নিরাপত্তা নিয়ে প্রশ্ন, পিসিবির বিবৃতি
Published: 25th, February 2025 GMT
পাকিস্তান ২৯ বছর পর ঘরের মাঠে আইসিসির টুর্নামেন্ট আয়োজন করছে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাই বাড়তি সতর্ক দেশটি। যদিও নিরাপত্তা ঝুঁকির অজুহাতে পাকিস্তান সফরে যায়নি ভারত। নিরাপত্তা চাদরের মধ্যেই বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচে হাতে প্লাকার্ড দিয়ে এক দর্শক মাঠে ঢুকে পড়ে।
তার হাতে ছিল পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক-এর প্রধান হাফিজ সাদ হুসেইন রিজভির ছবি সম্বলিত প্লাকার্ড। তিনি নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরার চেষ্টা করেন।
এই ঘটনায় নতুন করে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে এক বিবৃতি দিয়ে পিসিবি জানিয়েছে, এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে আরও সতর্ক অবস্থানে থাকবে।
বিবৃতি’তে পিসিবি জানিয়েছে, মাঠে দর্শক ঢুকে পড়ার বিষয়টি পিসিবি গুরুত্বের সঙ্গে নিয়েছে। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা পিসিবির প্রধান দায়িত্ব। যে কারণে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
পিসিবি জানিয়েছে, মাঠে ঢুকে পড়া দর্শককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে। আর যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতি ম্যাচে মাঠে দর্শক আসার খবর স্বস্তি বলে জানিয়েছে পিসিবি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আজ বৃহস্পতিবার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’
‘শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে’ স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচ শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।