চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার এবং ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের সাবেক কোচ ফিল সিমন্সকে হেড কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। তার অধীনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ভালো করেনি বাংলাদেশ।

স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দেওয়া হয়েছে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব। তিনি মূলত দলের ব্যাটিং কোচের ভূমিকা পালন করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছে নাজমুল শান্ত-ফিল সিমন্সের জুটি। তাদের চুক্তি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সিমন্স-সালাউদ্দিন কোচের পদে থাকছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে বিসিবি এই দুই কোচের চুক্তি নবায়ন করতে চায়। তাদের কাজে খুশি বোর্ড। যে কারণে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ভার সিমন্স-সালাউদ্দিনের কাঁধে রাখতে চায় বোর্ড। সঙ্গে পাকিস্তানী স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও রেখে দিতে চায় বিসিবি।

সোমবার বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দুই পরিচালক। বিকেএসপির সাবেক কোচ ও বর্তমান বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, বিসিবি এই দুই কোচের সঙ্গে চুক্তি নবায়ন ও দল নিয়ে পরিকল্পনা সম্পর্কীত আলোচনা দ্রুত সেরে নিতে চায়।

ফাহিম বলেন, ‘আমরা প্রধান দুই কোচের কাজে সন্তুষ্ট। তাদের সঙ্গে আবার যোগাযোগ করব। আলোচনায় বনিবনা না হলে, বাইরে থেকে চিন্তা করতে হবে। তবে আমরা আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ-আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছতে পারবো।’

এছাড়া বিসিবি জাতীয় দলের বাইরে কাজ করার জন্য দু’জন ফিল্ডিং কোচ নেওয়ার কথা ভাবছেন। যারা মূলত এইচপি বা বয়সভিত্তিক পর্যায়ে কাজ করবেন। দেশি ভালো ফিল্ডিং কোচ না থাকায় বিদেশি কোচ আনার পরিকল্পনা বিসিবির, ‘দু’জন ফিল্ডিং কোচের নাম এসেছে। যারা জাতীয় দলের বাইরেও কাজ করবে। ফিল্ডিংয়ের বিষয়ে আমরা জোর দিতে চাই। এজন্য আমরা দু’জন ফিল্ডিং কোচের খোঁজ করবো।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ল স মন স স মন স

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত নিবন্ধ