পালিয়ে থাকার ৩২ বছর পর বাড়ি ফিরতেই পুলিশের হাতে ধরা
Published: 26th, February 2025 GMT
দিনাজপুরের বিরামপুরে মাদক মামলায় ৩২ বছর পালিয়ে থাকার পর বাড়ি ফিরতেই গ্রেপ্তার হয়েছেন ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আসামির নাম শামসুল আলম ওরফে আলম (৫৫)। তিনি উপজেলার হরিকৃষ্ণপুর বাধনসখা গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে। পেশায় একজন মাদক ব্যবসায়ী। দিনাজপুর আদালতের বিশেষ ট্রাইব্যুনালে মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, শামসুল আলমের বিরুদ্ধে বিরামপুর থানায় ১৯৯৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। ১৯৯৬ সালে দিনাজপুর আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ওই মামলায় তাঁর ১৪ বছরের কারাদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিভিন্ন সময় তাঁর অবস্থান জানার চেষ্টা করে বিরামপুর থানা–পুলিশ। কিন্তু এলাকায় না থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, শামসুল আলম তাঁর বাড়িতে অবস্থান করছেন। পরে রাত একটার দিকে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক প্রথম আলোকে বলেন, আদালতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি শামসুল আলমকে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে মাদক মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আজ দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ১৪ বছর র
এছাড়াও পড়ুন:
এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। বুধবার ভারত সরকার এ ঘোষণা দিয়েছে একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর রয়টার্সের
ভারতশাসিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান।
পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর দেশটির উড়োজাহাজের জন্যও একই নিষেধাজ্ঞা দিল ভারত।