বিদেশি ছাড়াই প্রিমিয়ার লিগের প্রথম পর্বে খেলেছিল আবাহনী লিমিটেড। দেশিদের নিয়ে ভালো করা দলটির শিরোপা জয়ের সম্ভাবনাও আছে। শক্তি বাড়াতে মধ্যবর্তী দলবদলে দুই বিদেশিকে নিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। বাজেট কম হওয়ায় পুরোনোদের নিজেদের ডেরায় এনেছে লিগের সাবেক চ্যাম্পিয়নরা। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত আবাহনীতে খেলে যাওয়া ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো সান্তোস দি সিলভাকে ফিরিয়ে এনেছে তারা। এই মিডফিল্ডারের সঙ্গে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহরকেও নিবন্ধন করেছে তারা। এমেকাও অতীতে আবাহনীর হয়ে খেলে গিয়েছিলেন। 

এই মৌসুমে লিগে বাজে সময় পার করা বসুন্ধরা কিংস দ্বিতীয় পর্বে শক্তি বাড়াতে নিয়েছে চার বিদেশিকে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবও নতুন করে নিবন্ধন করেছে এক বিদেশি। এক বিদেশিকে বিদায় করা ফর্টিস ফুটবল ক্লাব নিবন্ধন করেছে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওজুকো ডেভিড ইফেগুকে।

আগের পাঁচ আসরে লিগে কিংসের দাপটের সঙ্গে পেরে ওঠেনি আবাহনী। এবার বসুন্ধরাকে টপকে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে তারা। যে কারণে রাফায়েল ও এমেকাকে নিয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। ক্লাব সূত্রে জানা গেছে, আবাহনীর সঙ্গে এ দুই ফুটবলারের আত্মার সম্পর্ক। তাই অর্থ নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। আগের মৌসুমগুলোতে আবাহনী ও মোহামেডানকে পেছনে ফেলা বসুন্ধরা এবার ভালো অবস্থায় নেই। ২০ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। তারা দলে ভিড়িয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান এদুয়ার্দো লেসকানো, ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক দাসিয়েল এলিস দস সান্তোস ও ঘানার ফরোয়ার্ড ইভান্স এট্টি। এই তিনজনের মধ্যে লেসকানো রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মতো বিখ্যাত ক্লাবের যুব দলে খেলেছেন। একই সঙ্গে ফিরিয়ে এনেছে অতীতে ক্লাবটিতে খেলা উজবেকিস্তানের আশরোর গফুরভকে। বসুন্ধরার সঙ্গে সাইফ স্পোর্টিং ক্লাবেও খেলার অভিজ্ঞতা আছে গফুরভের।

১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহামেডান প্রথম লেগে ধাক্কা খেয়েছিল ফকিরাপুল স্পোর্টিং ক্লাবের কাছে হেরে। টেবিলের এক নম্বরে থাকলেও আক্রমণভাগে কিছুটা দুর্বল মতিঝিলপাড়ার ক্লাবটি। আক্রমণ ভাগে তাদের মূল ভরসা সুলেমান দিয়াবাতে আছেন দারুণ ছন্দে। তার পরও আগে পুলিশ এফসিতে খেলে যাওয়া ভেনেজুয়েলার ফরোয়ার্ড এদুয়ার্দ মোরিওকে নিবন্ধন করেছে মোহামেডান। ২০২২-২৩ মৌসুমে পুলিশের জার্সিতে ১৮ ম্যাচে ৯টি গোল করেছিলেন ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড, আর ২০২৩-২৪ মৌসুমে ১৫ ম্যাচে জালের দেখা পেয়েছিলেন পাঁচবার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফর য় র ড

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বর জকসু নির্বাচন না হলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হবে: আপ বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত না হলে তা শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের প্রতারণা বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

দাবিগুলো হলো— আসন্ন জকসু নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত করতে হবে; নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে; নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে; সব সংগঠনকে সমান সুযোগ দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জবির প্রধান সংগঠক মাসুদ রানা বলেন, “আমরা যখন জকসুর দাবিতে অনশন করছিলাম, তখন প্রশাসন ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনশন ভাঙিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটি মহল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।”

তিনি বলেন, “ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা থাকায় ওই মাসে নির্বাচন অসম্ভব। তাই ২৭ নভেম্বরই জকসু নির্বাচনের উপযুক্ত সময়।”

তিনি আরো বলেন, “আমরা জানতে চাই, নির্বাচন পেছানোর মধ্য দিয়ে জকসু নির্বাচন ভণ্ডুল করার কোনো প্রক্রিয়া চলছে কিনা। পুরান ঢাকাকে অস্থিতিশীল করে একটি মহল নির্বাচন পণ্ড করতে চায়। শিক্ষার্থীদের জীবনের প্রথম ভোট হবে জকসু নির্বাচন—তা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ