রৌদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তান। লেখাপড়া শেষে কয়েকটি চাকরি পাওয়ার পরও যোগদান করেনি, কারণ সে মনে করে তার চেয়ে অন্য প্রার্থীদের চাকরির বেশি প্রয়োজন। অন্যদিকে ভাবনা শিল্পপতি বাবার সন্তান। তারমধ্যে বড়লোকসুলভ কোনো আচরণ নেই। লেখাপড়া শেষ করে সে তার বাবার কোম্পানি দেখাশোনা করছে। একদিন রৌদ্র এই অফিসে চাকরির ইন্টারভিউ দিতে আসে। তার চাকরি হয়েও যায় কিন্তু চাকরিতে যোগদান করার আগে কোম্পানিকে কিছু শর্ত দেয়।
রৌদ্রের কথায় মুগ্ধ হয়ে ভাবনা সব শর্ত মেনে নেয় এবং তাকে নিয়োগ দেয়। একসঙ্গে কাজ করতে গিয়ে দু’জন দু’জনকে ভালোবেসে ফেলে। ভাবনা রৌদ্রকে বিয়ের প্রস্তাব দিলে রৌদ্র আবারও কিছু শর্ত দেয়। শর্ত মেনেই দু’জনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরও নিজেকে বদলাতে পারে না রৌদ্র। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ফলে ভাবনা দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রৌদ্রও ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে ভাবে ভাবনাকে নিয়ে যে শহরে শত শত ফুল ফোটাতে চেয়েছিল সেই শহর ঘুমিয়ে গেছে। রৌদ্র নিজেও শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়। তার মনে হতে থাকে, আদৌ কি শহরের ঘুম ভাঙবে? এমন গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের [বিটিভি] নাটক ‘ঘুম ভাঙা শহরে’।
রেজাউর রহমান ইজাজের রচনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। অভিনয় করেছেন তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, মিলি বাশার, বিমল ব্যানার্জি, দিলু মজুমদার, বিন্দু রোজারিও, শামস আরেফিন ও আরাফাত। নাটকটি প্রচার হবে আগামীকাল ১ মার্চ, শনিবার রাত ৯টায়।  
  
  
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।