‘রাজনৈতিক দল হিসেবে আমাদের একটাই পুঁজি, তা হলো জনগণের আস্থা। জনগণের আস্থা নষ্ট হয়ে গেলে কী হয়, তা আমরা দেখেছি ৫ আগস্ট, দেখেননি স্বৈরাচারের কী অবস্থা হয়েছে,’ বিএনপির নেতাদের সতর্ক করে কথাগুলো বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পরিণতির মুখে যেন কখনো পড়তে না হয়, সে জন্য খারাপ কাজগুলোকে যতটুকু সম্ভব দূরে সরিয়ে রেখে মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য নেতাদের নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ঢাকায় দলের বর্ধিত সভায় সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয় বিএনপির বর্ধিত সভা। সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর রেকর্ড করা বক্তব্য সভায় প্রচার করা হয়।

বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন জেলা ও মহানগরের ১০৫ জন নেতা বক্তব্য দেন। এ সময় বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজির বিষয়টি কয়েকজন নেতার বক্তব্যে উঠে আসে। এসব কাজে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা। এ ছাড়া দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন তৃণমূলের এই নেতারা। পাশাপাশি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন বেশির ভাগ নেতা।

তৃণমূল পর্যায়ের নেতাদের বক্তব্যের পর সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আপনাদের নেতা হিসেবে আমার নির্দেশনা, আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এবং নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার পরে আপনারা উদ্যোগ গ্রহণ করুন, যে উদ্যোগের মাধ্যমে আপনি দলকে ঐক্যবদ্ধ করতে পারবেন, খারাপকে যতটুকু সম্ভব দূরে সরিয়ে দিতে পারবেন, আপনি আপনার এলাকার মানুষের আস্থা অর্জন করতে পারবেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আপনারাই আমার শক্তি, আপনারাই আমার আস্থা, আপনারাই ভরসা। আমার চোখ ও কান তৃণমূল। আমি তখনই সঠিক সিদ্ধান্ত নিতে পারব, যখন আপনারা সঠিক দেখবেন।’

একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক করে নেতাদের ঐক্যবদ্ধ থাকতে বলেন তারেক রহমান। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ যদি না থাকি, আপনারা তিস্তা বাঁধ নিয়ে কথা বলেছেন, ফারাক্কা নিয়ে কথা বলেছেন, ফেলানী হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন, বিডিআর ও পিলখানা নিয়ে কথা বলেছেন। আপনারা কি মনে করেন, ওপাশ থেকে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যাবে? দেশের সীমানার ভেতরেও তাদের সহযোগীরা আছে। বিভিন্ন বিষয়ে যখন জনগণের সামনে বক্তব্য তুলে ধরেছেন, এরপরও কি তারা বসে থাকবে? ষড়যন্ত্র বন্ধ করে বসে থাকবে না। কিন্তু এই ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করতে পারব শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। সে জন্য ঐক্যের বাইরে আর কোনো বিকল্প নেই। ঐক্য না হলে ষড়যন্ত্র চলবে।’

আরও পড়ুনঅন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে: তারেক রহমান১১ ঘণ্টা আগে

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম এক ছাতার নিচে সব নেতাকে নিয়ে বর্ধিত সভা করল বিএনপি। সভাটি বিএনপি নেতাদের মিলনমেলায় পরিণত হয়।

বর্ধিত সভার মূল মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.

) হাফিজ উদ্দিন আহমদ ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত র ক রহম ন ষড়যন ত র ব এনপ র জনগণ র বল ছ ন আপন র

এছাড়াও পড়ুন:

জাতিসংঘে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, ফিলিস্তিন ইস্যুতে উদ্বেগ

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও দিন দিন বেড়ে চলা মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

একই সঙ্গে, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি জোরালো সমর্থন ও সংহতি আবারো তুলে ধরেছে এই দুই দেশ।

জাতিসংঘে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে এক বৈঠকে এ উদ্বেগ ও সংহতির বিষয়টি উঠে এসেছে।

বৈঠকে দুই নেতা সম্মেলন থেকে কার্যকর ও ইতিবাচক ফল আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

তারা নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে, পারস্পরিক যোগাযোগ ও জনগণের মধ্যে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এ প্রসঙ্গে এক বার্তায় জানিয়েছে, অদূর ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়াবেন না: টুকু
  • সবাই অপেক্ষা করছে একটা নির্বাচনের জন্য
  • হাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
  • সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান
  • সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান
  • ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের সমর্থন ৪০ শতাংশে ঠেকেছে
  • জাতিসংঘে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, ফিলিস্তিন ইস্যুতে উদ্বেগ
  • ভেনেজুয়েলায় নির্বাচনের বর্ষপূর্তিতে বিরোধীদের প্রতিরোধের ডাক
  • মুরাদনগরে দুই সন্তানসহ নারীকে হত্যায় বিএনপি নেতা গ্রেপ্তার, পরিবার বলছে ষড়যন্ত্র
  • তদবিরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, ষড়যন্ত্রকারীরা আমার পেছনে লেগেছে: তথ্য উপদেষ্টা