্নও উঠল নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের পর।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এর শো’তে হাজির হয়েছিলেন ভারতের দুই সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক ও পার্থিব পাটেল। এক মেরুতে দুজনের অবস্থান, সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে যেতে হবে। তাদের পেছনে ফেলে তরুণদের যথেষ্ট সময় দিয়ে নতুন করে দল সাজানোর পরামর্শ দিয়েছেন।
আরো পড়ুন:
স্বপ্ন আকাশছোঁয়া অথচ পারফরম্যান্স গড়পড়তা
অস্ট্রেলিয়া-দ.
কার্তিক বলেছেন, ‘‘আমার মনে হয়, তাদের সামনে তাকানো উচিত, তরুণদের সুযোগ দেওয়া উচিত এবং আমার ভালো লাগবে, ক্রিকেটার হিসেবে তরুণদের বেড়ে উঠতে দেখলে। বারবার অদলবদল যেন না করা হয়। খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সময় দিতে হবে তাদেরকে।”
“বেশ কিছু ভালো প্রতিভা তাদের আছে। তানজিদকে মাঠে আরও জ্বলে ওঠার পথ বের করে দিতে হবে তাদের। তাওহিদকে (হৃদয়) মনে হচ্ছে ভালো ক্রিকেটার, জাকের আলি ভালো প্রতিভা। এই দলে প্রতিভা কিছু আছে। এখন ব্যাপারটি হলো, তাদেরকে নিরাপদ অনুভব করানো, আন্তর্জাতিক ক্রিকেটের যোগ্য মনে করানো এবং বোর্ড যেন তাদের পাশে থাকে, যেটি খুবই গুরুত্বপূর্ণ।” –যোগ করেন তিনি।
পার্থিব পাটেলও বললেন একই কথা, ‘‘তাওহীদ হৃদয় অবশ্যই সবাইকে মুগ্ধ করেছে এখানে। নাজমুল হোসেন শান্ত আছে, তাদের অধিনায়ক। জাকের আলী আছে, তানজিদ হাসানে প্রতিভা আছে দারুণ, তার বড় ইনিংস খেলা প্রয়োজন। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তাদের স্কোয়াডে থাকা উচিত।”
“ওই ক্রিকেটারদের আর ফিরিয়ে আনবেন না। সামনে তাকাতে হবে। সমস্যা এখানেই। বলা হচ্ছে, কেউ বাদ পড়লে সৌম্য সরকার দলে আসছে। আলোচনা হচ্ছে কাউকে বাদ দেওয়ার, লিটন দাস তখন চলে আসছে। এভাবে স্কোয়াড গড়ে তোলার যাবে না।” – যোগ করেন তিনি।
২০২৩ বিশ্বকাপের পর বাংলাদেশের নতুন করে ভাবনার প্রয়োজন ছিল বলে মনে করছেন দুজনই। চলতি চ্যাম্পিয়নস ট্রফির পর বৈশ্বিক ওয়ানডে আসর ২০২৭ সালে। আইসিসি ইভেন্টে ভালো করতে হলে রি-স্টার্ট দেওয়ার সুযোগ এখনই।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত