ভালো ব্যবসা করতে পারছে না উৎপাদন ও সেবা খাতের দেশীয় কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত এমন ২৩০ কোম্পানির মধ্যে গত বছরের শেষ ছয় মাসে ৫৭টি লোকসান করেছে, যার ৩৯টি আগের বছরেও লোকসানে ছিল। এর বাইরে ৪৫ কোম্পানি নির্ধারিত সময় পার হওয়ার পরও আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে, এসব কোম্পানিও লোকসানে।
এদিকে ১২৮টি কোম্পানি গত বছরের শেষ ছয় মাসে বা দুই প্রান্তিক মিলে নিট মুনাফা করেছে, যার মধ্যে ৭৯টির মুনাফা আগের একই সময়ের চেয়ে বেড়েছে। তবে মুনাফা করা কোম্পানির মধ্যে শেয়ারপ্রতি ৫০ পয়সা মুনাফাও হয়নি এমন কোম্পানি ৫১টি। আবার ৪৮টির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।
গতকাল পর্যন্ত ঢাকার শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত যেসব কোম্পানি ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর সময়কালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) পর্যালোচনায় এমন তথ্য মিলেছে। বর্তমানে ডিএসইর মূল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি ৩৬০টি। এর মধ্যে ২৪৩টি উৎপাদন ও সেবা খাতের, যাদের হিসাব বছর শেষ হয় জুনে। বাকি ১৩টি বহুজাতিক কোম্পানি, যাদের হিসাব বছর শেষ হয় ডিসেম্বরে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা করার পরও ১৮টি কোম্পানি চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে লোকসান করেছে। এগুলো হলো– ইনফরমেশন সার্ভিসেস, বারাকা পতেঙ্গা পাওয়ার, ল্যুব-রেফ, ইনটেক, ওরিয়ন ফার্মা, ইভিন্স টেক্সটাইল, আমরা টেকনোলজিস, এনার্জিপ্যাক পাওয়ার, দেশবন্ধু পলিমার, শাইনপুকুর সিরামিক, সি পার্ল হোটেল, আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ন কেবলস, বেক্সিমকো লিমিটেড, জেমিনি সি ফুডস, বসুন্ধরা পেপার, তিতাস গ্যাস এবং মেঘনা পেট্রোলিয়াম।
আগের হিসাব বছরের একই সময়ে লোকসান করার পর চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়কালে মুনাফা করেছে ১০ কোম্পানি। এসব কোম্পানি হলো– পাওয়ার গ্রিড, ফারইস্ট নিটিং, আরামিট লিমিটেড, এস্কোয়ার নিট, শেফার্ড, দুলামিয়া কটন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, স্টাইল ক্রাফট, জিবিবি পাওয়ার ও লিগ্যাসি ফুটওয়্যার।

লোকসান যাদের বেশি 
চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি লোকসান করেছে বেক্সিমকো লিমিটেড। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে এর লোকসান ৩ টাকা ৭৮ পয়সা। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৩৪০ কোটি টাকা। অথচ আগের হিসাব বছরের একই সময়ে প্রায় পৌনে ৩ কোটি টাকা মুনাফা করেছিল। একই গ্রুপভুক্ত শাইনপুকুর সিরামিক কোম্পানি শেয়ারপ্রতি ১ টাকা ৩৫ পয়সা বা টাকার অঙ্কে নিট প্রায় ২০ কোটি টাকা লোকসান করেছে, যেখানে আগের বছর একই সময়ে ২৯ লাখ টাকা মুনাফা করেছিল। 
মেঘনা সিমেন্টও এবার বড় লোকসান করেছে। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৩০ পয়সা মুনাফা করেছিল। এ বছর ১০ টাকার শেয়ারের বিপরীতে ৯ টাকা ৪৭ পয়সা হারে লোকসান করেছে বলে জানিয়েছে। লোকসান দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি টাকা। বড় লোকসানের তালিকায় আছে এপেক্স ট্যানারি, এসিআই লিমিটেড, তিতাস গ্যাস, বসুন্ধরা পেপার, বিডি ল্যাম্পস, জেমিনি সি ফুডস, এইচআর টেক্সটাইল, ইস্টার্স কেবলস ইত্যাদি। কমপক্ষে ১ টাকা থেকে সর্বোচ্চ ৩৭ টাকা লোকসান করেছে ২৭ কোম্পানি।

মুনাফায় থাকা কোম্পানি
শেয়ারপ্রতি কমপক্ষে ১ টাকা মুনাফা করা কোম্পানির মধ্যে সবচেয়ে এগিয়ে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস। কোম্পানিটি জুলাই-ডিসেম্বর সময়কালে শেয়ারপ্রতি নিট ১ টাকা ৭১ পয়সা মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১৫ পয়সা। ফাইন ফুডসের মুনাফা ৩৮ পয়সা থেকে ১ টাকা ৮১ পয়সায়, মতিন স্পিনিংয়ের ৫৮ পয়সা থেকে ২ টাকা ৬১ পয়সায়, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৫ টাকা ৪৭ পয়সা থেকে ১৭ টাকা ৫৯ পয়সায়, লাভেলোর ৫৭ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সায় এবং এনভয় টেক্সটাইলের ১ টাকা ৪৫ পয়সা থেকে ৩ টাকা ৫৮ পয়সায় উন্নীত হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রব জ র বছর র একই সময় র হ স ব বছর হ স ব বছর র ড স ম বর ছয় ম স পয়স য়

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষা-২০২৫: ভূগোল ও পরিবেশ বিষয়ে বেশি নম্বর পাওয়ার টিপস

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা হবে আগামীকাল বুধবার। এখন তোমাদের জন্য থাকছে কীভাবে পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিষয়ে খুব ভালো নম্বর তোলা যায়, তার টিপস।

সময় ও নম্বর বিভাজন

পরীক্ষায় বহুনির্বাচনি অংশে ৩০টি প্রশ্ন থেকে সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ১x৩০ অর্থাৎ ৩০ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে ১ নম্বর করে।

আর সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে ১১টি। ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৭x১০ অর্থাৎ ৭০ নম্বর।

পাঠ্যবইকে গুরুত্ব দাও

এবার পুরো সিলেবাসের ওপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। ভূগোল ও পরিবেশ বিষয় কিন্তু অনেক তথ্যভিত্তিক, সিলেবাসও বেশ বড়। মনোযোগ দিয়ে বুঝে পড়লেই ভালো নম্বর পাওয়া সম্ভব। সঠিক প্রস্তুতিই তোমাকে সৃজনশীল প্রশ্ন সহজে বুঝতে এবং বহুনির্বাচনি অংশে অধিক নম্বর তুলতে সহায়তা করবে।

বহুনির্বাচনি অংশ

বহুনির্বাচনিতে ভালো করতে নির্ধারিত অধ্যায়গুলো খুব ভালোভাবে রিভিশন দেবে। প্রতিটি অধ্যায়ে অনেক নাম, উচ্চতা, উৎপত্তি স্থান, অক্ষাংশ-দ্রাঘিমাংশসহ বিভিন্ন বিষয়ে মনে রাখতে হবে। শিলা, বায়ুপ্রবাহ, বায়ু অধ্যায়ের বহুনির্বাচনিতে ভালো করলেই সহজে বেশি নম্বর উঠবে। বহুনির্বাচনি অংশে প্রশ্নের উত্তর তোমাকে খুব বুঝে করতে হবে। এটাই তোমার জিপিএ বাড়াতে সহায়তা করবে।

আরও পড়ুনঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসিতে প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের ১১টি নির্দেশনা২৬ এপ্রিল ২০২৫সৃজনশীল অংশ

সৃজনশীল অংশের প্রশ্নের উত্তর চার ধাপে সঠিক পদ্ধতি অনুসরণ করে লিখবে। প্রতিটি প্রশ্ন জ্ঞানমূলক, অনুধাবন মূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা অংশে ভাগ থাকবে। তবে উত্তর লেখার সময় মাথায় রাখবে যাতে নির্দিষ্ট সময়ের লেখা শেষ হয়। উত্তরে কোনো ধরনের অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।

সময়কে কাজে লাগাও

সময়কে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়। পরীক্ষার আগে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, রিভিশন দাও, দেখবে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।

আরও পড়ুনইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ১ ঘণ্টা আগেআঁকাগুলো অভ্যাস করো

ভূগোল ও পরিবেশের ক্ষেত্রে ছবি আঁকার একটা ব্যাপার থাকে। অনেক সময় ছবির কথা বলা হয় না, কিন্তু তোমাকে বুদ্ধি করে ছবিটা আঁকতে হবে। এতে তোমার নম্বর বাড়বে। তাই বাড়িতে ছবিগুলো ঘড়ি ধরে সুন্দর করে আঁকতে চেষ্টা করো। এটা তোমাকে পরীক্ষায় বেশি নম্বর তুলতে সহায়তা করবে।

রিভিশন দাও

লেখা শেষে অবশ্যই পুরো খাতা ভালো করে রিভিশন দেবে। রিভিশন দিলেই চোখে পড়বে পরীক্ষার খাতায় কোনো ভুল আছে কি না। আর ভুল থাকলে তা সহজেই ঠিক করতে পারবে। তাই রিভিশনের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ।

লেখক: মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২১ ঘণ্টা আগেআরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসি পরীক্ষা-২০২৫: ভূগোল ও পরিবেশ বিষয়ে বেশি নম্বর পাওয়ার টিপস
  • কাজ নাকি কাজের ‘রেজাল্ট’কে প্রাধান্য দেবেন?