Samakal:
2025-07-31@06:37:13 GMT

সুমাইয়ার আর কেউ রইল না

Published: 1st, March 2025 GMT

সুমাইয়ার আর কেউ রইল না

সাভারের আশুলিয়ায় গোমাইল এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা, বাবা ও ফুফুর পর এবার চার বছর বয়সী ভাই শোয়াইদ ইবনে তাহমিদও মৃত্যুর কোলে ঢলে পড়ল। তিন মাস বয়সী সুমাইয়ার কেউ আর রইল না। গতকাল শনিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শোয়াইদের মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.

শাওন বিন রহমান শিশু শোয়াইদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ২৭ শতাংশ দগ্ধ ছিল। ওই ঘটনায় এখনও তিনজন চিকিৎসাধীন। তাদের মধ্যে মনির হোসেনের শরীরের ২০ শতাংশ, সূর্য বানুর ৭ শতাংশ ও জহুরা বেগমের ৫ শতাংশ দগ্ধ। এ ছাড়া দগ্ধ চারজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
আগুনের ঘটনায় সুমাইয়াও ওই দিন দগ্ধ হয়েছিল। তার শরীরের ৯ শতাংশ পুড়েছে। মা-বাবা ও ভাই চলে যাওয়ায় ওই পরিবারের শিশু সুমাইয়াই কেবল এখন বেঁচে রয়েছে। আগুনে শোয়াইদের শরীরের ২৭ শতাংশ, বাবা সুমনের শরীরের ৯৯ শতাংশ এবং মা শারমিনের শরীরের ৪২ শতাংশ পুড়ে যায়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ ফেব্রুয়ারি ভোরে মারা যান সুমাইয়ার বাবা সুমন, তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি মা শারমিনের মৃত্যু হয়। এর আগে শোয়াইদের ফুফু শিউলি মারা গেছেন ১৬ ফেব্রুয়ারি ভোরে।

নিহত শোয়াইদের বড় চাচা সোহেল বলেন, আগুনের ঘটনায় আমার ভাই, ভাইয়ের স্ত্রীর ও তাদের ছেলেটাও চলে গেল। শুধু তাদের শিশু সন্তান সুমাইয়াকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। সে এখন সুস্থ আছে। ওই আগুনে আমার বোন শিউলিও মারা গেছে।

সোহেল জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। তিনি ও সুমন আশুলিয়া এলাকায় চাকরি করেন। ছোট বোন শিউলি শবেবরাতের রাতে ভাই সুমনের বাসায় বেড়াতে গিয়েছিল। সে জন্য তিনিও ওই বাসায় গিয়েছিলেন। ওই দিনের আগুন তাদের পরিবারের চারজনকে কেড়ে নিল।
গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর ভাড়া বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ঘটন য়

এছাড়াও পড়ুন:

সেই আছিয়ার পরিবারকে গরু ও ঘর দিল জামায়াত

মাগুরায় যৌন নিপীড়নের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দুটি গরু ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে এ উপহার দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

এ সময় জেলা জামায়াতের আমির এম বি বাকের, সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় এবং জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা 

অপারেশনের পর শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা

গত ১৫ মার্চ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আছিয়ার বাড়িতে যান। তিনি শিশুটির মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার চান। সে সময় আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতের আমির। 

আট বয়সী আছিয়া মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। গত ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে থেকে সেদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আছিয়ার।

ঢাকা/শাহীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ