বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া বলেছেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কুচক্রী মহল। সংস্কারের নামে নির্বাচন নিয়ে এই তালবাহানা বিএনপি মেনে নেবে না।”

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের হাইমচরে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা মিয়া বলেন, “সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা বিএনপি মেনে নেবে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কুচক্রী মহল। আমরা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। তবু আমরা সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ চাই। যৌক্তিক সময় বলে দীর্ঘ সময় নেওয়া ঠিক হবে না। সরকার কী করতে চায়, কতদিন সময় নেবে, কী কী সংস্কার হবে এগুলো আমরা জানতে চেয়েছি।” 

তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রতিটি প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি দূরদর্শী। ভবিষ্যতে নতুন নতুন সংস্কারের প্রয়োজন হবে। বেশি সংস্কার করে লাভ হবে না। জনগণের নির্বাচিত সরকার দ্বারা পাস করা না হলে সে সংস্কার টেকসই হবে না। তাই কেবল অতীব জরুরি সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক।”

তিনি বলেন, “বিগত ১৭ বছর ধরে একটি সুষ্ঠু ভোটের জন্য লড়াই করে হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে। স্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রত্যাশায় সাধারণ মানুষ যেন নিজের মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারে। তার জন্য এতো লড়াই সংগ্রাম করেও আমরা দেশে নির্বাচনের অপেক্ষায় রয়েছি। কিন্তু আজকে ষড়যন্ত্র চলছে একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আমাদের স্পষ্ট বক্তব্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন চাই।”

দ্বিবার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, সাধারণ সম্পাদক, সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলার নবাগত কমিটির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক প্রমুখ।

ঢাকা/অমরেশ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র ব এনপ

এছাড়াও পড়ুন:

হাইমচরের মেঘনায় ১২ লাখ চিংড়ি রেনু জব্দ, পরে ডাকাতিয়ায় অবমুক্ত

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে ধরা ১২ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। তবে অবৈধ এই কাণ্ডে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড টিম।

সোমবার (২৮ এপ্রিল) রাতে মেঘনার চরভৈরবী গরম বাজার এলাকা থেকে এক অভিযানে এসব রেনু পোনা জব্দ করা হয়। জব্দকৃত রেনু পোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে জানায় কোস্টগার্ড।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খুলনা ও সাতক্ষীরায় পাচারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব রেনু পোনা ধরেছিলেন।

মৎস্য বিভাগ জানায়, এক শ্রেণির অসাধু জেলে বছরের এই সময়ে মেঘনা নদীতে ছোট জাল ব্যবহার করে অবৈধভাবে বাগদা চিংড়ির রেনু পোনা ধরে মজুদ করে। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে পোনা জমা হলে তারা ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে রেনুগুলো চালান করে। যাদেরকে আইনের আওতায় আনতে তথ্য সংগ্রহ চলছে।

অভিযানে কোস্টগার্ডের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “আমি নিজে উপস্থিত থেকে রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় ড্রাম ভর্তি এসব চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করি।”

ঢাকা/জয়/টিপু

সম্পর্কিত নিবন্ধ

  • হাইমচরের মেঘনায় ১২ লাখ চিংড়ি রেনু জব্দ, পরে ডাকাতিয়ায় অবমুক্ত