মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামে সড়কের কাজে ব্যবহৃত নিম্নমানের ইট ও খোয়া অপসারণ করা হয়েছে। গত শুক্রবার ইউএনও আবদুর রহমান ও উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে এ পদক্ষেপ নিয়েছেন।
সংশ্লিষ্ট ঠিকাদার অনুপযোগী ইটের খোয়া সরিয়ে শনিবার সকাল থেকে গুণগত মানের ইট দিয়ে ওই সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু করেন। মুরাদনগর উপজেলা প্রকৌশলী অফিসের অধীনে ৯০ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার সড়কের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী ওই সড়ক পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। পরে ঠিকাদারকে সড়ক নির্মাণকাজে ব্যবহৃত নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক ঠিকাদার শুক্রবার নিম্নমানের ইট ও খোয়া সরিয়ে শনিবার থেকে ভালো মানের ইট ও খোয়া দিয়ে পুনরায় সড়কের কাজ শুরু করেন।
উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ জানান, সড়ক নির্মাণকাজের দায়িত্বে থাকা কর্মকর্তার অনুপস্থিতিতে ঠিকাদার কাজে অনিয়ম করেছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুরাদনগর ইউএনও আবদুর রহমান বলেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এলাকার উন্নয়ন কাজে এভাবে নিজেদেরই এগিয়ে আসতে হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইট ম ন র ইট ব যবহ উপজ ল সড়ক র
এছাড়াও পড়ুন:
দমদমিয়া আলোর পাঠশালায় গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন ইউএনও
দুপুরবেলা বিদ্যালয়ে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এরপর শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপে মেতে ওঠেন তিনি। শিক্ষার্থীদের শিক্ষামূলক নানা প্রশ্নোত্তরে জমে ওঠে সেই আলাপ। গতকাল রোববার কক্সবাজারের টেকনাফের হ্নীলার দমদমিয়া আলোর পাঠশালায় দেখা যায় এমন চিত্র।
গতকাল দুপুরে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টি পরিদর্শনে যান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তাঁর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবীবুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় তাঁদের অভ্যর্থনা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ কান্তি কানু, সহকারী শিক্ষক মোহাম্মদ জুনায়েদ, সৈয়দ নুর, আমানুল্লাহ, রবিউল আলম প্রমুখ।
পরিদর্শনকালে বিদ্যালয়ের মাঠ, বিদ্যমান ভবন, নির্মাণাধীন একটি ভবন ঘুরে দেখেন শেখ এহসান উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের জন্য খেলার সরঞ্জাম এবং বিদ্যালয়ের জন্য অনুদানের আশ্বাস দেন তিনি।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নাফ নদীর তীর–সংলগ্ন দমদমিয়ার গরিব শিক্ষার্থীদের জন্য ২০২০ সাল থেকে আলোর পাঠশালাটি পরিচালনা করে আসছে প্রথম আলো ট্রাস্ট। বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৫০ জনের মতো।
বিদ্যালয়টি পরিদর্শনের সময় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দমদমিয়া আলোর পাঠশালা। প্রথম আলো ট্রাস্টের এমন উদ্যোগ প্রশংসনীয়।