আনুষ্ঠানিকতার ম্যাচে সান্ত্বনার জয়ের খোঁজ
Published: 27th, February 2025 GMT
বিদায় রাগিণী আগেই বেজেছে। প্রাপ্তির খাতাও শূন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে এমন দুটি দলের ম্যাচ আজ রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উভয় দেশের সমর্থকদের মাঝে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দানা বেঁধেছিল টুর্নামেন্ট শুরুর আগে।
নাজমুল হোসেন শান্ত ঢাকার সংবাদ সম্মেলনে বলেছিলেন শিরোপা জয়ের লক্ষ্যের কথা। তারাই কিনা খেলছেন সাদামাটা ক্রিকেট! ব্যর্থতার চোরাবালিতে আটকে পড়া একটি দল তারা। এই চিত্র পাকিস্তানের ক্রিকেটেও। বাংলাদেশিদের চেয়ে পাকিস্তানিদের দুঃখ আরও বেশি।
স্বাগতিক দলের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া কতটা হতাশার, তা কেবল ভুক্তভোগীরাই জানে। ২৯ বছর পর একটি আইসিসি টুর্নামেন্ট হচ্ছে দেশটিতে। অথচ সেমিফাইনাল, ফাইনালে তারাই দর্শক। এই হতাশা থেকেই কিনা পাকিস্তানি মিডিয়ায় ‘ফান’ শো হচ্ছে নিজেদের দলের পারফরম্যান্স নিয়ে। মজা করে তারা বলাবলি করছে, হাত ধরাধরি করে টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে ‘দুই ভাই’। তবে এই দুঃখকে ভাগাভাগি করে দিতে পারে বৃষ্টি। পাকিস্তানের আবহাওয়া বিভাগের বার্তা– বৃষ্টিতে ভেসে যেতে পারে খেলা।
বাংলাদেশ-পাকিস্তানের বিদায় আগেই নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচটি আনুষ্ঠানিকতা মাত্র। এই আনুষ্ঠানিকতার মাঝেও লুকিয়ে আছে মর্যাদা। উভয় দলই চাইবে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে। ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুই ‘মিনোসের’ ম্যাচের ফল টুর্নামেন্টে কোনো প্রভাব না রাখলেও সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ। এই রাওয়ালপিন্ডিতেই গত বছর বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান; যে ফল কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না দেশটির সাবেক ক্রিকেটাররা।
বাংলাদেশের কাছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে হেরে গেলে একেবারে তুলাধোনা হবেন মোহাম্মদ রিজওয়ানরা। স্বাগতিক ক্রিকেটাররাও বিষয়টি জানেন। তাই যে কোনো মূল্যে সান্ত্বনার জয় পেতে চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা। লড়াই যখন মর্যাদার, তখন নাজমুল হোসেন শান্তরাও ছেড়ে কথা বলবেন না। কারণ, তুলাধোনা হওয়ার ভয় তো তাদের মনের জানালায়ও উঁকি দিচ্ছে।
আনুষ্ঠানিকতার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। কূটনৈতিক উত্তর দিয়েছেন তিনি, ‘পাকিস্তান তাদের মতো করে পারফর্ম করতে পারেনি। আমরাও পারিনি। দুটি দলই সেরাটা দিয়ে খেলতে চেষ্টা করবে। আমার মনে হয়, ভালো ক্রিকেট খেলা হবে।’ এই টুর্নামেন্টে গত দুই ম্যাচের একটিতেও আড়াইশ রান করতে পারেনি বাংলাদেশ।
দুবাইয়ের ট্রিকি কন্ডিশনে ২২৮ আর রাওয়ালপিন্ডির ফ্ল্যাট ট্র্যাকে ২৩৬ রান করেছে টেনেটুনে। মূলত ব্যাটিং ধসের কারণে ছোট স্কোর করা টাইগারদের। ভারতের বিপক্ষে শুরুতে আর নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের মাঝের ওভারগুলোতে উইকেট হারালে বড় সংগ্রহে যেতে পারেননি শান্তরা। অথচ পিন্ডিতে জিততে হলে অন্তত পৌনে তিনশ থেকে তিনশ রান করতে হতো। ভালো পুঁজি না থাকায় বোলাররাও লড়াই করতে পারেননি। শেষ ম্যাচ নিয়েও তাই খুব একটা আশার বাণী শোনা যায়নি সালাউদ্দিনের মুখে। বরং ভবিষ্যদ্বাণী নিয়ে কথার খেলায় মেতেছিলেন তিনি।
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার লড়াই সব সংস্করণে এখন ভালো জমে। টেস্টে টাটকা স্মৃতি আছে। ওয়ানডে ক্রিকেটেও শেষ সাত ম্যাচের চারটিতে জিতেছে টাইগার বাহিনী। তবে শেষ তিন ম্যাচের জয়ী পাকিস্তান। যদিও ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম দেখায় বাংলাদেশ বাজিমাত করেছিল ১৯৯৯ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথম মুখোমুখি হবে তারা। আইসিসির এই টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বাজিমাত করলে মন্দ হয় না।
পাকিস্তানের মাটিতে টেস্ট জিতলেও সাদা বলের ক্রিকেটে জেতা হয়নি। ১২ ওয়ানডের সবই জিতেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ২০০৩ সালে এ দুই দলের খেলা একমাত্র ম্যাচটি স্বাগতিকরা জিতেছে। পরিসংখ্যান এবং হোমে খেলার সুবিধা বিবেচনা করা হলে আজ পাকিস্তান ফেভারিট।
তবে আবহাওয়ার পূর্বাভাস ঠিক হলে জয়-পরাজয় নিয়ে কোনো দলকেই ভাবতে হবে না। সান্ত্বনা পুরস্কার হিসেবে এক-এক পয়েন্ট করে নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারবে। ম্যাচ পণ্ড হবে কিনা বলা না গেলেও বৃষ্টি যে ভোগাবে, তা বোঝা গেছে গতকাল বাংলাদেশের অনুশীলন বাতিল করায়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাণিজ্যবিরোধ: ভারত কেন ট্রাম্পের নিশানায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ভারতের বাণিজ্যনীতির তীব্র সমালোচনা করেছেন। ভারতীয় পণ্যের ওপর হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির প্রস্তুতি নেওয়ার পর থেকেই এ আক্রমণের মাত্রা বেড়েছে।
ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসন আজ শুক্রবার (১ আগস্ট) থেকে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করছে এবং এর পাশাপাশি অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প যখন বিশ্বের বহু দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছিলেন, তখনই ভারতকে উদ্দেশ করে তাঁর এমন কঠোর অবস্থান সামনে উঠে আসে।
হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
‘ভারতের শুল্ক বিশ্বে অন্যতম সর্বোচ্চ’, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেন ট্রাম্প। জবাবে ভারত সরকার জানিয়েছে, তারা ট্রাম্পের বক্তব্য ‘লক্ষ্য করেছে’ এবং এর ‘প্রভাব মূল্যায়ন’ করবে।
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যবিরোধ: পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে
আজ থেকে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের ধার্য করা ২৫ শতাংশ পাল্টা শুল্ক গত ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঘোষিত সম্ভাব্য শুল্ক থেকে মাত্র ১ শতাংশ কম।
এ হার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশ শুল্কের চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত ৩০ শতাংশ শুল্কের চেয়ে কিছুটা কম।
হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।এ শুল্ক ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা আরও জটিল করে তুলতে পারে। একাধিক দফা আলোচনার মধ্য দিয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের ১২তম বৃহৎ বাণিজ্য অংশীদার ভারত। সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে উৎপাদন সরিয়ে নেওয়া অনেক কোম্পানির নতুন গন্তব্য হয়েছে দেশটি। মে মাসে অ্যাপলের সিইও টিম কুক জানান, যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোন এখন ভারতে উৎপাদিত হচ্ছে; যাতে উচ্চ শুল্ক এড়ানো যায়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ওটিআর) তথ্যমতে, গত বছর ভারত-যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যের মোট পরিমাণ ছিল প্রায় ১২৯ বিলিয়ন (১২ হাজার ৯০০ কোটি) ডলার। ভারতের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পোশাক, রাসায়নিক, যন্ত্রপাতি ও কৃষিপণ্য।
ট্রাম্প কেন ভারতকে নিশানা করছেন
সম্প্রতি ট্রাম্প একাধিকবার বিভিন্ন পণ্যের ওপর ভারতের ‘অতি উচ্চ’ শুল্ক আরোপের সমালোচনা করেছেন। এর মধ্যে কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যও রয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘বছরের পর বছর আমরা ভারতের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ, তাদের শুল্ক অত্যন্ত বেশি।’
এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টদেশীয় শিল্পকে রক্ষা করতে ভারত কিছু পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করেছে।
ওটিআরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে পণ্যবাণিজ্যে প্রায় ৪৫ বিলিয়ন (৪ হাজার ৫০০ কোটি) ডলারের ঘাটতি দেখেছে। এটি আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বেশি। তুলনামূলকভাবে গত বছর যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে প্রায় ২৯৫ বিলিয়ন (২৯ হাজার ৫০০ কোটি) ডলারের বাণিজ্যঘাটতিতে ছিল।
আরও পড়ুনভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা, ইরানের পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ৩১ জুলাই ২০২৫ট্রাম্প আরও ক্ষুব্ধ যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ তেল কেনা অব্যাহত রেখেছে।
‘এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা’, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ট্রাম্প।
ভারতের প্রতিক্রিয়া
এ সপ্তাহে প্রকাশিত এক বিবৃতিতে ভারত সরকার ট্রাম্পের ওই বক্তব্যে তুলনামূলকভাবে মৃদু, তবে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে।
ভারতের ওপর ধার্য করা শুল্কহার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশের চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত ৩০ শতাংশের চেয়ে কিছুটা কম।বুধবার দেওয়া এ বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’
আগস্টের শেষ দিকে দুই দেশের মধ্যে আরেক দফা বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুনভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য আলাদা ‘দণ্ড’৩০ জুলাই ২০২৫আরও পড়ুনট্রাম্পের ২৫ শতাংশ শুল্কে ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কী বলছেন অর্থনীতিবিদেরা১৪ ঘণ্টা আগে